সাম্প্রতিক খবর

মে ৫, ২০২০

নজরদারি ততদিন চলবে যতদিন না আমরা বাংলাকে করোনামুক্ত করতে পারিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নজরদারি ততদিন চলবে যতদিন না আমরা বাংলাকে করোনামুক্ত করতে পারিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

সারা বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। প্রথমের দিকে ভারত এই ভাইরাসের কবল থেকে মুক্ত থাকলেও নতুন বছর শুরু হতে না হতে ভারতেও হানা দিয়েছে এই ভয়াল ভাইরাস। বাংলার মুখ্যমন্ত্রী প্রথম থেকেই প্রশাসনকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে নেমেছেন এই ভাইরাস মোকাবিলায়। লকডাউনের ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষরা যাতে অভুক্ত না থাকে, সেজন্য এনেছেন একের পর এক মানবিক প্রকল্প। আজ তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে রাজ্যব্যাপী রোগ শনাক্ত করার বিষয়টি তুলে ধরেন।

তিনি লিখেছেন, গত একমাস ধরে রাজ্যজুড়ে নজরদারি চালানো হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি ইলনেস ও ইনফ্লুয়েঞ্জার মত রোগে আক্রান্ত মানুষদের শনাক্ত করতে। এই উদ্যোগে আছেন ৬০ হাজার বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত আশা ও স্বাস্থ্যকর্মীরা যারা গত চার সপ্তাহ ধরে দিবারাত্র পরিশ্রম করে চলেছেন। এই নজরদারির ফলে আমরা আগেভাগে সতর্ক হতে পারি যা এই করোনা মোকাবিলায় খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও লেখেন ঐ পোস্টে, ৭ই এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত মোট ৫.৫৭ কোটি বাড়িতে নজরদারি চালানো হয়েছে। সিভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি ইলনেসে আক্রান্ত ৮৭২ জোন এবং ইনফ্লুয়েঞ্জার মত রোগে আক্রান্ত ৯১,৫১৫ জনকে শনাক্ত করা হয়েছে ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। ৩৭৫ জনকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে যার মধ্যে ৬২ জোনের করোনা ধরা পড়েছে। এনাদের হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। এই নজরদারি প্রক্রিয়া চলছে এবং নজরদারি ততদিন চলবে যতদিন না আমরা বাংলাকে করোনামুক্ত করতে পারি।

Massive door-to-door surveillance has been ongoing since the past one month to identify Severe Acute Respiratory Illness…

Mamata Banerjee यांनी वर पोस्ट केले मंगळवार, ५ मे, २०२०