Bengal Govt to produce certified potato seeds of higher grade

The State’s Agriculture Department, in collaboration with Central Potato Research Institute, is going to produce certified higher grade seeds for potato plants.

Production of potato from seeds produced in the State itself would help in reducing the price of the vegetable. Additionally, crops produced from these certified seeds would also be resistant to diseases, unlike the crops produced from the stored tubers.

The higher grade seeds would be certified as such in nationally accredited research laboratories. One laboratory is coming up at Anandapur in Purba Medinipur district, inside the premises of a State Agriculture Department potato research farm. Such laboratories would be gradually set up at the other Government-owned potato research farms of the State too.

The production of these higher grade seeds is a three-step process. The first step would be the production of breeder seeds, which would be the done during the next breeding season. An intermediate stage seed would be produced the season after that, and finally, during the third season, the certified seed.

The State Government has plans to produce one-third of the required amount of potato seeds during the first stage.

Bengal is the second highest producer of potatoes in the country.

 

রাজ্যেই উন্নত মানের আলু বীজ উৎপাদনের উদ্যোগ

রাজ্যেই উন্নতমানের সার্টিফায়েড আলুর বীজ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য কৃষি দপ্তর।

রাজ্যে আলুর বীজ উৎপাদন হলে দামও কিছুটা কমবে। এছাড়া, সার্টিফায়েড বীজ ব্যবহার করলে আলু গাছের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যাবে।

পূর্ব মেদিনীপুরের আনন্দপুরে কৃষি দপ্তরের খামারে রয়েছে আলু গবেষণা কেন্দ্র। সেন্ট্রাল পটাটো রিসার্চ ইন্সটিটিউটের সঙ্গে চুক্তির পর ওই গবেষণা কেন্দ্রেই ব্রিডার সিড তৈরী করা হবে। আগামী মরশুমেই রাজ্য সরকারের গবেষণা কেন্দ্রে ব্রিডার সিড তৈরী হয়ে যাবে।

 

প্রথম দফায় রাজ্যের এক তৃতীয়াংশ আলু চাষে প্রয়োজনীয় সার্টিফায়েড বীজ উৎপাদনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

আলু উৎপাদনের নিরিখে দেশের মধ্যে বাংলার স্থান দ্বিতীয়।

তিন বছরের মধ্যে কৃষকদের কাছে রাজ্যে উৎপাদিত সার্টিফায়েড আলুর বীজ পৌঁছে যাবে। আগামী মরশুমেই রাজ্য সরকারের গবেষণা কেন্দ্রে ব্রিডার সিড তৈরী হয়ে যাবে। তারপর আরও দুটি পর্যায়ের শেষে তৈরী হবে চাষযোগ্য আলুর বীজ।

 

Digital platform to keep track of flora in Bengal

The Bengal Forest Department has taken up the initiative to digitise all data regarding planting of saplings, plant diseases and upkeep of trees. Under the assistance of Japan International Cooperation Agency (JICA), this platform will provide all details, like the types of saplings being planted, the number of trees in a given area, etc. along with pictures.

The process of digitisation is part of the West Bengal Forest and Biodiversity Conservation Project and a registered society will be keeping track of the data.

The districts which will fall under this project for the time being are Jalpaiguri, Bardhaman, Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum. Planting of saplings have also been taken up in Nadia and Howrah. Step by step, all the districts of the State will be brought under this programme.

 

সবুজ রক্ষনাবেক্ষনে রাজ্যে এ বার  চালু হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম   

সবুজের রক্ষনাবেক্ষনে ডিজিটাল প্লাটফর্ম চালু করল রাজ্য বন দপ্তর। গাছ লাগানো থেকে সেগুলির রক্ষণাবেক্ষণ ,অসুখ -বিসুখই হোক কিংবা বনসৃজনে কত টাকা খরচ হল – সেসবের হিসাব রাখার জন্য ডিজিটাল প্লাটফর্মের ব্যবহার শুরু হয়েছে।  কোন এলাকার কত সংখ্যক গাছ লাগানো হল, সেগুলি কী কী  প্রজাতির, কবে সেগুলি রোপণ করা হল ছবি -সহ সে -সমস্ত তথ্য আপলোড করা হবে  ডিজিটাল প্লাটফর্মে।

জাইকা -র (জাপান ইন্টারন্যাশনাল কো -অপারেশন  এজেন্সি)আর্থিক সহযোগিতায় বন এবং জীব বৈচিত্র্য রক্ষায় রাজ্যে যে প্রকল্প চালু রয়েছে ,তার অংশ হিসাবেই গড়ে তোলা হয়েছে নয়া এই ব্যবস্থা।

নতুন প্রকল্পটির উদ্দেশ্যে হল, বৃক্ষ রোপন এবং সংরক্ষণে স্বচ্ছতা বাড়ানো।

এই প্রকল্পের আওতায় রয়েছে জলপাইগুড়ি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম। এছাড়া নদিয়া ও হাওড়া জেলাতেও বৃক্ষ রোপণের কাজ হচ্ছে। ভবিষ্যতে সমগ্র রাজ্যেই এই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

Eco Park joins list of World Urban Parks

Eco Park, or Prakriti Tirtha, in New Town, Kolkata has crossed another milestone by getting highlighted by World Urban Parks, a Wellington, New Zealand-based international organisation dedicated to sharing knowledge and providing a platform for people and organisations engaged in green cities, open spaces and related activities.

The ecological garden is the only urban park in the country that has been accommodated in the World Parks Week 2017 event, being held from April 29 to May 7 across the globe.

The organisation has mentioned that “Eco Park is a large urban park in India” on its official Facebook page.

World Urban Parks champions urban park outcomes for city liveability, conservation and access. It provides networking services by connecting and supporting diverse countries across urban parks, open space and recreation communities, and allied sectors.

At Eco Park, the World Parks Week celebrations were inaugurated on Saturday, April 29, with an angling completion that received overwhelming success.

All through the nine days of World Parks Week, various events have been lined up.

The events already held are a kayaking race on April 30 and a photography competition on May 1.

Today, that is, on May 2, a paddle boat competition is going to be held. From May 3 to May 7, the events to be held are sit-and-draw competition, slow cycling competition, segway tour, speed skating competition, and a speed cycling competition and a cultural programme, respectively.

There are prizes for the best competitors.

Eco Park stands on 480 acres of land and contains a large water body as well. It was inaugurated by Chief Minister Mamata Banerjee in January 2013, who renamed it Prakriti Tirtha. It was declared the first-of-its-kind ecological garden in eastern India.

Since then, it has recorded a footfall of over 75 lakh, and has become a favourite weekend destination for people from Kolkata and its suburbs.

 

একমাত্র ভারতীয় পার্ক হিসাবে কলকাতার ইকো পার্কের ‘ওয়ার্ল্ডক্লাস’ স্বীকৃতি

ইকো ট্যুরিজম পার্কের মুকুটে পালক। বিশ্বের তাবড় শহুরে পার্কের সঙ্গে এক সারিতে জায়গা করে নিল ইকো ট্যুরিজম পার্ক। ভারত থেকে একমাত্র ওয়ার্ল্ডক্লাস পার্ক হিসাবে স্বীকৃতি। সপ্তাহভর সেলিব্রেশন ইকো পার্কে। নানা প্রতিযোগিতায় বিশ্ব পার্ক সপ্তাহ পালন।

কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাচ্ছে সবুজ। মাথা তুলছে বড় বড় ইমারত। শহর কলকাতাকে ঘিরে ফেলছে ইট-কাঠ-পাথরের দঙ্গল। অক্সিজেনের খোঁজে হন্যে শহুরে জীবন। তার মাঝেই একফালি জল-জঙ্গলের আস্তানা। সুস্থ নিঃশ্বাসের দমকা হাওয়া। ইকো ট্যুরিজম পার্ক।

আন্তর্জাতিক আঙিনায় পা রাখল কল্লোলিনী তিলোত্তমার সাধের সবুজ। বিশ্ব পার্ক মানচিত্রে স্থান করে নিল ইকো ট্যুরিজম পার্ক। ভারত থেকে একমাত্র পার্ক। অনন্য স্বীকৃতি। জাপান, চিন, ব্রিটেনের অনন্যসুন্দরের মাঝে অনাসায়ে পা ফেলছে ইকো ট্যুরিজম পার্ক।
আল্পস আজুমিনো পার্ক, মুসাশি কুর্য পার্ক, কোনানের ফ্লাওয়ার পার্ক, সিলেসিয়া পার্ক, মিচিনকু পার্ক, টাকিনো সুজুরান হিলসাইড পার্ক- বিশ্বের সেরা এই শহুরে পার্কগুলির সঙ্গে একই সারিতে জায়গা করে নিল ইকো ট্যুরিজম পার্ক। ২৯ এপ্রিল থেকে ৭ মে। বিশ্ব পার্ক সপ্তাহ। বিশ্বের সেরা পার্কগুলির সঙ্গে সেলিব্রেশনে মেতেছে ইকো পার্কও। একঝাঁক প্রতিযোগিতা। ছুটির রবিবারে ঝড় উঠল ইকো পার্কের জলে। কায়াকিং প্রতিযোগিতায় মেতে উঠল কলকাতা। দুনিয়ার সেরা পার্কের তালিকায় জায়গা করে নেওয়াটা কি চাট্টিখানি কথা। খুশিতে তো ভাসবেই কলকাতা। মাতবেই সাত থেকে সত্তর।

 

 

Khadya Sathi going full steam ahead – adds 16 lakh more beneficiaries

The Bengal Government has decided to bring 16 lakh more beneficiaries under the Khadya Sathi Scheme, under which rice is made available rice at Rs 2 per kg per month.

Under the scheme, run by the Food and Supplies Department, these 16 lakh people would get 5 kg of rice each every month. So, for example, if a family has five members, it would get 25 kg of rice per month.

The 16 lakh new beneficiaries are from within the BPL category.

The State Government will now be spending Rs 4,500 crore for the entire scheme now.

Chief Minister Mamata Banerjee had initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the State’s population. It had initially aimed to ensure that 70 lakh people in the State get food and cereals at half the market price while over seven crore people get 5 kg of food grain every month at Rs 2 per kg.

Now, the State is trying to extend the benefits of this scheme to more and more people.

 

খাদ্য সাথী প্রকল্পে উপকৃত হবেন আরও ১৬ লক্ষ মানুষ

রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পে আরও ১৬ লক্ষ মানুষ পেতে চলেছেন ২ টাকা কিলো দরে চাল।

খাদ্য সরবরাহ দপ্তর পরিকল্পনা নিয়েছেন এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রতি পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ৫ কিলো করে চাল দেওয়ার। তারা অর্থ দপ্তরে নথিপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে খাদ্য সাথী প্রকল্পে এই নতুন অন্তর্ভুক্তি সংক্রান্ত।

অর্থ দপ্তরও তাদের সম্মতি জানিয়েছে এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হবে ৪,৫০০ কোটি টাকা। এই প্রকল্প শুরুর আগেই খাদ্য সরবরাহ দপ্তর সব জেলার জেলা শাসকদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল।

ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য ও সরবরাহ দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম সরবরাহ করার।খাদ্য সাথী প্রকল্প পেয়েছে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে জনবন্টন পদ্ধতি পেয়েছে এক নতুন মাত্রা। এই মুহূর্তে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। এবার রাজ্য পদক্ষেপ নিয়েছে আরও ১৬ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার।

খাদ্য সরবরাহ দপ্তরের এক উচ্চ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এই নতুন প্রকল্প এ বছরের মে মাস থেকেই শুরু হওয়ার কথা। ১৬ লক্ষ রেশন কার্ড প্রাপকরা এই প্রকল্পে উপকৃত হবেন। এই মুহূর্তে দপ্তরের কাছে নতুন প্রকল্পের জন্য পর্যাপ্ত চাল মজুদ আছে।

 

 

 

 

Bengal shows the way in labour welfare

The Labour Department had major milestones during the tenure of the Trinamool Congress Government.

The State Plan expenditure has increased from Rs 330.76 crore during 2006-11 to Rs 919.7 crore during 2011-16. Rs 330 crore has been allocated for 2017-18.

Mandays lost due to strike:

Mandays lost due to strike came down from 94 lakh in 2010-11 to nil, so far.

State Assisted Scheme of Provident Fund For Unorganised Workers:

New enrolment of 1,80,870 unorganized workers have been done during 2016-2017, under State Assisted Scheme of Provident Fund For Unorganised Workers (SASPFUW). Total number of beneficiaries under the scheme is expected to become 62 lakh at the end of 2016-2017.

Social Security Schemes:

As part of empowering unorganised workers, 82.71 lac workers have been covered under different social security schemes, against only 26 lacs as on May, 2011.

Welfare of construction workers

Registration of beneficiaries under BOCWA (Building and Other Construction Workers Act) has increased almost 10 times (during 2011-15, with respect to 2007-11), and the disbursed amount has increased almost 34 times (when compared over the same time periods).

Yuvashree Scheme:

Under this major initiative of the State Government, administered by the Labour Department, financial assistance of Rs 1,500 per month has been extended to more than 1 lakh job seekers enrolled in the Employment Bank.

Regional ‘Shrama Bhavan’:

The Foundation Stones of two regional ‘Shrama Bhavan’ have been laid by Hon’ble Chief Minister, West Bengal – one at Siliguri on 17.07.2014 and another at Asansol on 27.11.2014.

Shramik Mela:

Fairs are being organized at different places of the State for awareness generation about welfare schemes, labourers’ rights etc.

Samajik Mukti Card (SMC):

So far, 31.50 lakh Samajik Mukti Cards issued to unorganized workers. A smart card, which facilitates prompt payment of financial benefits.

West Bengal Tea Plantation Employees’ Welfare Fund:

In order to provide better housing, sanitary and drinking water facilities in the tea garden, a fund of 100 crore has been set up. This fund will also be utilized for revival of sick/closed Tea Gardens. A separate Board has been set up to administer this fund.

 

শ্রমিক স্বার্থ সুরক্ষায় এগিয়ে বাংলা

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে শ্রম দপ্তরের অনেক অগ্রগতি হয়েছে।

  • রাজ্য পরিকল্পনা ব্যয় ২০০৬-১১ সময়কালে ৩৩০.৭৬ কোটি টাকা থেকে ২০১১-১৬ সালে.
  • বেড়ে হয়েছে ৯১৯.৭ কোটি টাকা। ২০১৬-১৭ সালের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
  • প্রথমত ধর্মঘটের কারণে ২০১০-১১ সালে যে ৯৪ লক্ষ শ্রম দিবসের ক্ষতি হয়েছিল, তা এখন আর হয় না। অনেক শ্রমিক বর্তমানে সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন।
  • বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের অধীনে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৮২.৩৬ লক্ষ শ্রমিক এসেছেন। এর সিংহভাগ ৫৫.৫ লক্ষ শ্রমিক নথিভুক্ত হয়েছেন ২০১১-র মে মাস থেকে ২০১৫-র সেপ্টেম্বর মাসের মধ্যে।
  • Building and Other Construction Workers Act (BOCWA)-র অধীনে নথিভুক্ত কর্মীদের সংখ্যা ২০০৭-১১ থেকে ২০১১১৫ পর্যন্ত বেড়ে দশগুণ হয়েছে। এই সময়কালে বিতরণ করা টাকা প্রায় ৩৪ গুন বেড়েছে।
  • যুবশ্রী প্রকল্প: যুবশ্রী প্রকল্প শ্রম দপ্তরের অধীনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে এক লক্ষাধিক নথিভুক্ত প্রার্থীদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  • সামাজিক মুক্তি স্মার্ট কার্ড: ৩১ লক্ষ অসংগঠিত শ্রমিকরা এই কার্ড থেকে উপকৃত হয়েছেন।
  • চা শ্রমিকদের কল্যাণ: পশ্চিমবঙ্গ চা বাগান শ্রমিক বোর্ড ১০০ কোটি টাকা মূলধন নিয়ে স্থাপিত হয়েছে।
  • মডেল শ্রম কল্যাণ কেন্দ্র: ২৫টি মডেল শ্রম কল্যাণ কেন্দ্রে সংস্কারের কাজ চলছে।
  • ESI হাসপাতাল: দিল্লির ESI কর্পোরেশন পশ্চিমবঙ্গে ESI হাসপাতালের অসামান্য সাফল্যের জন্য ২০১৪-১৫ সালে ২৩,০০০ কোটি টাকা বরাদ্দ করে। ২০১৩ সালে একটি পেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খোলা হয় শিয়ালদার ESI হাসপাতাল তৈরি হয়েছে শ্রমিকদের জন্য। মানিকতলার ESI হাসপাতালে একটি স্নাতকত্তর প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র খোলা হয় ২০১৩ সালে।
  • শ্রমিক মেলা: বর্তমানে শ্রমিকদের কল্যাণ ও অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে শ্রমিক মেলার আয়োজন করা হচ্ছে।
  • আঞ্চলিক শ্রম ভবন: শিলিগুড়ি এবং আসানসোলে দুটি আঞ্চলিক শ্রম ভবন স্থাপিত হয়েছে।