ফেব্রুয়ারি ১, ২০২৩
এই বাজেটে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কেন্দ্রীয় বাজেট নিয়ে বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার প্রতিক্রিয়া জানান। ওনার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ :
এই বাজেটে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। এটা অপরচুনিস্টিক বাজেট।
মুদ্রাস্ফীতি হয়েছে, আয়করে ছাড় দিয়ে লাভ নেই।
রাজ্যের টাকা কেন্দ্রের কাছে জমা পড়ূবে, সেখান থেকে রাজ্যের টাকা ফিরিয়ে দেওয়া হবে। আমার টাকা আমি জমা করছি। সেই টাকা ওরা ফিরিয়ে দেবে। ওরা সেই টাকা দেয় না।
সত্যিকারের চোরডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপত্তি নেই। কাল সারা দেশ জুড়ে রেইড হয়েছে। কেন টাকা নেই বুঝি? লোকের পকেট মারতে হবে?
বিজেপি শাসিত রাজ্যগুলি ছাড়া অন্য রাজ্যগুলিকে বঞ্চিত করা হচ্ছে। আইসিডিএস প্রকল্প তুলে দেওযার চক্রান্ত চলছে। তাই এই খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। আশাকর্মীদের টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে কেন্দ্র।
কত দাম মা-বোনেরা, গ্যাসের সিলিন্ডারের একটার দাম? ১১০০ টাকা? ১১২০ টাকা? ১১৭০ টাকা? বাড়িয়েছে ৭০ টাকা। আর কমিয়েছে ৪ টাকা! এবার বলবে কমালো কে? পাচ্ছেন আপনারা বিনা পয়সায় গ্যাস উজালা? যাদের দিয়েছিল ভোটের আগে? না! এই বাজেট নট ফিউচারাস্টিক! এটা হচ্ছে টোটাল অপরচুনিস্টিক এই বাজেট!
আজ পর্যন্ত কোনও কথা রাখতে পেরেছে কেন্দ্রীয় সরকার? প্রথমবার ক্ষমতায় আসার পরে বলেছিল, প্রত্যেক মানুষকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পেয়েছেন কেউ? পেয়েছেন কেউ? পাননি। কী বলা হয়েছিল? বলেছিল, ২ কোটি লোকের চাকরি দেওয়া হবে। ৪০ শতাংশ চাকরি কমে গেছে।