সাম্প্রতিক খবর

মে ১৩, ২০২০

বাংলায় কিছু রাজনৈতিক দল আছে যারা দাঙ্গা করতে চাইছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় কিছু রাজনৈতিক দল আছে যারা দাঙ্গা করতে চাইছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জেলার পঞ্চায়েত দপ্তরগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই তিনি নজর রাখছেন সকল প্রশাসনিক দিকে যাতে বাংলাকে যতটা সম্ভব দূরে রাখা যায় করোনার গ্রাস থেকে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

করোনা থাকবে তার মধ্যেই গ্রাম বাংলার জাগরণ হবে

আগামীদিনে আরো দোকান খোলা হবে

করোনা মোকাবিলা করতে গেলে ভয় পাওয়ার কোনও কারণ নেই

আমরা চাই দোকানপাট খুলুক, আগামীদিনে আরও দোকান খোলা হবে

চিকিৎসা করে ২৫% মানুষকে সুস্থ করা হয়েছে। ডাক্তার নার্স, পুলিশরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে খুব ভালো কাজ করছে, তাঁদের অসংখ্য ধন্যবাদ

আশা কর্মীরা ৫.৪ কোটি বাড়িতে গিয়ে সমীক্ষা করেছে

এটা মানব বাহিত রোগ কিন্তু তাই বলে মানুষে মানুষে ভেদাভেদ করবেন না

মাস্ককে সঙ্গী করুন, পরিষ্কর পরিচ্ছন্ন থাকুন, বাইরের জিনিসে হাত দেওয়ার আগে গ্লাভস ব্যবহার করুন

জনবহুল এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে

১০০ দিনের কাজ শুরু হয়ে গেছে, সব দপ্তরের কাজ শুরু করা হবে, কেউ যেন কাজ থেকে বঞ্চিত না হয়

বাংলা আবাস যোজনায় ১০লক্ষ বাড়ি তৈরী করে দিতে হবে আগামী ৩-৪ মাসের মধ্যে

কৃষক বন্ধু প্রকল্পে একর প্রতি ২৫০০ টাকা দিয়ে দেওয়া হবে ২০ মে র মধ্যে, এগুলো জেলাশাসকরা দেবেন

গ্রামের জাগরণ আগামীদিনে দেশের কাছে মডেল হবে

দিল্লী, মুম্বাই, গুজরাট, তামিলনাড়ুতে বেশী আক্রান্ত। ঘনবসতিপূর্ণ সব জায়গাতেই আক্রান্ত হয়েছে

আমরা সকলের জন্য ১০লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করেছি, এটা জুলাই মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। ৫৩ জনকে ১লক্ষ টাকা দেওয়া হয়েছে, যারা মারা গেছেন তাদের ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে

বাংলায় কিছু রাজনৈতিক দল আছে যারা দাঙ্গা করতে চাইছে। কেউ দাঙ্গাকে যাতে প্ররোচনা দিতে না পারে সেদিকে পুলিশকে নজর রাখতে হবে, ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, ফেসবুকে নজর রাখা হবে

হুগলীর জেলাশাসককে বলেছি তেলেনিপাড়ার ঘটনার লিস্টটা আমায় পাঠাতে