Rs 1.28 lakh Cr has been lost forever due to ‘note-ban’, says CMIE: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, in a series of tweets, expressed her extreme concern about the effect that demonetisation is having on the economy of India and on the population all over the country.

She expressed her anguish about a research report by the Centre for Monitoring Indian Economy (CMIE) that said that the cost of withdrawing high-denomination currency notes to wipe out black money from the country will be about Rs 1.28 lakh crore during the 50-day window till December 30.

She tweeted: “Shocking that Rs 1.28 lakh Cr have been lost forever due to ‘note-ban’ only in ‘transactions’ in the country, says CMIE, top research body”.

She followed this up with another tweet that said the renowned international credit ratings agency Moody’s has said that demonetisation will severely affect the economy: “World- famous Moody’s says ‘note ban will badly disrupt economic activity’ “.

The people’s Chief Minister that she is, through another tweet this morning, Mamata Banerjee put forth her distress on the immense suffering being undergone by the common people: “Common people are suffering miserably while Modi Ji is relaxing and spreading lies”.

 

নোট বাতিলের ফলে দেশের ১.২৮ লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে গেছেঃ মুখ্যমন্ত্রী

 

নোট বাতিল ইস্যুতে আবারও সংশয় প্রকাশ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শীর্ষ সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই) রিপোর্ট দিয়েছে, নোট বাতিলের ফলে অর্থনীতির অন্তত ১.২৮ লক্ষ কোটি টাকা নষ্ট হবে।

এই প্রসঙ্গে তিনি টুইট করে বলেন, “দেশের শীর্ষ সংস্থা সি এম আই ই জানিয়েছে, নোট বাতিলের ফলে শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে দেশের ১.২৮লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে”।

বিশ্ব বিখ্যাত সংস্থা মুডি’স জানিয়েছে নোট বাতিলের জের দেশের অর্থনৈতিক অবস্থাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই প্রসঙ্গে টুইট করে তিনি বলেন, “বিশ্বখ্যাত সংস্থা মুডি’স  জানিয়েছে, নোট বাতিলের ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হবে”।

তাঁর তৃতীয় টুইট “একদিকে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় আর অন্যদিকে মোদি জি নিশ্চিন্তে আছেন আর মিথ্যে কথা বলে বেরাচ্ছেন”।

Demonetisation: Mamata Banerjee meets President again, highlights people’s woes

Continuing her attack on the Modi government over demonetisation, West Bengal Chief Minister Mamata Banerjee on Thursday met President Pranab Mukherjee again and apprised him about the “critical” condition prevailing in the country.

“Today I met the President. I had met him earlier also.We explained to him about the critical issue going on in the country (after demonetisation),” Mamata Banerjee said after meeting the President.

“We told him (the President) about the situation of labourers in the country. In our state, paddy labourers are not getting salary. Many shopkeepers, traders, even salaried employees, are not getting money. Last month, they got salary but this month they will not get any money. We cannot access the money in our accounts,” she said.

Trinamool will hold a public protest rally in Kolkata on November 28. On November 29, she will hold a rally in Lucknow. In December, she will visit Bihar and Punjab.

 

 

নোট বাতিল ইস্যুতে আবার রাষ্ট্রপতির সাথে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল ইস্যুতে মোদী সরকারের তীব্র নিন্দার পাশাপাশি বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রণব মুখ্যপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আজ আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। আগেও আমি ওনার সঙ্গে দেখা করেছি। নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তের পর  সারা দেশ জুড়ে যে জরুরী অবস্থা তৈরি হয়েছে সেকথা অনাকে জানিয়েছি”।

তিনি আরও বলেন, “আমরা ওনাকে (রাষ্ট্রপতি) দেশের শ্রমিকদের অবস্থা সম্পর্কে জানিয়েছি। আমাদের রাজ্যের কৃষকরা বেতন পাচ্ছেন না। অনেক দোকানদার, ব্যবসায়ী, এমনকি বেতনভুক কর্মচারী, টাকা পাচ্ছেন না।গত মাসে, তারা বেতন পেয়েছিলেন কিন্তু এই মাসে তারা কোনো টাকা পাবেন না ।”

আগামী ২৮ নভেম্বর কলকাতায় একটি প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। ২৯ নভেম্বর তিনি লখনউতে সভা করবেন। আগামী ডিসেম্বর তিনি বিহার ও পাঞ্জাব যাবেন।

Trinamool takes out rallies in all districts against demonetisation

Thousands of Trinamool Congress workers on Thursday took part in rallies that were held in every district to protest against the hasty and arbitrary decision to demonetise high value notes that has caused untold misery to common people.

Trinamool workers will hold rallies in all the 341 blocks in the state on Friday. On November 28, a mammoth rally will be held from College Square to Esplanade where Chief Minister Mamata Banerjee will participate.

Mamata Banerjee had sat on a dharna at Jantar Mantar on November 23 on this issue. Trinamool MPs have been protesting inside and outside Parliament to highlight the suffering of people due to demonetisation.

Meanwhile, the ordeal of the common people entered the 15th day on Thursday.

 

রাজ্যজুড়ে নোট বাতিলের বিরুদ্ধে মিছিল তৃণমূলের

নোট বাতিল ইস্যুতে বৃহস্পতিবার ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তে সাধারণ মানুষ চরম দুর্দশার সম্মুখীন। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য এদিন হাজার হাজার সাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।

আজ রাজ্যের ৩৪১টি ব্লকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কর্মীরা। আগামী ২৮ নভেম্বর সোমবার কলকাতায় লক্ষাধিক মানুষ নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সব ওয়ার্ড থেকে ওইদিন লোক আসবে। কলেজ স্কোয়্যার থেকে বেলা ১টায় মিছিল শুরু হবে শেষ হবে ধর্মতলায়।

এই ইস্যুতে গত ২৩ নভেম্বর যন্তর মন্তরে ধর্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমুদ্রিকরনের ফলে সাধারণ মানুষের হয়রানি সকলের সামনে তুলে ধরার জন্য সংসদের ভিতরে ও বাইরেও সাংসদরা এই নিয়ে প্রতিবাদ জানান।

 

 

It is the policy of this government to divide and rule: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today addressed the press in Delhi, on her way to meet President Pranab Mukherjee.

She lashed out at the BJP-led Central Government for bringing about demonetisation in the country. She said, “What the Government is doing is a major discrimination; there is a need to raise our voice”.

The Chief Minister raised the issue of the loss of economic activities in the country as a result of demonetisation, especially in the sectors of agriculture and infrastructure.

“Old currency is allowed in railways, civil aviation, Central Government banks, but not in State cooperative banks on which the farmers depend. The agriculture sector is totally damaged, the Government has shut down the activities of those who sow the seeds and reap the crops”.

“Out of 12 months, three months (December to February) are the most productive time for construction and development projects. Everything is shut, there is no progress”.

Mamata Banerjee also shared her deep concern for the plight of the tea and jute sectors, which are of huge importance to the State of Bengal, saying, “The tea garden and jute mill workers are not receiving their salary. Common people are suffering”.

As a result of demonetisation, she said, “GDP is being lost and the value of the Rupee against the Dollar has gone down”.

Next, she outlined the programmes of the united opposition forces in the near future, saying “we will take out a rally in Kolkata on the 28th, in Lucknow on the 29th and in Patna on the 30th, and then prepare to go to Punjab and Gujarat”.

She also said, “It is the policy of this government to divide and rule. We do not think like that, we represent the grassroots”.

Concluding the press conference, Mamata Banerjee appealed “to the cultural and literary society also to raise their voice for the people”.

 

কেন্দ্রীয় সরকার বিভাজন নীতিতে বিশ্বাসী: মমতা বন্দ্যোপাধ্যায় 

আজ রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন।
তিনি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের তুঘলকি নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, এই সরকার চূড়ান্ত বৈষম্যমূলক কাজ করছে। এটা আমাদের চুপ থাকার সময় না, প্রতিবাদ করার সময়।
এই সিদ্ধান্তের ফলে দেশের কতটা অর্থনৈতিক ক্ষতি হয়েছে তাও তিনি বলেন, বিশেষ করে কৃষি ও পরিকাঠামোর ক্ষেত্রে।
“পুরোনো নোট রেল, বিমান, কেন্দ্রীয় ব্যাঙ্ক সব জায়গায় চলছে, রাজ্য সমবায় ব্যাঙ্কে চলছে না যার ওপর মূলত কৃষিকাজ নির্ভরশীল। যারা বীজ বপন করবে ও ফসল কাটবে, তাদের কাজ পুরো বন্ধ করে দিয়েছে এই সরকার।”
“সারা বছরের মধ্যে এই তিন মাস (ডিসেম্বর – ফেব্রুয়ারী) সব থেকে উত্পাদন ভালো হয় সে নির্মাণ কাজ হোক বা উন্নয়নমূলক কাজ। কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে।”
চা ও পাট শিল্পে নিযুক্ত কর্মীদের জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন “চা ও পাট শিল্পে নিযুক্ত কর্মী শ্রমিক কোনো মজুরি পাচ্ছে না, সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে।”
তিনি আরও বলেন, “নোট বাতিলের ফলে দেশের জিডিপির বিশাল ক্ষতি হচ্ছে। ডলারের তুলনায় টাকার দাম আরও কমে গেছে।”
আগামী দিনে কিভাবে প্রতিবাদ হবে সে সম্বন্ধে তিনি বলেন, “আমরা আগামী ২৮ তারিখ কলকাতায় একটি মিছিল বার করবো, লখনৌতে আগামী ২৯ তারিখ, পাটনা তে ৩০ তারিখ ও তারপর পাঞ্জাব ও গুজরাটে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে।”
তিনি বলেন “এই সরকার বিভাজন নীতিতে বিশ্বাস করে, আমরা তা করি না, আমরা তৃণমূল স্তরের  কথা বলি।”
সবশেষে তিনি সুশীল সমাজের কাছে আবেদন করেন তাঁরা যেন সাধারণ মানুষের এই কষ্টের জন্য প্রতিবাদের আওয়াজ তোলেন।

Fifteen things Trinamool have said on #DeMonetisation

1. Different people have reacted differently from the time this announcement was made. Some people have conducted polls on their mobile app, some people have shed crocodile tears while millions have suffered.

2. Mamata Banerjee was the first person to raise her voice against this draconian demonetisation, and reacted to the decision – not ten days or fifteen days later, but within two hours. “While we are strongly against black money, corruption, we are deeply concerned about common people, small traders, how will they buy essentials tomorrow? This is financial chaos, disaster let loose on the common people of India. He (Prime Minister) could not get back the promised black money from abroad, hence so much drama.”

3. More of what the Trinamool Congress Chief said soon after the announcement: “We want to know from the Prime Minister how our poorest brothers and sisters, who’ve received their week’s hard-earned wage in one Rs 500 note will buy atta, chawal tomorrow. This is a heartless and ill-conceived blow to the common people, the middle class, the agricultural cooperatives, the tea garden workers, the unorganised labour sector, shopkeepers, farmers, small businessmen. All will suffer, there will be starvation deaths.”

4. Trinamool means grassroots. This is the voice of the people. More than 70 people have died. Lives have been ruined irrespective of caste, community and creed. This is not merely an inconvenience, it is killing the economy.

5. In a year, the three months from December to February are the most productive time for construction and development projects. Everything is shut, progress is halted. The tea garden and jute mill workers are not receiving their salary and are in distress. The transport sector has been hit.

6. The Centre has given exemption from demonetisation to all its sectors – railways, transport, petroleum –  but state-controlled agricultural cooperatives have not been permitted to exchange currency. This is not federalism, States have shut down.

7. Sixteen Opposition parties have united against the Government. This is a chorus of the people.

8. Trinamool Congress raised the issue of black money in Parliament in 1998. Trinamool MPs had a demonstration on black money both inside and outside Parliament in 2014. What is the Government doing about electoral reforms? Mamata Banerjee  has been raising the issue of electoral reforms for two decades. 80% of donations received by parties are from “unknown sources”.

9. Demonetisation is a big black scandal. People are suffering. This is a grim situation. We have offered concrete suggestions. One of the suggestions offered is to allow old and new 500 rupee notes to function parallel to each other. If you had to keep demonetisation a secret, what prevented you from printing more Rs 100 notes and other smaller denominations?

10. Four out of five villages in India don’t have a bank. We all want to get to a cashless society. But 95% debit cards in India are not used to buy anything, they are used only to withdraw cash. One Minister may want to buy his vegetables and do his laundry with plastic, everybody cannot.

11. GDP per day is Rs 45,000 crore. Of this, 59% is private consumption on household financial expenditure (which is about Rs 27,000 crore). 87% of this is cash. That’s about Rs 24,000 crore. So if it is Rs 24,000 crore cash, and it has been 15 days, my submission is, you can challenge my figure, we have lost Rs 3.75 lakh crore GDP in the last 15 days. Only 0.02% of currency is counterfeit. So what do you do to the other 99.98%? You penalize the whole country.

12. During Singur andolan we were alone. But Mamata Banerjee fought and it was people’s victory. Even Supreme Court, a decade later, confirmed our convictions.  You cannot suppress the voice of the people.

13. Anyone who opposes the Government policy is not supporting black money, is corrupt or anti-national. The PM thinks he alone is the messiah and all of us are devils. We strongly oppose the Government because poor are suffering and economy is being killed.

14. Try as you may, through your agencies, to hassle and harass us, it will embolden our conviction to fight. You may even try to jail Mamata Banerjee, but that will only make our movement stronger because we are fighting for the people. This is is not a political movement. This is a people’s movement.

15. The party’s position on ‘Joint Parliamentary Committee’ (JPC) is clear. Seven JPCs have been formed till date, without any results. They are a waste of time.

 

Hindi

१। जिस समय से यह घोषणा की गयी है उस समय से लोगों ने अलग अलग ढंग से अपनी प्रतिक्रिया व्यक्त की है। जहाँ कुछ लोगों ने अपने मोबाइल एप्लीकेशन पर चुनाव संचालित किया और कुछ लोगों ने मगरमच्छ के आँसू बहाए वहीँ लाखों ने कष्ट उठाया।

२। ममता बैनर्जी पहली व्यक्ति थी जिन्होंने इस कठोर फैसले का विरोध किया। उन्होंने इस फैसले के खिलाफ आवाज़ उठाने का निर्णय १५ दिन के बाद नहीं बल्कि दो घंटे से कम में लिया। हम काले धन और ब्रष्टाचार के विरुद्ध हैं लेकिन हमें आम आदमी की चिंता है। यह आम आदमी कल सामान कैसे खरीदेगा । यह एक वित्तीय अराजकता है जो पूरे देश पर छा गयी है। प्रधान मंत्री इसलिए इतना नाटक कर रहे हैं क्योंकि वो विदेश से काला धन वापस नहीं ला पाए ।

३। तृणमूल सभानेत्री ने घोषणा के बाद यह भी कहा – “हम जानना चाहते हैं कि हमारे गरीब भाई-बहन, जिन्हें हफ्ते की कड़ी मेहनत के बाद वेतन मिला है, वह कल चावल और आटा कैसे खरीदेंगे? यह आम लोगों, मध्यम वर्ग, कृषि सहकारी समितियों, चाय बागान श्रमिकों, असंगठित श्रम क्षेत्र, दुकानदारों, किसानों, छोटे व्यापारियों के लिए एक बुरा झटका है।वे सब भुगतेंगे और भूख से मर जायेंगे”

४। तृणमूल का मतलब है ‘जनसाधारण’। 70 से अधिक लोग मारे गए हैं। कई लोग तबाह हो गए हैं। यह केवल एक असुविधा नहीं है बल्कि हमारीअर्थव्यवस्था को नष्ट कर दे रही है।

५। साल के तीन महीने – दिसंबर से फरवरी -निर्माण और विकास परियोजनाओं के लिए सबसे उत्पादक समय है।सब कुछ बंद है, प्रगति को रोक दिया गया है। चाय बागान और जूट मिल के मजदूरों को वेतन नहीं मिला है, वो संकट में हैं।परिवहन क्षेत्र में बहुत परेशानी हो रही है।

६। रेलवे, परिवहन, पेट्रोलियम – केंद्र ने विमुद्रीकरण से अपने सभी क्षेत्रों को छूट दी है, लेकिन सरकार नियंत्रित कृषि सहकारी समितियों को मुद्रा का आदान-प्रदान करने की अनुमति नहीं दी है। यह संघवाद नहीं है, राज्य बंद हो रहे है।

७। सोलह विपक्षी दलें सरकार के ख़िलाफ़ एकजुट हुई हैं। यह पूरे देश की आवाज़ है।

८। 1998 में, तृणमूल कांग्रेस ने संसद में काले धन का मुद्दा उठाया था। 2014 में तृणमूल सांसदों ने काले धन के मुद्दे पर संसद के अंदर औरबहार एक प्रदर्शन किया था। सरकार निर्वाचन संबंधी सुधारों के बारे में क्या कर रही है? ममता बैनर्जी निर्वाचन संबंधी सुधार के मुद्दे को दो दशकोंसे उठा रही हैं। पार्टियों द्वारा प्राप्त 80 प्रतिशत चंदा कहाँ से आता है किसी को पता नहीं है।

९। विमुद्रीकरण एक बड़ा काला scandal है। लोगों को तकलीफ़ हो रही है। स्थिति बहुत ही गंभीर है। हमने ठोस सुझाव दिया है। एक सुझाव है किनए और पुराने 500 रुपये के नोटों को एक साथ चलने दिया जाये। अगर आपको विमुद्रीकरण को गुप्त रखना ही था तो आपको सौ रुपये और उससेकम मूल्य वाले नोटों को ज़्यादा संख्या में छपवाने से किसने रोका था?

१०। भारत के ५ में से ४ गांवों में बैंक नहीं है। हम सब चाहते हैं कि कैशलेस इकॉनमी बने, लेकिन ९५% डेबिट कार्ड आज भी सिर्फ पैसे निकालने के लिए इस्तेमाल होता है नाकि खरीदारी के लिए। कोई एक मंत्री अपने कार्ड से खरीदारी कर ही सकता है, लेकिन सब के लिए यह संभव नहीं है।

११। भारत का एक दिन का जीडीपी है ४५००० करोड़ रुपए। इस में से ५९% निजी उपभोग और घर के खर्चे है (इसकी कुल कीमत होगी २७००० करोड़रूपए), इसका ८७% नगद होता है, जो लगभग २४००० करोड़ रूपए है। इस हिसाब से
१५ दिनों में देश के जीडीपी को ३.७५ लाख करोड़ रूपए का भारत का एक दिन का जीडीपी ४५००० करोड़ रूपया है। इस में से ५९% निजी उपभोग और घर के खर्चे है (इसकी कुल कीमत होगी २७००० करोड़ रुपये), इसका ८७% नगद होता है, जो लगभग २४००० करोड़ रूपया है। इस हिसाब से १५ दिनों में देश के जीडीपी को ३.७५ लाख करोड़ रुपये का घाटा हुआ है। और देश में जितना मुद्रा प्रचलित हैं, उसका ०.०२% नक़ली है। तो फिर बाकि ९९.९८% को क्यों तकलीफ पहुँचा रहे हैं?

१२। सिंगुर आंदोलन के वक़्त हम अकेले थे। पर ममता बनर्जी डट कर जमी रहीं और लोगों की जीत हुई। दस साल के बाद सुप्रीम कोर्ट ने भी हमारे विश्वास की पुष्टि की। आप लोगों की आवाज़ को नहीं दबा सकते हैं।

१३। एक आदमी जो सरकार की नीति का विरोध करता है काले धन का समर्थक नहीं है और ना ही वह बेईमान या राष्ट्रविरोधी है। प्रधान मंत्री सोचते हैं कि वह अकेले ही मसीहा हैं और हम सब शैतान। हम दृढ़ता से सरकार का विरोध करते हैं क्योंकि गरीब तकलीफ मैं हैं और अर्थव्यवस्था की हत्या कर दी जा रही है।

१४। आप अपनी एजेंसियों के माध्यम से हमें जितना भी डराने की कोशिश करें, हमारे दृढ विश्वास को तोड़ नहीं पाएँगे। आप अगर ममता बैनर्जी को जेल में भी डाल दे, तो भी जनता का यह संग्राम नहीं रुकेगा। यह राजनैतिक लड़ाई नहीं है, लोगों के हक़ की लड़ाई है।

१५। संयुक्त संसदीय समिति (जेपीसी) को लेकर हमारी पार्टी के विचार स्पष्ट हैं। आज तक ७ जेपीसी बनी हैं लेकिन कोई परिणाम नहीं मिला। जेपीसी सिर्फ वक़्त की बर्बादी है।

 

নোট বাতিলের প্রতিবাদে তৃণমূলের প্রতিক্রিয়া

১। বিমুদ্রিকরণের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে নানারকম মতামত এসেছে। কেউ নিজেদের মোবাইল জনমত সমীক্ষা করেছেন, আবার কেউ এই ইস্যুতে কুম্ভীরাশ্রুর বন্যা বইয়ে দিয়েছেন।

২। নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্ত ঘোষণার দুঘন্টার মধ্যেই এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আওয়াজ তোলেন। তিনি বলেন, “আমরা কালো টাকার বিরুদ্ধে, কিন্তু সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীদের ব্যাপারেও চিন্তিত। কাল মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র কিনবে কি করে? এটা অর্থনৈতিক অরাজকতা। বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে না পেরে এখন প্রধানমন্ত্রী প্রহসন করছেন।”

৩। ঘোষণার পর তৃণমূলনেত্রী আরও বলেন: “আমাদের দরিদ্র, খেটে খাওয়া ভাই ও বোনেরা, যারা ৫০০ টাকার নোটে মাইনে পান, তারা কাল বাজারহাট কিভাবে করবেন? এই নিষ্ঠুর সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কৃষি-সমবায়, চা বাগান কর্মী, জুট মিল কর্মী, অসংগঠিত শ্রমিক, দোকানের মালিক, ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। অনাহারে মৃত্যু হবে।

৪। তৃণমূল মানে সাধারণ মানুষের কণ্ঠস্বর। ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবন জর্জরিত। এটা শুধুমাত্র সাময়িক অসুবিধা নয়, অর্থনীতিকে শেষ করে দিচ্ছে এই সিদ্ধান্ত।

৫। সারা বছরের মধ্যে এই তিন মাস (ডিসেম্বর – ফেব্রুয়ারী) সব থেকে উত্পাদন ভালো হয় সে নির্মাণ কাজ হোক বা উন্নয়নমূলক কাজ। কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে। চা বাগান কর্মী, জুট মিল কর্মীরা বেতন পাচ্ছেন না, তারা খুবই কষ্টে আছেন।

৬। রেল, পরিবহণ, পেট্রোলিয়াম সব ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্যের কৃষি সমবায়কে কোন ছাড় দেওয়া হয়নি। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। রাজ্যগুলি ভুক্তভোগি।

৭। নোট বাতিল ইস্যুতে ১৬টি বিরোধী দল সরকারের ঐক্যবদ্ধ হয়েছে। এটা জনগণের সমবেত প্রতিবাদের ভাষা।

৮। ১৯৯৮ সালে সংসদে তৃণমূল কংগ্রেস কালো টাকার বিষয়টি উত্থাপন করেছিল। ২০১৪ সালে আবারও সংসদের উভয়কক্ষে কালোটাকার বিষয়টি উত্থাপন করেছিলেন তৃণমূল সাংসদরা। নির্বাচনী সংস্কার নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় দুই দশক ধরে এই নির্বাচনী সংস্কারের বিষয়টি উত্থাপন করে আসছেন। দলগুলি দ্বারা গৃহীত অনুদানের ৮০ শতাংশ টাকার উৎস ‘অজানা’।

৯। বিমুদ্রিকরন এখন এখন একটি (বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল) বড় কেলেঙ্কারি। এর ফলে দেশে জরুরী অবস্থা তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত চরম আঘাত হিসেবে নেমে এসেছে সাধারণ মানুষের ওপর। আমাদের কিছু কংক্রিট পরামর্শ আছে। প্রথমত, পুরনো ও নতুন ৫০০ টাকার নোট সমানভাবে চালু রাখা উচিত। আপনাদের যদি এই নোট বাতিলের সিদ্ধান্ত গোপন রাখার ছিল তাহলে সরকার কেন প্রচুর পরিমাণে ১০০ টাকার নোট ছাপায়নি?

১০। ভারতবর্ষের পাঁচটি গ্রামের মধ্যে চারটিতে ব্যাঙ্ক নেই। আমরা সকলে cashless সমাজ চাই। কিন্তু ভারতে ৯৫ শতাংশ ডেবিট কার্ড কিছু কিনতে ব্যবহার করা হয় না, শুধুমাত্র টাকা তুলতে ব্যবহার করা হয়। একজন মন্ত্রী চাইলে কার্ড ব্যবহার করে তাঁর প্রয়োজনীয় জিনিস (যেমন- সবজি, ফল) কিনতে পারেন কিন্তু সকলের পক্ষে তা সম্ভব নয়।

১১। দেশের দৈনিক জিডিপি ৪৫০০০ কোটি টাকা। এর মধ্যে ৫৯% গৃহস্থের ব্যক্তিগত খরচের খাতায় যায়, যা সংখ্যায় দাঁড়ায় ২৭০০০ কোটি টাকায়। এর ৮৭% নগদ, যা দাঁড়ায় ২৪০০০ কোটি টাকায়। তাহলে এই দাঁড়ায় যে ১৫দিনে দেশের জিডিপির ৩.৭৫ লক্ষ কোটি টাকা ক্ষতি হল। নগদ টাকার ০.০২% জাল। তাহলে দেশের বাকি ৯৯.৯৮% লোকে কেন শাস্তি পাবে ?

১২। সিঙ্গুরের আন্দোলন আমরা একা লড়েছি। কিন্তু সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে গেছেন এবং মানুষের জয় হয়েছে। একমাস আগে আমাদের সেই লড়াইকে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাও মানুষের লড়াই। আপনি জনগণের মুখ বন্ধ করতে পারবেন না।

১৩। যিনি প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করবে, তিনিই কালো টাকার সমর্থক বা দেশদ্রোহী নন। প্রধানমন্ত্রী মনে করেন ‘তিনি একাই মসিহা আর আমরা সবাই খারাপ লোক?’ আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি কারণ সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন।

১৪। যতইচ্ছে চেষ্টা করুন, যত খুশি এজেন্সিগুলি দিয়ে হয়রান করুন আমরা পিছু হঠব না। এমনকি আপনারা চাইলে মমতা দি কে জেলেও পাঠাতে পারেন কিন্তু তাতে আমাদের প্রতিবাদ থেমে যাবে না। কারণ আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করি। এটা কোন রাজনৈতিক লড়াই নয়, এটা মানুষের লড়াই।

১৫। যৌথ সংসদীয় কমিটি নিয়ে দলের অবস্থান স্পষ্ট। এখনও পর্যন্ত ৭টা কমিটি গঠন করা হয়েছে, কোন লাভ হয়নি। শুধু সময় নষ্ট হয়েছে।

Thousands join Trinamool rally against demonetisation in Kolkata

Thousands of people from all walks of life on Wednesday joined the rally organised by Trinamool Congress to protest against the hasty and arbitrary decision of the Prime Minister to demonetise high value notes that has caused untold misery to common people.

The rally started from College Square and ended at Dorina crossing and passed through Nirmal Chandra Street, Raja Subodh Mullick Square and SN Banerjee Road to reach the destination.

Senior Trinamool Congress leaders Firhad Hakim, Subrata Bakshi, Subrata Mukherjee, Amit Mitra, Sobhandeb Chatterjee and Sashi Panja led the march.

As the rally progressed, more and more common people including small traders, labourers, auto and rickshaw pullers joined the procession.

 

নোট বাতিল ইস্যুতে তৃণমূলের মিছিলে মানুষের ঢল

কেন্দ্রীয় সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ এদিন এই মিছিলে যোগদান করেন।

প্রতিবাদ মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এবং এস এন ব্যানার্জি রোড হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিং-এ।

বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুব্রত মুখার্জি, অমিত মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায় এবং শশী পাঁজা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে।

অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও রিক্সাচালক সহ আরো বহু সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন।

Opposition parties stage dharna outside Parliament to protest against demonetisation

Members of Parliament belonging to the Opposition Parties, including MPs from Trinamool Congress, today staged a dharna near the Gandhi statue outside Parliament. Around 200 MPs from different Opposition Parties were present.

“Not a surgical strike, but carpet bombing on people”, “Stop the persecution of common people” and “Save poor people”, were some of the slogans on the placards held by the leaders.

Demanding relief for common people who are suffering due to demonetisation, Opposition Parties formed a human chain.

Bengal Chief Minister Mamata Banerjee has appealed to other opposition parties to register their protest on the roads. She has said that Trinamool will support any movement against the draconian decision of demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে একজোট বিরোধী শিবির, ধর্ণা সংসদের বাইরে

তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা আজ সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে আজ নোট বাতিল ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। আনুমানিক ২০০ জনেরও সাংসদ এই ধর্নায় অংশগ্রহণ করেন।

“নট এ সার্জিকাল স্ট্রাইক, বাট কার্পেট বম্বিং ও পিপল”, “স্টপ দা পারসিকউশন অফ কমন পিপল” ও “সেভ কমন পিপল” সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে ছিলেন সাংসদরা। নোট বাতিলের ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা থেকে স্বস্তি চেয়ে বিরোধী নেতারা একটি মানববন্ধন তৈরী করেন।

বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিরোধী দলকে আর্জি জানিয়েছেন, এই ইস্যুতে প্রতিবাদ করতে। তিনি আশ্বাস দিয়েছেন এই নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদকে তাঁর দল তৃণমূল কংগ্রেস সমর্থন করবে।

Country not in safe hands under Modi: Mamata Banerjee at Jantar Mantar

Bengal Chief Minister Mamata Banerjee, backed by JD-U, SP, NCP and AAP, Wednesday held a demonstration against demonetisation in Delhi and ramped up attack on Prime Minister Narendra Modi, alleging the country was not safe in his hands.

Addressing the gathering at Jantar Mantar, Banerjee alleged that abolition of high-value currency notes had heaped pain on people and snatched away democratic rights of almost every section of the society including farmers, youth, women, labourers and traders, besides halting the country’s economic growth.

Accusing the BJP-led dispensation of “looting” the common man, she wondered why those having Swiss bank accounts were “not touched at all”, and warned that people will teach a “good lesson” to the ruling party in the upcoming assembly polls for implementing a “black law”.

“I can challenge that no one will vote for BJP. If I were you (PM), I would have apologised to the public. Why you are so egoistic? You have branded everyone in the country a black marketeer and have yourself turned into a saint ,” Banerjee said.

In his address, JD-U leader Sharad Yadav questioned the legality of the demonetisation exercise and challenged the Prime Minister to explain to the Parliament how the decision will benefit the country.

The street protest was also addressed by SP’s Dharmendra Yadav, AAP’s Raghav Chadha and NCP’s Majid Memon.

Referring to Tuesday’s bypoll results, the TMC chief said BJP’s victory margins have come down significantly in Madhya Pradesh and that Modi has left the country in the lurch (Modiji ne desh ka barah baja diya).”

Didi said she will continue her fight till woes of the people are not addressed, adding she will also support a country-wide protest called by the Opposition parties on November 28 against demonetisation.

 

এর শেষ দেখে ছাড়বো: যন্তর মন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়

জেডিইউ, সপা, এনসিপি, পিএনএস, ও আপের উপস্থিতিতে আজ যন্তর মন্তরে ধর্ণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদির হাতে দেশ সুরক্ষিত নেই।

যন্তরমন্তরে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে দিদি বলেন, এই সরকার ৫০০ ও ১০০০ টাকা মূল্যের নোট বাতিল করে মানুষকে দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। কৃষক, যুব, মহিলা, শ্রমিক, ব্যবসায়ী সকলেই ভুক্তভোগী।

বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সুইস ব্যাংকে রাখা কালো টাকার দিকে কেন হাত বাড়ানো হচ্ছে না? তিনি চ্যালেঞ্জ করে বলেন আগামী নির্বাচনগুলোতে মানুষ বিজেপিকে উপযুক্ত শাস্তি দেবে।

“আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ আপনাদের ভোট দেবে না। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি করজোড়ে ক্ষমা চাইতাম জনগণের কাছে। ওনার এত অহংকার কিসের? আপনি দেশের সবাইকে কালোবাজারির তকমা লাগিয়ে দিয়েছেন, আপনি নিজে কি সাধু?” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

জেডিইউ নেতা শরদ যাদব এই নোটবাতিল সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রধানমন্ত্রীকে সংসদে এসে বিমুদ্রিকরণ নিয়ে বিবৃতি দিতে বলেন।

আজ ধর্নায় সপার ধর্মেন্দ্র যাদব, আপের রাঘব চাড্ডা ও এনসিপির মজিদ মেমন, পিএনএসের অখিলেশ কাটিয়ারও বক্তব্য রাখেন।

গতকাল প্রকাশিত হওয়া উপনির্বাচনের ফলাফলের তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মধ্যপ্রদেশে বিজেপির জেতার মার্জিন একদম তলানিতে এসে ঠেকেছে; মোদীজি সারা দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, তিনি এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন।

 

 

Catch the cheaters and black money hoarders but spare the common people: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, today announced that she will be visiting Delhi tomorrow. Stating that she will be on road, again, protesting against the public distress resulted due to the note ban policy, she said that she is ready to join any political program over the issue.

She will also address rallies in Lucknow, Bihar and Punjab. “I have no personal interests. I am doing this for the sake of the people of the country,” Didi added.

Mamata Banerjee also said that the central government is confused over the demonetisation policy as they have rolled back at least 15 decisions since the implementation of the policy on November 8. She suggested the Centre to come up with a proper plan of action instead of the announcement of changes on a daily basis.

Accusing the Modi-implemented note-ban policy of depriving the common people of their white money, the West Bengal CM said, “Black money has turned more black and the lower middle class, traders, daily wagers, housewives are the worst sufferers.”

“Catch the cheaters and black money hoarders but spare the common people,” she appealed to the Centre.

 

কালো টাকার মালিকদের ধরুন, সাধারণ মানুষকে রেহাই দিন: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলকে কেন্দ্র করে দেশের জনসাধারণকে যে অসীম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, তারই প্রতিবাদে দিল্লির রাজপথে নেমে আন্দোলনে নামার কথা আজ ঘোষণা করলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান এই ইস্যুতে তিনি যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে প্রস্তুত। আগামীকাল তিনি দিল্লি পৌঁছাবেন।

দিল্লির পর লখনউ, বিহার ও পাঞ্জাবেও সভা করবেন দিদি। তিনি বলেন “এই আন্দোলনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি এই আন্দোলন করছি শুধুমাত্র দেশের মানুষের জন্য।”

নোট বাতিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যে দিশাহীনতার পরিচয় দিয়েছে, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “৮ তারিখ নোট বাতিল ঘোষণার পর থেকে আজ অবধি অন্তত ১৫টি সিদ্ধান্ত তারা বদলে ফেলেছে।” তিনি কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান যথাযত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই সিদ্ধান্ত কার্যকর করতে, প্রতিদিন নিজেদের ঘোষণা না বদলাতে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কালো টাকা আরো কালো হয়ে যাচ্ছে। নিম্ন মধ্যবিত্ত, ব্যবসায়ী, দিন মজুর, গৃহবধূরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

কেন্দ্রীয় সরকারকে তিনি আর্জি জানান, “কালো টাকার মালিকদের ধরুন, সাধারণ অসহায় মানুষকে রেহাই দিন।”

Demonetisation: Mamata Banerjee pens another poem to protest against the draconian decision

Mamata Banerjee has penned another poem to register her protest against demonetisation and highlight the apathy of the government towards the suffering of the people.

Published on her Facebook Page on Sunday, the poem describes the pain of the poor and questions the necessity of this sudden move. She also criticised the Government for patronizing demonetisation.

She had written another poem earlier on this issue.

 

নোট বাতিলের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কলম ধরলেন মমতা বন্দ্যপাধ্যায়

নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তার প্রতিবাদে আবারও কলম ধরলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি কবিতার মাধ্যমে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করলেন।

রবিবার ফেসবুকে তিনি যে কবিতাটি ‘পোস্ট’ করেন তাতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলেন এবং কেন্দ্রের জানতে চান নোট বদলের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ কি?

এই ইস্যুতে এর আগেও তিনি একটি কবিতা লেখেন

 

ছিঃ

নোট বাতিলের বাতুলতা

গরিব মানুষের আকুলতা

মানসিক বিষাদগ্রস্ত মানবিক প্রাণ।

নবান্ন? আসার আগেই

অগ্রহায়ণের বিসর্জন।

জানি না কেন এ হঠাৎ আকাল

কোন বাধ্যতার? সকালেই বিকাল?

উদাস চোখে উষ্ণ তীক্ষ্ণতা

অপেক্ষা জানে না, প্রতীক্ষার একাগ্রতা।

তুমি মহারাজ, ভুগছে জনতা

জ্ঞানের দর্শনে ফুলঝুরি! দাম্ভিকতা

কেউ দেখেনি এ আগ্রাসী উগ্রতা!

ছিঃ ধিক্ সরকার, সর্বনাশের বারতা।