সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২২, ২০২৩

শীত-গ্রীষ্ম-বর্ষা .. তৃণমূল কংগ্রেসই ভরসা : মমতা বন্দ্যোপাধ্যায়

শীত-গ্রীষ্ম-বর্ষা .. তৃণমূল কংগ্রেসই ভরসা : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ শেষ দফার প্রচারে মেঘালয়ের রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভা ভোটের আগে এই নিয়ে তৃতীয়বার মেঘালয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার বক্তব্যের কিছু অংশ:

মেঘালয়ের মানুষের জন্য মেঘালয়। বাইরের লোকজন এসে শাসন করবে, আপনাদের উপরে কখনও এনআরসি চাপিয়ে দেবে, কখনও সিএএ চাপিয়ে দেবে, কখনও গুলি চালিয়ে দেবে এটা সহ্য় করবেন না।

বাংলায় আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। কিন্তু রোজ আমাদের দরজায় কড়া নাড়ে ইডি-সিবিআই। বিজেপি মনে করে সবাই দুর্নীতিগ্রস্ত ও ওরাই একমাত্র সাধু। ওরা এটাই মনে করে। মেঘালয়কে চালাবে না গুয়াহাটি কিংবা দিল্লি। আমরাও আপনাদের চালাব না। আমরা আপনাদের হেল্প করব।

এল আই সি কবে উঠে যাবে কেউ জানে না, স্টেট ব্যাঙ্ক কবে উঠে যাবে কেউ জানে না। গরিব মানুষ পয়সা পায় না। ভোট মিটলেই কেউ উজ্জ্বলা গ্যাস পায় না। গণতন্ত্রে ভোট একমাত্র রাস্তা। সেটাকে প্রয়োগ করুন।

বাংলায় লক্ষ্মীর ভান্ডার রয়েছে। মা-বোনেরা মাসে ৫০০-১০০০ টাকা পায়। তাদের ৬০ বছর বয়স হয়ে গেলে মাসে ১০০০ টাকা পাবে। আমরা বিনা পয়সায় রেশন দিই, ফ্রিতে শিক্ষা, সংখ্যালঘু-তপসিলি পড়ুয়াদের স্কলারশিপ দিই। অন্য কোনও রাজ্যে এসব আছে?

আমরা চাই উত্তরপূর্ব ভারতের সব জায়গায় আমরা যাব। সমস্যায় পড়লেই জানবেন বাংলা আপানাদের পাশে রয়েছে। আমি দেখে নেব।
আমাদের রাজ্যে যেসব সামাজিক প্রকল্প রয়েছে তা এখানে কীভাবে চালু করা যায় তার জন্য আমরা সাহায্য করব। সবসময় মনে রাখবেন একটা বন্ধু রাখতে হয়। দিল্লির বিজেপি আপনাদের বন্ধু হবে না। দিল্লির কংগ্রেসও বন্ধু হবে না। তৃণমূলই তা পারবে। শীত-গ্রীষ্ম-বর্ষা .. তৃণমূল কংগ্রেসই ভরসা। আমি চাই মা-বোনেরা এখানে এগিয়ে আসুন৷

তৃণমূল আগামীদিনে বিজেপিকে হারাবে। ২৪ সালে বিজেপিকে কেন্দ্র থেকে সরাবে তৃণমূলই।