মে ১৯, ২০২০
ভিন রাজ্যে থাকা তিন লক্ষ শ্রমিককে ফেরত আনা হচ্ছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে করোনা পরিস্থিতি ও আসন্ন আমফানের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লোক ঠকানো আর্থিক প্যাকেজ নিয়েও সোচ্চারও হন তিনি। এছাড়া আসন্ন ঘূর্ণিঝড় থেকে রাজ্য ও রাজ্যবাসীকে বাঁচাতে কি ব্যবস্থা নিয়েছে সরকার, সেটাও জানান তিনি।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ-
নাইট কার্ফু চালানো হবে না তবে লকডাউনের বাকি নিষেধাজ্ঞা জারি থাকবে। জনগণকে অনুরোধ করা হচ্ছে সামাজিকভাবে দায়িত্ববান হয়ে সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত না বেরোতে।
কন্টেনমেন্ট জোনকে তিনভাগে ভাগ করা হব। এ – এফেক্টেড (সব বন্ধ থাকবে), বি – বাফার (আংশিক বন্ধ), সি – ক্লিন (পুরোপুরি খোলা থাকবে)।
২১ মে থেকে রাজ্যে কেন্দ্রীয় নির্দেশিকায় উল্লিখিত দোকান বাদে সব দোকান ও আন্তঃ জেলা বাস পরিষেবা চালু হবে।
২৭ মে থেকে হকাররা দোকান খুলতে পারবেন। জোড়-বিজোড় ব্যবস্থায় খোলা হবে দোকান। সরকারি অফিস খোলা যাবে ৫০% কর্মী নিয়ে।
সেলুন, বিউটি পার্লার খোলা যাবে সোশ্যাল ডিস্টেনসিং মেনে। দু’জন যাত্রী নিয়ে অটো পরিষেবা চালু করা হবে।
বেসরকারি অফিস খুলতে পারে ৫০% কর্মচারী নিয়ে।
ভিন রাজ্যে থাকা তিন লক্ষ শ্রমিককে ফেরত আনা হচ্ছে।
২৩৫টি ট্রেন বাংলায় শ্রমিকদের ফিরিয়ে আনছে। সমস্ত খরচ বহন করছে রাজ্য সরকার।
উপযুক্ত যোগ্যতা আছে এমন স্থানীয় মানুষদের সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে রোগীদের অতিপ্রয়োজনীয় কিছু চিকিৎসা প্রদান করার জন্য।
ঘূর্ণিঝড় প্রসঙ্গেঃ
২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। সমস্ত জেলাশাসককে সতর্ক করা হয়েছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কন্ট্রোল রুম নম্বর ১০৭০
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলাকে সতর্ক করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের স্থানান্তরিত করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াঃ
গত কয়েকদিনে কেন্দ্রীয় সরকার অনেক সাংবাদিক সম্মেলন করেছে। কিন্তু, সেগুলো থেকে কিছু পাওয়া যায়নি
এফবিআরএম থেকে মাত্র ০.৫ শতাংশ পাওয়া যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে। ৫ শতাংশ পেতে সমস্ত শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ করতে গেলে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বজায় থাকবে না। তাই রাজ্যের উচিত মাথা নত না করে মাথা উঁচু করে চলা
আমাদের সরকার যা করবে, সেটা সমস্ত মানুষের কথা ভেবেই করবে