সাম্প্রতিক খবর

জুন ২১, ২০১৮

লোকপ্রসার প্রকল্প: বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের পথে

লোকপ্রসার প্রকল্প: বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের পথে

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বাংলার লোকশিল্পীরা যথার্থ মর্যাদা পেয়েছেন। লোকসংস্কৃতির পুনরুজ্জীবন ও কার্যকরী প্রসারের লক্ষ্যে ‘লোকপ্রসার প্রকল্প’ চালু হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক উপার্জন সুনিশ্চিত হয়েছে।

লোকশিল্পের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছেন। এই প্রচেষ্টা শুধুমাত্র তাদের পুরনো গৌরব ফিরিয়ে এনেছে তা নয় এর মাধ্যমে এইসব শিল্পীদের আর্থ-সামাজিক দিকও উন্নত হয়েছে।

বাংলার বিভিন্ন লোকশিল্পকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে ‘লোকপ্রসার প্রকল্প’ একটি অনন্য প্রকল্প। এই প্রকল্পের অধীনে লোকশিল্পীরা প্রতি মাসে ১০০০ টাকা করে সান্মানিক পাচ্ছেন। বর্তমানে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাদের কাজে লাগানো হচ্ছে। প্রত্যেককে ৪ টি করে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিটি অনুষ্ঠানের জন্য তাদের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। অতএব লোকশিল্পীরা মাসে ৫০০০ টাকা উপার্জন করতে পারবেন।

প্রায় ২ লক্ষ লোকশিল্পী লোকপ্রসার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং বর্তমানে তাদের নথিভুক্তকরনের প্রক্রিয়া এখনও চলছে।

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই সহযোগিতায় বিলুপ্তির পথে এগিয়ে যাওয়া এই শিল্প পুনরুজ্জীবিত হয়েছে। সমগ্র ভারত সহ অন্যান্য দেশে এই শিল্পের জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়ার এটি এক অভিনব প্রয়াস।