ফেব্রুয়ারি ২১, ২০২৩
'অমর একুশে' সকল ভাষার মানুষকে শুভেচ্ছা: মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেশপ্রিয় পার্কে ভাষা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নেতা-মন্ত্রী ছাড়াও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়িরা। সেখানেই বাংলা ভাষার বিস্তারের সপক্ষে মুখ খোলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বত্র বাংলাকে ছড়িয়ে দেওয়ার কথা বলেন। ওনার বক্তব্যের গুরুত্বপূর্ণ কিছু অংশ:
ভাষার ঐক্য, সম্প্রীতি, ভাষার মৌলিক অধিকার শিক্ষা, মানসিক ও নৈতিক বিকাশ এবং সর্বোপরি মাতৃভাষার প্রতি ভালবাসা – এইসব মিলিয়ে আজকের দিনটি আমাদের সকলের কাছে অতি গুরুত্বপূর্ণ। ‘অমর একুশে’ সকল ভাষার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন।
যত বেশি বাংলা কথায় বাংলা শব্দ বৃদ্ধি পাবে, তত বেশি বাংলা ভাষাটা আরও বৃদ্ধি পাবে। আমি যদি হৃদয়টাকে ছোট করে রাখি, তাহলে তো হৃদয় আর কোনওদিনই বড় হবে না।
আমি তো কারোর মাতৃভূমিকে বদলাতে পারি না। যেটা শিখে এসেছে, সেটা সে বদলাবে কীভাবে?
আমরা হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমাদের বাংলায় অনেক ধরনের মানুষ, অনেক ধর্ম বর্ণের মানুষ রয়েছে। আমার এখানে যেসব ননবেঙ্গলিরা বসবাস করেন, তাঁরা মোর দ্যন বেঙ্গলি। তাঁরা যতটা ভালো বাংলা বলেন, আমরা ততটা বলি না।
সব মিলিয়ে আমাদের ভাষা। সব ভাষা মিলিয়ে আমাদের দেশ।
ভাষাদিবসের দিন বিশ্বকে আমরা বাংলার সঙ্গে যুক্ত করলাম, ‘মনের বাংলা, আপন বাংলা’ পোর্টালে।