September 10, 2017
Bengal Cabinet approves changing State’s name to ‘Bangla’

The State Cabinet on Friday cleared a proposal to name the state to ‘Bangla’.
Chief minister Mamata Banerjee had earlier proposed that the state be named ‘Bangla’ in Bengali, ‘Bangal’ in Hindi and ‘Bengal’ in English. But the Centre had rejected the proposal.
Minister for parliamentary affairs Partha Chatterjee on Friday said the state cabinet had decided that the state will be renamed ‘Bangla’, and will be called so in all languages.
রাজ্যের নাম বদলে সিলমোহর মন্ত্রিসভার
রাজ্যের নাম বদলে ‘বাংলা’ রাখার সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।
২০১৬ সালের আগস্ট মাসে রাজ্যের নাম বদলে বাংলা (হিন্দিতে বাঙ্গাল ও ইংরাজিতে বেঙ্গল) রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্র সেই প্রস্তাবটি মানেনি।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর পার্থ চ্যাটার্জি বলেন এবারের সিদ্ধান্ত অনুযায়ী সব ভাষাতেই রাজ্যের নাম হবে বাংলা।