সাম্প্রতিক খবর

জুন ২৫, ২০১৮

উত্তরবঙ্গের জন্য আনন্দ সংবাদ নিয়ে এল উপভোক্তা বিষয়ক দপ্তর

উত্তরবঙ্গের জন্য আনন্দ সংবাদ নিয়ে এল উপভোক্তা বিষয়ক দপ্তর

উত্তরবঙ্গের জনসাধারণের জন্য খুশির খবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর। শিলিগুড়িতে উদ্বোধন হল ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন (স্টেট কমিশন)-এর সার্কিট বেঞ্চ।

এই নয়া উদ্যোগের ফলে, উত্তরবঙ্গের সাধারণ মানুষকে আর উপভোক্তা বিষয়ক বিরোধ নিষ্পত্তির জন্য কলকাতায় যেতে হবে না। এই সার্কিট বেঞ্চটি উদ্বোধন হয় ২২শে জুন।

এই বেঞ্চে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলার অন্তর্ভুক্ত সমস্ত ডিস্ট্রিক্ট ফোরামের রায়ের বিরুদ্ধে আপিল/রিভিশান পিটিশান এবং ঐ জেলাগুলির অন্তর্ভুক্ত অঞ্চলের ক্ষেত্রে কুড়ি লক্ষ টাকার বেশী কিন্তু এক কোটি টাকা পর্যন্ত মূল্যের নতুন মামলা দায়ের করা যাবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য অনেক রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যাক্তিত্ব।

সার্কিট বেঞ্চের ঠিকানাঃ শহীদ ভগত সিং কমার্শিয়াল কমপ্লেক্স, তৃতীয় টোল, সেকেন্ড মাইল, সেবক রোড, থানা- ভক্তিনগর, জেলা-জলপাইগুড়ি, পিন- ৭৩৪০০১।

ই-মেল- sforumscb.sil-eb@nic.in

আরও বিশদে জানতে ফোন করুনঃ (০৩৫৩) ২২৫৪২০২৪/১৮০০৩৪৫২৮০৮ (টোল ফ্রি)