Sabuj Sathi Scheme helps in making a dream come true

Bengal Chief Minister Mamata Banerjee’s brainchild, the Sabuj Sathi Scheme, is now spawning travel enthusiasts well.

From childhood, Tirthakumar Roy, of Paharpur Natuapara in Jalpaiguri district, had always wanted to explore the natural and cultural diversity of Bengal. Over the past year, this 19-year-old is making that come true on board the bicycle he got through the State Government’s Sabuj Sathi Scheme last year, when he was in class XI.

Despite the pressure of studies, he is making good on his wish, such is his enthusiasm. He started his journey from his hometown on March 16, 2016. He has covered the districts of Cooch Behar, Alipurduar, Darjeeling, Uttar Dinajpur , Dakshin Dinajpur. The GPS on his mobile phone helps him find his way along.

Since he was studying in class XII over the last year, he carried his books along. Wherever he went, he studied at the local school with permission.

After his Higher Secondary exams got over on March 27, on April 14 this year, he again started off on his journey. Wherever he has went, the local administration has helped him. He has plans to cover 341 blocks of the State.

Through his journey, Tirthankar has proved that where there is a will, there is a way, and Sabuj Sathi is there to help him along.

 

স্বপ্ন পূরণ করল ‘সবুজসাথী’র সাইকেল

গোটা বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ দেখার ইচ্ছে–পূরণে ছাত্রের বাহন ‘সবুজসাথী’।

অচেনাকে চেনার আনন্দ উপভোগ ও খুব ছোটবেলায় বইয়ের পাতায় পড়া বিভিন্ন জেলার প্রকৃতি, চাষবাস কিংবা মানুষের সংস্কৃতিকে নিজের চোখে দেখার ইচ্ছে ছিল জলপাইগুড়ির পাহাড়পুর নাটুয়াপাড়ার বাসিন্দা তীর্থকুমার রায়ের। কিন্তু কমবয়স ও আর্থিক কারণে তার মনের ইচ্ছেপূরন হয়ে ওঠেনি। ২০১৬ সালে একাদশ শ্রেণীতে পড়ার সময় সরকারি সবুজসাথী প্রকল্পের সাইকেল হাতে পেয়ে রাজ্যভ্রমণে আর দেরি করেনি সে।

গত বছরের ফেব্রুয়ারিতে আঠারো বছর বয়স পূর্ণ হতে সেই সাইকেল নিয়েই তীর্থ বেরিয়ে পড়েছে রাজ্যের মোট ৩৪১টি ব্লকে। উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র সব ঘুরে দেখার উদ্দেশ্যে। তার ইচ্ছে সব ব্লক ঘুরে দেখা শেষে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে।

১৯ বছরের তীর্থ জানাল, ২০১৬ সালের ১৬ মার্চ পাকাপাকিভাবে বেরিয়ে সে পড়ে রাজ্যের জেলা সফরে। প্রথমে কোচবিহার, আলিপুরদুয়ার দিয়ে শুরু করে সাইকেলে পাড়ি দিয়েছে দার্জিলিংয়েও। সেখান থেকে ফিরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর। পড়াশোনার জন্য বই সঙ্গেই থাকত। রাস্তায় যখন যেখানে থেকেছে সেখানের স্কুলে অনুমতি নিয়ে ক্লাস করেছে তীর্থ। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য দিনাজপুরে প্রশাসনিক ভবনে সাইকেল রেখে বাড়ি ফিরে যায়। ২৭ মার্চ পরীক্ষা শেষে ১৪ এপ্রিল সে আবার যাত্রা শুরু করে মালদা থেকে।

আগামীদিনে পড়াশোনার পাশাপাশি এভাবেই চলতে থাকবে সাইকেল যাত্রা। বীরভূম ও মুর্শিদাবাদের কিছু ব্লক ঘুরতে বাকি আছে। নদীয়া শেষ করে আগামীতে বাকি জেলাগুলি শেষ করবে। তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সে জানাবে, তার দেওয়া সবুজ সাথী সাইকেল না থাকলে তার এই সাধপূর্ণ হত না।

 

 

Bengal’s Kanyashree gets Centre’s praise

The Union Government has heaped praise on the Bengal Government for its path-breaking Kanyashree Scheme for empowering the girl child.

The commendation for the scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, came from the Centre during a conference of officials from the Women and Child Welfare Departments of all the States held in New Delhi on May 18.

The scheme is on its way to touch the figure of 40 lakh enrolments in the next few months.

 

কন্যাশ্রী নিয়ে কেন্দ্রের প্রশংসা কুড়ালো মমতার সরকার

কন্যাশ্রী নিয়ে কেন্দ্রের ভূয়সী প্রশংসা কুড়ালো রাজ্য সরকার। ১৮ই মে নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি সচিব পর্যায়ের বৈঠক করে কেন্দ্রীয় সরকার। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করে কেন্দ্র জানিয়েছে, রাজ্যে কন্যাশ্রী নিয়ে খুব ভাল কাজ হচ্ছে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের প্রায় ৪০লক্ষ মেয়ে এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে।

 

 

Bengal Govt to introduce five vessels for ferrying people across the Ganga

The Bengal Government is soon going to introduce five steel vessels, each with a capacity of 250 passengers, for ferrying passengers across the Ganga.

The steel vessels have been made by the West Bengal Transport Infrastructure Development Corporation (WBTIDC). Each of the sturdy vessels cost Rs 1.60 lakh.

Through the Jaladhara Scheme introduced recently, the State Government has undertaken a slew of measures for the safe transport of passengers across the waterways of Bengal.

As per the scheme, the State Government would provide financial assistance in the form of thirty per cent of the conversion cost or a maximum of Rs 1 lakh for each of the around 14,000 semi-mechanised boats plying the Ganga to be converted into fully mechanised ones. The jetties on the river would also be overhauled.

 

যাত্রী নিরাপত্তায় আরও ৫ টি নতুন ভেসেল আনছে পরিবহণ দপ্তর

গঙ্গায় যাত্রী নিরাপত্তায় জোর দিতে শীঘ্রই ৫ টি স্টিল ভেসেল আনতে চলেছে রাজ্য পরিবহন নিগম। আগামী দুই সপ্তাহের মধ্যেই এগুলি পরিষেবা দেওয়া শুরু করবে। ধাপে ধাপে আরও ৬ টি ভেসেল আনা হবে। পুজোর আগেই সেগুলি কাজ করা শুরু করবে।

সবকটি ভেসেল তৈরী করছে টিআইডিসি। এক একটা ভেসেল তৈরী করতে খরচ হবে ১ লক্ষ ৬০হাজার টাকা। প্রতিটি ভেসেলে ২৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবে।

যেসব জায়গায় গঙ্গা চওড়া ভেসেল গুলি সেখানে চালানো হবে। ভেসেলগুলিতে অগ্নিনির্বাপক যন্ত্র থেকে শুরু করে নিরাপত্তার সবরকম ব্যবস্থা থাকবে।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের ২৪টি যাত্রীবাহী ভেসেল চলাচল কর । মালবাহী ভেসেল চলে ৪টি।

 

 

Kara Utsav in June by inmates of Bengal correctional homes

On two of the days within June 6 to June 8, Kara Utsav (‘jail festival’) is going to be organised by the Department of Correctional Administration of the Bengal Government. The festival would take place at Rabindra Sadan in Kolkata. This festival was started last year.

The prime attraction of the festival would be the food stalls to be set up by some of the inmates of the correctional homes. This year 12 types of foods and cookies would be sold by inmates of the Dum Dum, Alipore and Presidency Correctional Homes.

Biryani, mutton and chicken cutlets and dahi vada made by Presidency inmates would be available at Kara Utsav. Eight to ten items made by the inmates of the Dum Dum and Alipore Correctional Homes.

There would be two new attractions this time – a fashion show under the direction of famous designer Abhishek Dutta by inmates of the Presidency Correctional Home and an exhibition of saris by inmates of the same place.

 

কারা উৎসবের প্রধান আকর্ষণ বন্দিদের বানানো বিরিয়ানী

জুনের প্রথম সপ্তাহের শেষের দিকে রবীন্দ্রসদনে দুদিনের ‘কারা উৎসব ‘ অনুষ্ঠিত হবে। ওই উৎসবের অন্যতম আকর্ষণ সাজাপ্রাপ্ত বন্দিদের বানানো খাবারের স্টল। দমদম ,আলিপুর এবং প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলের (যেখানে ক্যান্টিন রয়েছে )বন্দিদের বানানো প্রায় ১২ রকমের খাবার এবং কুকিজ বিক্রি হবে এই উৎসবে।

প্রেসিডেন্সি জেলের ক্যান্টিনে বন্দিরা খুব ভালো বিরিয়ানী ,মটন – চিকেন কাটলেট এবং দই বাড়া বানায়। তাদের বানানো ওই খাবারগুলি করা উৎসবের স্টলে বিক্রি করা হবে । তেমনই আলিপুর এবং দমদম জেলের ক্যান্টিনে তৈরি বাছাই করা ৮ – ১০ টি খাবারও পাওয়া যাবে স্টলে।

এবার উৎসবে দুটি নতুন আকর্ষণ হল ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্তের তত্বাবধানে প্রেসিডেন্সি জেলের বন্দিদের তৈরি পোশাকের প্রদর্শনী।এক শিল্পীর উদ্যোগে প্রেসিডেন্সি জেলের কয়েকজন বন্দি ডিজাইনার শাড়ির কাজও করছে। সেই শাড়ির প্রদর্শনীও হবে উৎসবে।

গত বছর থেকে রাজ্যে কারা উৎসব শুরু হয়েছে। আগামী ৬,৭এবং ৮ জুনের মধ্যে যেকোনোও দুদিন ওই উৎসব হবে। এবারও বন্দিরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

 

 

Students take part in Bengal CM’s administrative review meeting in Birbhum

Bengal Chief Minister Mamata Banerjee chaired the administrative review meeting for the Birbhum district at Bolpur on Monday.

In the meeting, she highly appreciated the Birbhum district administration for executing various development and welfare programmes. Apart from government officials, a group of students from Visva-Bharati University were present in the administrative meeting.

The Chief Minister said the state government would provide Rs 2.5 crore to each district to improve traffic infrastructure. She once again urged senior police officers to bring down road accidents by enforcing the guidelines given under “Safe drive save life” scheme.

The Chief Minister laid the foundation of the Rampurhat Medical College and Hospital. “The construction of the proposed hospital will begin shortly and once completed, locals will get every kind of treatment free of cost,” she said. She said in the past six years, despite financial constraints, the state government has made healthcare facilities free in the state. “Costly treatment is being offered in state-run hospitals free of cost. The institutional delivery has gone up and child mortality has come down in the state over the past six years.”

The instructed the hospital authorities to maintain proper contact details of the patients admitted to the hospital from other states. “Record of patient/families’ address should be maintained so that information can be provided. Their permanent address, current residential address should be recorded,” she said.

Later in the evening, in a Facebook post she said:

“Now we have started inviting university students to administrative review meetings in the districts to let them have a first-hand feel of how this unique exercise of review of government schemes is made with field-level functionaries in presence of senior officers.

First, it was Rabindra Bharati University at Howrah.

Today, it was Viswa-Bharati in Bolpur.

Everywhere, we are getting very positive response from the students.”

 

বীরভূমের প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন ছাত্রছাত্রীরা

সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে জেলা প্রশাসনের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও বিশ্ব ভারতীর বেশ কয়েকজন ছাত্রছাত্রীও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রী জানান প্রতিটি জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য ২.৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে পুলিসকে আরও কড়া হতে বলেন। জেলার প্রতিটি ট্রাফিক মোড়ে একটি করে ওয়াচ টাওয়ার করার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করেছেন এদিন। প্রশাসনিক বৈঠকের শেষে ৫৭টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এদিন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।  তিনি জানান খুব শীঘ্রই এর কাজ সম্পন্ন হয়ে যাবে। স্থানীয় মানুষ এখানে বিনামূল্যে সবরকম চিকিৎসা পাবে। গত ৬ বছরে আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও রাজ্য সরকার সমগ্র রাজ্যে সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু করেছে।

এই বিষয় নিয়ে একটি ফেসবুক পোস্টও করেন মুখ্যমন্ত্রী 

 

Rs 600 cr business proposals at Synergy Summit in Bankura district

The Bankura district administration has received investment proposals worth Rs 600 crore at the recently-concluded industry conclave called Synergy.

Around 305 investment proposals came from micro, small and medium enterprises (MSME) and the other proposals were from large industries.

According to senior State Government officials attending the summit, the responses from industrialists are quite impressive. This is the first time that the Bankura district administration has received such huge investment proposals from industrialists.

The administration has promised to provide them with every possible help. The district administration has already published a booklet on the availability of land. Land-related information will also be uploaded on the website of the district administration.

MSMEs like bakeries, rice mills, mechanised stone-crushing units, small-scale units manufacturing agricultural tools and roofing tiles, poultry fodder-making, agro-servicing units, sal-leaf cup-and-plate manufacturing, automobile painting and many others are successfully running their trade in the district.

Besides MSMEs, there are many service industries running successfully in the district too. Examples include screen printing, offset printing, automobile repairing and servicing, building bodies of buses and manufacturing domestic electrical appliances.

 

৬০০কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাঁকুড়া জেলায়

বাঁকুড়া জেলায় সদ্য সমাপ্ত হল বাণিজ্য সম্মেলন, যার নাম সিনার্জি। এই সম্মেলনে বাঁকুড়া জেলা প্রশাসন পেল ৬০০ কোটির বাণিজ্য প্রস্তাব।

ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্প মিলিয়ে প্রায় ৩০৫টি বিনিয়োগ প্রস্তাব এসেছে এই সম্মেলনে। রাজ্য সরকারের এক উচ্চ আধিকারিকের কথা অনুযায়ী, এবারে ওই সম্মেলনে আগত বিনিয়োগকারী ও ব্যাবসায়ীদের মধ্যে বেশ সাড়া পাওয়া গেছে। এই প্রথম বাঁকুড়া জেলা প্রশাসন এই বিশাল অঙ্কের লগ্নি প্রস্তাব পেল।

প্রশাসন বিনিয়োগকারীদের সব ব্যাপারে পাশে থাকার আশ্বাস দিয়েছে। জেলা প্রশাসন একটি পুস্তিকা প্রকাশ করেছে যেখানে সমস্ত জমির তালিকা দেওয়া আছে। আর প্রতিটি জমির বিশদ বিবরন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেমন বেকারি, চালকল, যন্ত্রচালিত পাথর ভাঙ্গার কেন্দ্র, কৃষি যন্ত্রপাতি তৈরি, শালপাতার কাপ প্লেট তৈরি, গাড়ির রঙ করা এই শিল্পগুলো ইতিমধ্যেই ওই জেলায় রমরমিয়ে চলছে।

ক্ষুদ্র শিল্পের পাশাপাশি স্ক্রিন পেন্টিং, অফসেট প্রিন্টিং, গাড়ি সারানো, বাসের কাঠামো তৈরি, ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরি এই সকল শিল্পও ওখানে খুব চলছে।

 

State Govt to initiate rainwater harvesting in Darjeeling

A comprehensive plan worth Rs 24 crore has been chalked out by the Bengal Government to give a huge relief to water-stressed people in Darjeeling. The State Government is all set to implement a rainwater harvesting project for slum dwellers in the hill town.

As part of the project, for nine months a year, slums in Darjeeling that are not connected to normal water supply will get access to water for drinking and washing.

The organisation, Global Climate Facility Funding is providing financial assistance for the project. This is for the first time that a rainwater harvesting project on such a scale is being implemented in the State. The Municipal Engineering Directorate is executing the project.

It may be mentioned that both the State Urban Development and Environment Departments have urged the urban local bodies to recycle waste water and practice rainwater harvesting to conserve this precious resource.

As an example, New Town Kolkata Development Authority (NKDA) is recycling waste water at roadside plants in the township.

 

 

দার্জিলিঙে রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের ভাবনা রাজ্য সরকারের

দার্জিলিঙে জল সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। পরিকল্পনা নেওয়া হয়েছে ২৪কোটি টাকা ব্যায়ে একটি রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের যা দার্জিলিঙের জল সমস্যার সমাধান করবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস আয়োজিত সাস্টেনেবেল ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ওপর একটি আলোচনা সভায় একথা জানান পরিবেশ দপ্তরের মুখ্য সচিব অর্ণব রায়।

এই প্রকল্পের খরচ বহন করবে গ্লোবাল ক্লাইমেট ফেসিলিটি ফান্ডিং। ইতিমধ্যেই টেন্ডার গ্রহনের কাজ শুরু হয়ে গেছে।

রাজ্য নগর উন্নয়ন দপ্তর ও পরিবেশ দপ্তর পুরসভাকে আর্জি জানিয়েছে রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের পাশাপাশি নোংরা জল রিসাইকেলের। প্রসঙ্গত, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটি ইতিমধ্যেই নোংরা জল পরিস্রুত করে পুনর্ব্যবহারের কাজ শুরু করে দিয়েছে।

 

 

Agro Business Synergy: More than Rs 1,000 cr investments, more to come

Proposals for investments worth Rs 1,361 crore in the agro-business sector in Bengal have been received. This was revealed at the inauguration of the summit, Agro Business Synergy 2017, being held in Siliguri. The theme this time is ‘Focus North Bengal’. Senior ministers and officials say that this number would increase substantially after the summit ends.

The State Government is conducting the conference in collaboration with the Confederation of Indian Industries (CII) and Food and Agriculture Centre for Excellence (FACE).

The investments cover diverse areas: Rs 80 crore in animal husbandry, Rs 64 crore in building cold storages, Rs 187 crore in food and beverage industries, Rs 15 crore in horticulture and Rs 180 crore in rice mills. Besides these, proposals have also come for investing Rs 536 crore in PPP mode in agricultural infrastructure.

For the last one month, district industry officials and district administrative officials of the eight districts comprising North Bengal have been meeting with merchants and merchant bodies to convince them to invest in the region. The investments are a result of this hard work.

Seniors State ministers attending the summit said that the State Government is ready to help in creating agricultural infrastructure by providing land and buildings, and building roads.

More than 1,000 merchants from the State are taking part in the summit. Besides, representation has also come from neighbouring countries like Nepal and Bhutan. Nepal, Bhutan and Bangladesh, with which the northern region of Bengal shares borders, provide exciting opportunities for traders from North Bengal.

 

উত্তরবঙ্গে ১৭০২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য উদ্যোগে বৃহস্পতিবার থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে অ্যাগ্রো বিজনেস সিনার্জি। ২ দিনের এই শিল্প সম্মেলনে উত্তরবঙ্গে শিল্প স্থাপনের আগ্রহ করেন দেশ বিদেশের শিল্পপতিরা।

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ১৭০২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিল শিল্প উদ্যোগীরা। ১৩৬১ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এল প্রথম দিনেই। এর মধ্যে পিপিপি মডেলে ৫৩৪ কোটির বিনিয়োগের প্রস্তাব রয়েছে। দ্বিতীয় দিনে আরও ৩৪১ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।

মূলত উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক শিল্প গড়তে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিনের সম্মেলনে শুধু রাজ্যের বিনিয়োগকারীরাই নন, নেপাল ও ভুটান থেকেও বিনিয়োগকারীরা এসেছিলেন।

সম্মেলনের প্রথম দিনেই প্রাণী সম্পদ বিকাশে ৮০ কোটি, কোল্ড স্টোরেজ ৬৫ কোটি, ফুড ও বেভারেজ সেক্টরে ৮৭ কোটি, হর্টিকালচারের জন্য ১৪.৮ কোটি, খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ৩০৪.৫৯ কোটি টাকার বিনিয়োগ এসেছে।

কালিম্পং হর্টিকালচার, আলিপুরদুয়ারে মাছ চাষ, পোল্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ, রাইস মিল সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব এসেছে।

 

WB CM conducts administrative review meeting for Birbhum in Bolpur

Chief Minister Mamata Banerjee chaired the administrative review meeting in Bolpur today. It was held at the Gitanjali auditorium.

This is the second time that Mamata Banerjee came to Birbhum district this year; earlier, in January, she had visited the Baul Mela in Joydeb.

In keeping with the system started at the last administrative review meeting in Howrah, 50 students were invited, this time from Visva-Bharati University.

In a significant achievement, the Birbhum Zilla Parishad had, this month, received the award for being the best zilla parishad in Bengal.

 

বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ বোলপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এটি।

এই নিয়ে দ্বিতীয়বার বীরভূম জেলায় এলেন মুখ্যমন্ত্রী। এর আগে জানুয়ারি মাসে তিনি বীরভূমে আসেন সেখানে তিনি জয়দেবের মেলা পরিদর্শন করেন।

হাওড়ার প্রশাসনিক বৈঠকের মত এখানেও বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রছাত্রীকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসেই কাজের নিরিখে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেরা জেলা পরিষদের সম্মান আদায় করেছে বীরভূম। সেরার তকমা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে অন্যরকমভাবে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন।

 

 

Happy that we will have a representative from Hills: Mamata Banerjee on RS election

All India Trinamool Congress Chairperson Mamata Banerjee today announced the names of five candidates for the forthcoming Rajya Sabha elections.

The five candidates are Derek O’Brien, Sukhendu Sekhar Roy, Dola Sen, Dr Manas Bhunia and Shanta Chhetri (from Kurseong in Darjeeling district).

Speaking to media, Mamata Banerjee said that the party will later decide whether to field a candidate for the sixth seat from Bengal.

She said, “I am very happy that there is now a representative from the Hills as well. People always exploit the Hills but don’t give anything in return. I am happy that I have been able to give back something to the Hills”.

She also said that this was a “very good team”.

 

আমি খুব খুশি যে পাহাড় থেকেও আমাদের প্রতিনিধি রাজ্যসভায় যাচ্ছেন: মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় ৫জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এঁরা হলেন, ডেরেক ও’ব্রায়েন ,সুখেন্দু শেখর রায়, দোলা সেন, ডঃ মানাস ভূঁইয়া এবং কার্শীয়াঙের শান্তা ছেত্রী।

একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি খুব খুশি যে পাহাড় থেকেও আমাদের প্রতিনিধি রাজ্যসভায় যাচ্ছেন। আমি দেখেছি যে মানুষ সবসময় পাহাড়কে exploit করে কিন্তু কিছু ফেরত দেয় না। আমি খুশি যে, আমি পাহাড় কে কিছু দিতে সক্ষম হয়েছি।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যসভার ৬টা সিটে ইলেকশন হচ্ছে। আজ ৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা আর এক ক্যান্ডিডেটের নাম পরে বলব কিনা ঠিক করব।”

তিনি আরও বলেন, এটা খুব ভালো টিম হয়েছে।