নভেম্বর ২১, ২০২৩
এখানে এসে ব্যবসা করুন : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গেলো সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের একাধিক শিল্পপতিরা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:
এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩৫টি দেশ অংশ নিয়েছে৷ পার্টনার দেশ হিসেবে অংশ নিয়েছে ১৭টি দেশ
বাংলা আজ দেশের মধ্যে অন্যতম ইকনমিক পাওয়ার হাউজ৷ দেশের মধ্যে অন্যতম দ্রুত গতিতে বেড়ে চলা অর্থনীতি আমাদের৷ সামাজিক ক্ষেত্রে আমরা গোটা দেশের মধ্যে এক নম্বরে৷ চলতি আর্থিক বছরেই ২১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে আমাদের অর্থনীতি
আমি বিভেদ পছন্দ করি না। এখানে কোনও বিভেদ নেই। আমরা স্বামী বিবেকানন্দের নীতি নিয়ে চলি। যদি আপনি মনে করেন আপনি দুর্বল তাহলে দুর্বল হবেন। আর যদি মনে করেন আপনি শক্তিশালী তাহলে শক্তিশালী। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির—কবিগুরুর এই কথাকে পাথেয় করি চলি
এখানে মহিলাদের জন্য সমস্ত সামাজিক প্রকল্প করেছি। তার সঙ্গে রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী। তাই আসুন এখানে বিনিয়োগ করুন
বাংলাকে নিজের আপন বাড়ি ভাবুন, সুখের ঘর ভাবুন। কারণ এখানে আমরা বহু বিষয়ে এক নম্বরে রয়েছি। ক্ষুদ্র ও ছোট শিল্পে এক নম্বরে আছি। মহিলাদের ক্ষমতায়নে এক নম্বরে রয়েছি। সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে দিই। বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার কার্ড দেওয়া হয়েছে। যার প্রিমিয়াম দিতে হয় না
এখানে কোনও সাম্প্রদায়িকতা নেই। এখানে স্থায়ী সরকার আছে। ছেলে–মেয়েদের উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে কর্মসংস্থানের প্রয়োজন। তাই এখানে জমি নিন আর শিল্প গড়ে তুলুন
এখানে তাজপুর বন্দর তৈরি হচ্ছে। এখানে দৈউচা পাচামি তৈরি হচ্ছে। এখানে সিলিকন ভ্যালি গড়ে উঠেছে। যেখানে আইটি শিল্প গড়ে উঠছে। বানতলা চামড়া কমপ্লেক্স গড়ে উঠেছে। এখানে স্কিল রয়েছে। মেধা রয়েছে। এখানে কোনও বিদ্যুতের সমস্যা নেই। ২০২৩ সালের মধ্যে গ্যাস তৈরির কাজ হবে। এটা বড় গেম চেঞ্জার
উত্তরবঙ্গে একাধিক চা বাগান আছে। এখানে যদি ব্যবসার পরিবেশ না থাকত, লাভ যদি না হতো তাহলে এতকিছু আমরা করলাম কেমন করে। বাংলাকে হিংসার জায়গা হিসাবে দেখানো হয়। এটা একটা রাজনৈতিক দলের অপপ্রচার। এখানে এসে ব্যবসা করুন। এখানে পরিবেশ আছে। এখানে কর্মসংস্থান গড়ে উঠছে। আসুন আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাই