Rangamati, an app for tourists in Birbhum, launched

As per the instructions of Chief Minister Mamata Banerjee, the Birbhum district police has created an app to aid the local people of Santiniketan as well as tourists. The police, along with an NGO, has also set up a scheme to help the elderly people living there. These were inaugurated on September 8.

The app is named Rangamati, or ‘red soil’, the characteristic soil of the region. It has been named so by Mamata Banerjee herself. The name of the scheme, which was inaugurated alongside the app, is ‘Ashwas’, meaning ‘hope’.

The app (can be downloaded by clicking here) is meant to help the people of, and visitors to, Santiniketan with information of all kinds about the place, bus and train services, and emergency numbers. The app also has a red button, touching which one would be able to alert the local police. The administration has said that the app would also be of great help to the students of Visva-Bharati University, who come from all corners of the country and so are naturally unaware of all the facilities available.

The scheme is meant to help the elderly people of the region, many of whom live alone. One has to enlist one’s name under the scheme. There are two helplines, calling which up one can summon any help. An ambulance is also kept ready for emergency purposes.

 

পর্যটকদের পাশ থাকতে বীরভূমে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধার্থে চালু হল ‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপ। পাশাপাশি, পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনের একাকী, বয়স্ক ব্যাক্তিদের যে কোনও রকম সহযোগিতা করার জন্য চালু হল ‘আশ্বাস’ নামক একটি প্রকল্প। গত শুক্রবার বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অ্যাপ ও প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।

‘রাঙামাটি’ হেল্পলাইন অ্যাপটি যে কেউ ডাউনলোড করে তার থেকে বিশেষ করে শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকার সমস্ত তথ্য পাবেন। এ ছাড়া বাস, ট্রেন পরিষেবা, আপদকালীন জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, এই অ্যাপে একটি লাল রঙের বোতাম থাকবে। যে কেউ বিপদে পড়লে সেই বোতাম টিপলে অত্যাধুনিক প্রযুক্তি মারফত পুলিশ সেই ব্যক্তির বিপদস্থল চিহ্নিত করে তাঁকে উদ্ধার করবে।

অন্য দিকে, অ্যপটির পাশাপাশি এ দিন শুধুমাত্র শান্তিনিকেতনের প্রবীণ ব্যাক্তিদের সাহাযার্থে একটি বিশেষ সুবিধাযুক্ত প্রকল্পের উদ্বোধন হয়। যে সমস্ত প্রবীণ বাসিন্দারা একা বসবাস করেন, তাঁদের যে কোনও রকম জরুরি পরিষেবা দিতে ‘আশ্বাস’ নামক এই প্রকল্পটি চালু হল। জানা গিয়েছে, প্রকল্পটির সুবিধা পেতে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। দুটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই নম্বরে যে কোনও রকম বিপদে পড়ে ফোন করলেই মিলবে সহযোগিতা। এই প্রকল্পের জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ রয়েছে।

শান্তিনিকেতন হল বিশ্বের কাছে একটি অন্যতম জায়গা। এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। বীরভূমেও অনেক কিছু দেখার জিনিস আছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই অ্যাপের নাম দিয়েছেন।

Source: Anandabazar Patrika

Bengal coming up with ‘best and attractive’ IT incentive policy

The Mamata Banerjee led Bengal government will soon come up with its new IT incentive policy which will be “one of the best and attractive” in the country.

“The new policy will be unveiled soon by Chief Minister Mamata Banerjee,” minister of Information Technology & Electronics, Bratya Basu said addressing ICT East 2017 organised by CII on Thursday.

The IT department is also inviting suggestions and inputs from industry associations like CII as to what industry wants from us in terms of incentives. The government is creating an ecosystem to give a boost to start-ups in the state. Webel Informatics Ltd (WIL) has been directed to make start-up orientation courses compulsory. WIL conducts certificate courses in advanced computer through its centres in various districts.

The state government is also trying to create clusters by integrating IT under a single roof by providing state-of-the-art infrastructure. The government is coming up with an Analytics City on a 50-acre land in Kalyani, an IoT cluster at Naihati and ICT Healthcare cluster at Falta in South 24 Parganas.

 

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের জন্য আকর্ষণীয় ইনসেন্টিভ নীতি আনছে রাজ্য সরকার

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের জন্য আকর্ষণীয় ইনসেন্টিভ নীতি আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বলেন খুব শীঘ্রই এই নীতি চালু করবেন মুখ্যমন্ত্রী। এই নতুন নীতি তৈরী করতে শিল্প সংগঠনগুলি থেকে পরামর্শ চাওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য সরকার স্টার্ট-আপে জোর দিতে একটি স্টার্ট-আপ নীতি চালু করেছে। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরী হয়েছে। জেলায় জেলায় নিজেদের কম্পিউটার প্রশিক্ষণ দেয় ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড।

অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন ক্লাস্টার তৈরি করে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। রাজ্য সরকার কল্যাণীতে ৫০একর জমিতে অ্যানালিটিক্স সিটি, নৈহাটিতে IoT ক্লাস্টার ও দক্ষিণ ২৪ পরগণার ফলতায় ICT হেলথ কেয়ার ক্লাস্টার তৈরি ক

 

Soon, skill development centres for employees: Bengal CM

The Mamata Banerjee-government has decided to set up a dedicated computer and language skill training centre for state government employees.

The Chief Minister announced it on Thursday: “A dedicated training centre will be developed to provide computer and language skills training to our employees. Rs 10 crore has been sanctioned for the project.”

The training centre will come up just beside the Administrative Training Institute (ATI) at Salt Lake. “It is not that we are planning for it. It has already been decided and it will be done without wasting any time. We don’t keep things in a planning stage for a long time. Instead, we prefer executing a plan on time,” she said.

“I want to see that day when the entire world will say that the Bengal government employees can make it possible and for it the employees’ skills have to be developed. It is not our fault that we have not been sent to English medium schools by our parents. Three generations had not got the opportunity to learn English properly for the Left Front government,” she said adding that there is nothing to be shameful if one cannot speak in English. But one has to learn it for the sake of work.

Mamata Banerjee said: “We will get trained and will improve our skills. There is nothing to be shy of it. If anyone asks me to go for a training programme, I will be enthusiastic enough to go for it as I will get to learn something.” “We are sending our officers to Singapore and Cambridge for training to prepare them for the future. It had never happened earlier,” she said adding that not only WBCS, officers of nine other services will also go abroad for training,” she said adding that this year 25 selected officers from nine different services are going for training to world class institutions.

Stating that she always wants an employee to get promoted to officer rank, she said: “One has to be disciplined and work with diligence.” She said that she always follows discipline and prefers to reach a venue before the scheduled time.

 

সরকারি কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবেঃ বাংলার মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার কম্পিউটার ও ইংরাজি ভাষা প্রশিক্ষণ দেবে সরকারি কর্মচারীদের, বৃহস্পতিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিধান নগরে প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই সাড়া বিশ্বের মানুষ বলুক, এই রাজ্যের সরকারি কর্মচারীরা করে দেখাতে পারে ও তার জন্য এই প্রশিক্ষণ আবশ্যক। আমরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশুনো করিনি, এতে আমাদের দোষ নেই। বামফ্রন্ট সরকারের জন্য তিন প্রজন্ম ইংরাজি ভাষা শেখার সুযোগ পায় নি। কেউ যদি ইংরাজি ভাষায় কথা না বলতে পারে, তাতে দোষের কিছু নেই। কিন্তু, কাজের খাতিরে সেটা শিখতে হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রশিক্ষণ পাব পেলে দক্ষতা বাড়বে। এতে লজ্জার কিছু নেই। আমায় যদি কেউ কিছু প্রশিক্ষণ নিতে বলে, আমি স্বাগ্রহে যাব কারণ আমি কিছু শিখতে পারব।”

তিনি বলেন, “আমরা আমাদের কর্মীদের সিঙ্গাপুর ও কেমব্রিজ পাঠাচ্ছি যাতে তাঁরা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে; শুধু ডব্লিউবিসিএস নয়, অন্য নটি ক্ষেত্রের আধিকারিকরাও বিদেশ যাবেন প্রশিক্ষণ নিতে।” এ বছর ন’টি ক্ষেত্র থেকে ২৫জন আধিকারিককে বিদেশে পাঠানো হচ্ছে প্রশিক্ষণ নিতে।

 

15% DA for state government employees from Jan 2018: CM

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday announced 15 per cent hike in dearness allowance of state government employees from next January. The increased DA for over 1.1 million employees would cost the exchequer about Rs 4,500 crore. She also said that all the arrears would be cleared in phases by end of 2019.

She also gave assurances on bridging the DA gap between Central and state government employees by 2019. She added: “There will be a hike in DA by 15 percent from January 1 next year. It will be applicable for all state government employees including the teaching and non-teaching staff.”

Giving a breakup of the expense that the state government will bear for increasing the DA, she said: “There will be an additional expense of Rs 4,500 crore of the state government for increasing the DA. In the past six years till January 1 in 2017, this government has increased the DA from 35 percent to 50 percent in six phases despite the financial crisis and it has led to an increase of expense by Rs 27,900 crore. Now, the amount will go up to Rs 32,400 crore as the total expense.”

The CM further stated: “One has to keep in mind that the Centre did not give the money to the state government. I am writing to the Centre asking it to give us the money that is needed to increase the DA along with them. Let them plan a policy. Now, there is GST which is a one-tax formula.”

She added that in the past six years her government has cleared a debt of Rs 1.79 lakh crore — a legacy left behind by the erstwhile CPI(M) government. “Moreover, this year we have to give Rs 45,000 crore and it will go up to Rs 47,000 crore next year,” she said adding that she made it possible to give the DA in such a situation just because she is always keen on small savings.

Stating that her government would have done much more if the Left Front government had not left behind the legacy of such a huge debt, she said: “Earlier, state government employees had to think whether they would get their salaries and pensions on the first day of every month or not. But now, they don’t have to worry as salary gets credited to their respective accounts on the first day of the month.”

She criticised the erstwhile Left Front government for not addressing the DA issue during their 34-year-long rule.

 

সরকারি কর্মচারীদের ১৫ শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর। বকেয়া ১৫ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। বৃহস্পতিবার নজরুল মঞ্চে কর্মচারীদের সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে মিলবে এই বকেয়া মহার্ঘ ভাতা।

তিনি জানিয়েছেন ২০১৯-এর মধ্যে ধাপে ধাপে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। ২০১৮ সালের পয়লা জানুয়ারি ১৫ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের কর্মীরা। ৯ মাসের ব্যবধানে ফের রাজ্য সরকার ডিএ ঘোষণা করল।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্য ডিএ বাড়ালেও, সংবাদমাধ্যমেরও একাংশ তা নিয়ে অপপ্রচার করে। বকেয়া ডিএ নিয়ে পূর্বতন বাম সরকারেরও সমালচনা করেন।৩৪ বছর সময় মতো ডিএ না দেওয়ার জন্য এই পরিস্থিতি। তাদের করে যাওয়া ঋণ ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা শোধ করতে চলে গেছে। চলতি বছর ঋণ বাবদ আরও ৪৫ হাজার কোটি টাকা দিতে হবে।

পাশাপাশি তাঁর দাবি কয়েক লক্ষ টাকার দেনা মাথায় নিয়ে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কর্মচারীরা সময়মতো বেতন পান। মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি অনেকটাই বাড়ানো হয়েছে। বাছাই করা কর্মীদের সিঙ্গাপুর এবং অক্সফোর্ডে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে।

Bengal is number one in healthcare: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee informed on Wednesday that Bengal is number one in the country in providing health services. She was speaking at a programme from where she inaugurated a series of health facilities including a Mother and Child Hub in Jalpaiguri, a Blood Bank at Nayagram Multi/Super-speciality Hospital and GNM Training School at five different hospitals.

Referring to the recent incidents of child deaths, she said: “If children die due to lack of oxygen, don’t you think it’s a crime? A government must have a comprehensive plan to ensure better health services to people.” She further said: “More than 400 people died because of swine flu in the past four to five months in Gujarat.”

She said, “One may say that charity begins at home when these issues are raised. I would like to say in this connection that a series of steps were taken to provide better health services to the people of Bengal. During the erstwhile government, the rate of institutional delivery in the state was 63 percent and now it has gone up to 93 percent. At the same time, 16 mother and child hubs have been set up and there are special arrangements for treatment of children.” She informed that free treatment in provided to people in state-run hospitals. In addition to that, 200 fair price shops have been set up across the state.

She further said that out of 9.10 crore people, around 55.5 lakh people have been brought under the Sasthya Sathi scheme. The scheme provides health insurance to the people who are brought under it. She said that the socio-economic parameter of a place is an important indicator that shows the condition of the residents living in it. So the state government always tries to ensure proper health services, education, food and shelter to its citizen.The Chief Minister further said that people from Bangladesh, Bihar, Odisha and even from North-East come for treatment in the state-run hospitals, adding: “Pollution and

The Chief Minister further said that people from Bangladesh, Bihar, Odisha and even from North-East come for treatment in the state-run hospitals, adding: “Pollution and tension-free environment is needed for people to be healthy. So we need an environment-friendly country.” She also mentioned that the state government has paid Rs 1.79 lakh crore of the debt that was left behind by the erstwhile Left Front government and yet has been able to ensure better healthcare facilities in Bengal.

 

স্বাস্থ্যে দেশে সেরা আমরাই: মুখ্যমন্ত্রী

চিকিৎসা পরিষেবায় দেশের মধ্যে আমরাই সেরা। এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একগুচ্ছ সরকারি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে স্বাস্থ্যের বেহাল দশার জন্য কড়া ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এটা তো অপরাধ।একটি হোটেলে বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁরা ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল কতটা উন্নত হয়েছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে ৬৫ শতাংশ সন্তানের প্রসব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হত। এটা এখন বেড়ে ৯৩ শতাংশ হয়েছে। শিশুমৃত্যর হারও অনেক কমেছে। শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট খোলা হয়েছে হাসপাতালে।

একটি হোটেলে বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁরা ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল কতটা উন্নত হয়েছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে ৬৫ শতাংশ সন্তানের প্রসব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হত। এটা এখন বেড়ে ৯৩ শতাংশ হয়েছে। শিশুমৃত্যর হারও অনেক কমেছে। শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট খোলা হয়েছে হাসপাতালে। মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও খরচ হয় না। এর সুযোগ নিতে প্রতিবেশী রাজ্যগুলি ছাড়া বাংলাদেশ থেকে রোগীরা আসছেন। এতে রোগীর ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু মানবিকতার কারণে রাজ্যের বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসা তো বন্ধ করা যায় না। সরকারের ‘স্বাস্থ্য সাথি’ প্রকল্পে সাড়ে ৫৫ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এইসব পরিষেবা দিচ্ছি। বকেয়া ঋণ মেটাতে সরকারের প্রচুর টাকা চলে যাচ্ছে। ঋণ মেটাতে বছরে চলে যাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। যেখানে সরকারের নিজস্ব আয় ২০ হাজার কোটি টাকা। ভাষণ দিতে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে টেনশন মুক্ত হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও খরচ হয় না। এর সুযোগ নিতে প্রতিবেশী রাজ্যগুলি ছাড়া বাংলাদেশ থেকে রোগীরা আসছেন। এতে রোগীর ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু মানবিকতার কারণে রাজ্যের বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসা তো বন্ধ করা যায় না। সরকারের ‘স্বাস্থ্য সাথি’ প্রকল্পে সাড়ে ৫৫ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এইসব পরিষেবা দিচ্ছি। বকেয়া ঋণ মেটাতে সরকারের প্রচুর টাকা চলে যাচ্ছে। ঋণ মেটাতে বছরে চলে যাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। যেখানে সরকারের নিজস্ব আয় ২০ হাজার কোটি টাকা। ভাষণ দিতে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে টেনশন মুক্ত হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Source: Millennium Post

State Transport Dept’s day-long hop-on hop-off Durga Puja tours at just Rs 75 per person

At just Rs 75 per person per day, the State Transport Department will be organising hop-on hop-off tours in Kolkata for people wanting to visit Durga Puja pandals. A set of buses, trams and vessels would be covering the routes along the major pandals of the city.

The tours would start on the day of Chaturthi, that is, September 24. Tickets would be available at Jadavpur 8B Bus Stand, Garia, Galif Street, Howrah, Behala No. 14 Tram Depot and other places.

Those holding a ticket can get off at any pandal and then take the next bus or tram or even vessel to the nearest point of another pandal. The service would run from 12 pm till midnight.

For the purpose of the tours, Kolkata has been broken up into five zones – north, south, east, west and central. A set of modes of transport would be covering a pre-designated route to the well-known pandals of each zone.

The ‘bonedi bari pujas’, that is, pujas held at the old mansions of illustrious families, in central and north Kolkata, which have a special charm of their own, can be covered by trams, using the same tickets. The same tickets can also be used to travel on vessels too. For example, if one wants to visit the Durga Puja at Belur Math, the person can board from Baghbazar or any of the other designated ghats.

 

পরিবহণ দপ্তরের উদ্যোগে ঠাকুর দেখতে এক টিকিটেই বাস-ট্রাম-ভেসেল

খরচ করতে হবে মাত্র ৭৫টাকা। আর তা দিয়েই দেখে নেওয়া যাবে শহরের সমস্ত নামকরা পুজো। পায়ে হেঁটে নয়। এসি, নন-এসি বাসে। একদম প্যান্ডেলের দোরগোড়ায় নামিয়ে দেওয়া হবে। একটি ঠাকুর দেখে বেরিয়েই দেখবেন, পিছনের বাস এসে হাজির পরের প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য। তাতে পা দিয়েই আরামে পৌঁছে যাবেন অন্য পুজোয়।

পুজোর কদিনের জন্য পরিবহণ দপ্তরের তরফে আনা হচ্ছে হপ অন হপ অফ পরিষেবা। এক টিকিটেই ঘুরে বেড়ানো যাবে গোটা দিন। চড়া যাবে সরকারি বাসে, ট্রামে, ভেসেলে। বাসগুলো ঘুরে বেড়াবে বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া নয়া রুটে। দুপুর ১২টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলবে এই পরিষেবা।

কলকাতাকে ভাঙা হয়েছে চার-পাঁচটি ভাগে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য কলকাতা। প্রত্যেক দিকের বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে একেকটি রুট। শুধু বাসে নয়, মধ্য কলকাতার পুরনো এবং বনেদি বাড়ির পুজো দেখানো হবে ট্রামেও। ওই একই টিকিটে।

Source: Sangbad Pratidin

Website for Biswa Bangla Sharad Samman 2017 launched

The refurbished website for 2017 Biswa Bangla Sharad Samman has been launched by Bengal Government. The website has been given a completely new look, with new sections being added.

The Samman, or awards by the Bengal Government for the best Durga Pujas, are a keenly awaited feature of the festival every year. The concept of these awards is the brainchild of Chief Minister Mamata Banerjee, who gives away the awards every year. The first awards were presented in 2014.

The home page is designed with beautiful pictures of Goddess Durga, taken from some of the award-winning Pujas of the past years. There are five broad sections, which can be accessed from tabs on the top of the home page. They are: About, Winners, Application, Photo Gallery and Contact Us.

The ‘Winners’ section has the details of the past winners (2017 winners will be added to this page too), while the ‘Application’ section is where details about applying for the awards can be found. For any query, one can go to the ‘Contact Us’ section. The home page also has links to the Facebook and Twitter pages of Biswa Bangla Sharad Samman.

Application forms would be available and filled-up forms can be submitted from September 4 to 14, from 12 to 7 pm.

The awards are given in four categories – Kolkata, Rest of Bengal, Rest of India and Rest of World.

Click here to visit the website 

 

চালু হল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭-র ওয়েবসাইট

চালু হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭র ওয়েবসাইট। যুক্ত হয়েছে অনেক নতুন বিভাগ।

দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হল রাজ্য সরকার প্রদত্ত বিশ্ব বাংলা শারদ সম্মান। এই প্রয়াসটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। ২০১৪ সাল থেকে শুরু হয় এই সম্মাননা প্রদান। কলকাতা, জেলা, বাংলার বাইরে এবং দেশের বাইরের শ্রেষ্ঠ পুজোগুলোকে সম্মান জানানো হয় এর মাধ্যমে।

এই ওয়েবসাইটের হোমপেজটি দুর্গাপুজোর বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সজ্জিত। এই ছবিগুলি নেওয়া হয়েছে গত কয়েক বছরের শ্রেষ্ঠ পুজোগুলি থেকে। নতুন এই ওয়েবসাইটে ৫টি বিভাগ আছে: অ্যাবাউট, উইনার্স, এপ্লিকেশন, ফটো গ্যালারি, কন্টাক্ট আস।

উইনার্স বিভাগে গত ৩ বছরের বিজয়ীদের ব্যাপারে বিশদে তথ্য আছে। এপ্লিকেশন বিভাগে বলা আছে কিভাবে পুজো উদ্যোক্তারা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। কিছু জিজ্ঞাস্য থাকলে তা জানা যাবে কন্টাক্ট আস বিভাগে। হোমপেজে বিশ্ব বাংলা শারদ সম্মানের ফেসবুক ও টুইটার পেজের লিঙ্ক দেওয়া আছে।

আবেদন পত্র জমা দেওয়া যাবে সেপ্টেম্বরের ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত (রোজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) এই ঠিকানায়:

কলকাতা তথ্যকেন্দ্র, (দ্বিতীয় তল) (রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গনের সন্নিকটে), ১/১ আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা – ৭০০০২০।

যোগাযোগঃ feedback.bbss@gmail.com

ওয়েবসাইটঃ www.biswabanglasharadsamman.com

ফোনঃ ৯৬৭৪০৩১৩৩২/৯৮৩১৪৭৪৯৯০

 

Swasthya Sathi to cover teachers from now, Bengal CM announces on Teachers’ Day

Bengal Chief Minister Mamata Banerjee presented the Siksha Ratna Samman awards to outstanding teachers of Bengal at a function at Nazrul Mancha today on the occasion of Teachers’ Day.

On the occasion, the CM announced that the State’s medical insurance scheme ‘Swasthya Sathi’ will cover teachers from now. This would take the number of beneficiaries under the scheme from 47 lakh to 55.5 lakh.

The Chief Minister said, “I am proud to declare that after we started the Kanyashree Scheme, the school dropout rate among girls has come down by 16.5%. This is big achievement”.

About improvement in education infrastructure, she said, “We have set up 16 universities and 46 colleges. Four lakh college seats have been added. Nine medical colleges have been established; seven more will be set up. We have increased medical seats by 1,800. Over 300 ITIs and polytechnics have been established, and 6,000 new schools have been set up”.

The Chief Minister went on to speak about the various schemes being run by the State Government: “We have even extended the Kanyashree Scheme to university students. We have started the Sikshashree Scheme for SC/ST students. Over 1.3 lakh minority students have been given scholarships. We have also started the Swami Vivekananda Merit-cum-Means Scholarship”.

She also said there was a plan to include from next year Class VIII students in the Sabuj Sathi scheme, under which the government has already distributed 40 lakh Sabuj Sathi bicycles; 30 lakh more will be distributed this year. We will include Class VIII in this scheme; we will have to look at the finances”.

She also criticised the needless comments of some politicians: “Some political leaders are giving a lot of gyan. Those who have become morally bankrupt cannot do anything positive or fruitful”.

 

স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষক-শিক্ষিকারা, শিক্ষক দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

আজ শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃতি শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দেন ‘শিক্ষা রত্ন’ পুরস্কার। শ্রেষ্ঠ স্কুলকেও পুরস্কৃত করা হয়।

শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এখন থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষক-শিক্ষিকারা। প্রায় ৫৫.৫ লক্ষ কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের পরিবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে আসবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

আজকের দিনটা আমাদের গর্বের দিন। শিক্ষক শিক্ষিকাদের অধ্যাপক অধ্যাপিকাদের তাদের কাজের স্বীকৃতি হিসেবে, কিছু শিক্ষক সন্মাননা আমরা শিক্ষারত্ন, শিক্ষক সন্মাননা তাদের হাতে তুলে দিতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছি। শিক্ষার আরেক নাম দীক্ষা। শিক্ষাগুরু, দীক্ষাগুরু তাদের কোনও শেষ নেই। তাঁরা চিরকাল আমাদের মধ্যে বিরাজ করে।

আমরা বলি, স্বদেশে পুজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পুজ্যতে।

আজকে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা আজকের স্টুডেন্ট, আগামী দিন তারা দেশের ভবিষ্যৎ, তারা আমাদের অ্যাসেট সমাজের গর্ব। আজকে আমি গর্বের সাথে ঘোষণা করছি, কন্যাশ্রী করবার পর ১৬.৫ পারসেন্ট আমাদের ড্রপআউট রেট কমেছে যেটা আমাদের শিক্ষার এটা বেড়েছে মেয়েদের। এটা ভীষণ ভালো। আমরা তো চাই আমার এডুকেশন প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাক।

এই ছ’বছরের মধ্যে আমরা ১৬টা নতুন বিশ্ববিদ্যালয় করতে পেরেছি, ৪৬টা নতুন সরকারি কলেজ করেছি, আমরা প্রায় কলেজের সিট চার লক্ষের ওপর বাড়িয়েছি, আমাদের নতুন মেডিক্যাল কলেজ নটা হয়ে গেছে আরও সাতটা হবে, ১৬টা হবে। মেডিক্যাল কলেজেও আমি দেখছিলাম হিসেব করে ৬৬/৬৭ বছরে যদি ২৭০০ সিট থাকে, তাহলে মাত্র ছ’বছরে আমরা প্রায় ওটা ১৮০০ বাড়িয়েছি। পলিটেকনিক কলেজ, আইটিআই ৩০০ নতুন করে তৈরি করা হয়েছে, সুযোগ অনেক আছে, ৬০০০ নতুন বিদ্যালয় তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই।

এবার আমরা কে৩ করে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়েও চালু করেছি। সংখ্যালঘুরা ১.২৫ কোটি স্কলারশিপ পেয়েছে। সিডিউল্ড ক্লাস, সিডিউল্ড ট্রাইব ছেলেমেয়েরা “শিক্ষাশ্রী” স্কলারশিপ পেয়েছে। এছাড়াও আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তৈরি করেছি। ইউজিসি টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা টাকা বাড়িয়ে ২০০ কোটি টাকা করে ওখান থেকে ২০ কোটি টাকা ওদের দিয়ে দিয়েছি।

সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট আমরা ফ্রিতে করি। ৪০ লক্ষ ছেলেকে সবুজ সাথী সাইকেল দিয়েছি আমরা। এবছরে আরও ৩০ লক্ষ দেওয়া হচ্ছে। টাকা পয়সা সঙ্কুলান হলে আমি ক্লাস এইটকেও এই আওতায় নেওয়ার চেষ্টা করছি।

৯কোটি ২০লক্ষের মধ্যে ৮কোটি ১০ লক্ষ মানুষ খাদ্যসাথী প্রকল্পে আছে। “সবুজ শ্রী” একটা নতুন পরিকল্পনা।

সমাজ গড়ে শিক্ষা, শিক্ষা গড়ে সভ্যতা, সভ্যতা গড়ে সংস্কৃতি, সংস্কৃতি গড়ে মানবিকতা। শিক্ষা না থাকলে সারা জীবনটাই মরুভুমি হয়ে যাবে। শিক্ষাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ।

জেনারেশনের পর জেনারেশনকে ইংরাজি পড়তে দেওয়া হয় নি। আমরা চাই ছেলেমেয়ারা বাংলাও শিখবে, ইংরাজিও শিখবে, অন্য ভাষা শিখতে চাইলেও শিখবে। যার যে ভাষা পছন্দ, সেটা শিখবে। মাতৃভাষা জানার নিশ্চয় প্রয়োজন আছে। এখন অনেক এডভান্টেজ, সেটাকে এডভান্টেজ হিসেবে কাজে লাগাতে হবে।

মা যেমন ছেলেমেয়েদের মানুষ করে, একটা স্কুলটিচারও মানুষ করেন। তারা তৈরি করে দেয় বেসটা।

আমি কাউকে কাউকে দেখি শুধু সমালোচনাই করে যায়। যারা দেউলিয়া হয়ে যায়, তারা এই কাজগুলোই করে, মাথা দিয়ে ভালো কাজ বেরোয় না।

বাংলাকে যে যত অবহেলা করুক, বঞ্চনা করুক, লাঞ্ছনা করুক, হিংসা করুক, তারা প্রতিযোগিতায় পারে না। বাংলার মেধা, বাংলার ট্যালেন্ট বিশ্ববিখ্যাত। বাংলার সঙ্গে প্রতিযোগিতায় না পেরে কেউ কেউ কাঁকড়ার মত বাংলাকে টেনে ধরতে চায়।

আমরা গর্বিত আমাদের শিক্ষাকুল, গুরুকুল, শিক্ষকসমাজ, শিক্ষিকাসমাজ, এবং সাথে টিচিং-ননটিচিং যারা আছেন তাদের নিয়ে। শিক্ষালয় দেবালয়ের মত, এগুলোকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন।

Bengal CM chairs central-level administrative review meeting at Nabanna

Chief Minister Mamata Banerjee took stock on the progress of work undertaken by all State Government departments during the central-level administrative review meeting held at the state secretariat, Nabanna today.

The top brass of all the departments, superintendents of police and district magistrates of all the 23 districts, and commissioners of all the police commissionerates were present in the meeting today.

After the meeting, Mamata Banerjee held a media interaction. She said that among the topics discussed were 100 Days’ Work, health and agriculture. Ways to provide further help to the 85 lakh people affected by the floods were also discussed. The State Government departments have been given the responsibility to get rid of the many cases pending in the courts as early as possible. All topics related to the government were discussed in detail.

It must be mentioned in this connection that every year, Mamata Banerjee holds an annual administrative review meeting in every district to appraise the work done with respect to the implementation of government projects.

Earlier, before the meeting, the Chief Minister inaugurated an auditorium adjacent to Nabanna. It has been named Nabanna Sabhaghar.

 

 

নবান্নে রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, মন্ত্রী, দপ্তরের সচিব, জেলাশাসক, জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে।

এক বছরের কাজের খতিয়ান নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই পঞ্চায়েত নির্বাচনের আগে কাজের রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। কীভাবে মানুষের কাছে আরও উন্নয়ন পৌঁছবে তার দিক নির্দেশও করেন তিনি।

নবান্নে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজকের বৈঠকে ১০০ দিনের কাজ, স্বাস্থ্য, কৃষি সহ সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ৮৫ লক্ষ মানুষ বন্যার কবলে, তাদের সাহায্য করার বিষয় নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। অনেক কোর্ট কেস পড়ে আছে, সেগুলি সমাধানের জন্য প্রতিটি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে”.

আজ নবান্ন’র পাশে নতুন তৈরি হওয়া অডিটোরিয়াম, নবান্ন সভাঘরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে নবান্নর প্রশাসনিক বৈঠকগুলি ওই অডিটোরিয়ামে করা হবে।

 

Bengal crosses 100 Days’ Work target for first four months

Bengal has crossed the target by almost three times for the number of man-days to be created during the first four months of financial year 2017-18 under the National Rural Employment Guarantee Scheme (NREGS), popularly known as the 100 Days’ Work Scheme. Against a target of 4 crore 97 lakh, the state has achieved 12 crore 5 lakh.

Thus the State Government is well on its way to easily overcome the target for the year and thus once again show to the rest of India how to empower the rural populace of India, who comprise about 70 per cent of the population. Against the 2017-18 target of creation of 23 crore man-days, as set by the Union Ministry of Rural Development, Bengal is on its way to achieve about 28 crore.

This feat, facilitated by the State Government, has once again brought to the fore the pro-people governance policies adopted by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, ever since it came to power in 2011.

During the last financial year too, that is, 2016-17, Bengal had crossed the target set by the Central Government – 23 crore against 18 crore. Consequently, the current financial year’s target has been set at 23 crore, but which too Bengal is set to cross. For 2016-17, the Centre had to give the state Rs 7,200 crore for paying the people who worked for projects under the 100 Days’ Work Scheme. Being on track to cross this year’s enhanced target too, naturally, Bengal would be spending much more than last year on the scheme.

According to information from the State Panchayat & Rural Development Department, 39 lakh 61 thousand families are linked to MNREGS in the state. Each person gets to work for 31 days on average and earns Rs 180 per day.

 

১০০ দিনের কাজে শ্রমদিবস তৈরিতে বড় সাফল্য রাজ্যের

১০০ দিনের কাজে শ্রমদিবস সৃষ্টিতে চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল রাজ্য। এই সময়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৯৭ লক্ষ। কিন্তু ৩১ জুলাই পার হওয়ার পর দেখা গেল, রাজ্যে তা হয়েছে ১২ কোটি ৫ লক্ষ। এইভাবে অগ্রগতি বজায় থাকলে চলতি আর্থিক বছরের মূল লক্ষ্যমাত্রা অনায়াসেই ছাপিয়ে যাবে বলে মনে করছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। তাঁদের বক্তব্য, এটা রাজ্য সরকারের কাজের একটি সাফল্য। গ্রামোন্নয়ন মন্ত্রক ২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ধরেছে ২৩ কোটি। যেভাবে রাজ্যজুড়ে ১০০ দিনের কাজ চলছে, তাতে প্রকৃতপক্ষে শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ছাপিয়ে দাঁড়াবে কমপক্ষে ২৮ কোটি।

গত আর্থিক বছরেও অর্থাৎ ২০১৬-১৭’য় শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছিল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক লক্ষ্যমাত্রা কমিয়ে করেছিল ১৮ কোটি। কিন্তু রাজ্যে তা বেড়ে দাঁড়ায় ২৩ কোটি। ফলে কেন্দ্রীয় সরকারকে কাজ অনুযায়ী ৭২০০ কোটি টাকা দিতে হয়। চলতি আর্থিক বছরেও কেন্দ্রের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা সেই ২৩ কোটি শ্রমদিবস।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ১০০ দিনের কাজে ৩৯ লক্ষ ৬১ হাজার পরিবার যুক্ত রয়েছে। মাথাপিছু মজুরি হল ১৮০ টাকা। কাজের গড় ৩১ দিন। এ পর্যন্ত খরচ হয়েছে এবং কেন্দ্রীয় সরকার দিয়েছে ৪০৫৮ কোটি টাকা। গত বছরের টাকা খরচের পরিমাণকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Source: Bartaman