Bengal Govt organises fish festival on the occasion of U-17 World Cup

Football fever is peaking in Bengal, what with the FIFA Under-17 World Cup being organised in Kolkata, which is one of the six venues across India, and also the venue for the final. Along with football, fish is another favourite of Bengalis.

Giving occasion to celebrate the combination of favourites – football and fish – the West Bengal Fisheries Development Corporation (WBFDC) is organising a fish festival across all its restaurants in Kolkata. The festival has been named after Gostho Paul, the first Bengali football icon of the country.

According to an official of WBFDC, the World Cup special menu has been named Football Fever and will be available from October 8 to 28 at select stalls, including the restaurants at Nalban, Eco Park, the State Secretariat, Nabanna and other places. It is priced at Rs 399 per plate.

The Football Fever thali (platter) comprises special jeera rice, googlie (a kind of pond snail) dribble, cooked in the style of fish kabiraji, googlie chop, crab crossbar, prawn malaikari and another prawn preparation named after football, Venmai penalty, which is prawn cooked with parsley leaves and lemon. Another dish, a variation of a Middle Eastern preparation, is also available and is called Ombuck Mustard Kick. To round it off, a dessert in the form of a sandesh named after the apex world football body, FIFA, has been added.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ উপলক্ষে মৎস্য উৎসবের সূচনা রাজ্য সরকারের

ভারতের আর ৬টি শহরের মত কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। কলকাতায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান ও ফাইনালের মতো উল্লেখযোগ্য খেলা। তাই, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এই শহরে এখন টান টান উত্তেজনা।

ফুটবলের মত বাঙালির আরেক প্রিয় জিনিস হল মাছ। বিশ্বকাপকে মাথায় রেখে রাজ্য সরকারের মৎস্য দপ্তর আয়োজন করেছে মৎস্য উৎসবের। মৎস্য দপ্তর রাজ্যে তাদের সব রেস্তোরাঁগুলোতে এই উৎসবের আয়োজন করেছে। এই উৎসবের নাম রাখা হয়েছে ভারতের প্রথম বাঙালী ফুটবলের প্রাণপুরুষ গোষ্ঠ পালের নামে।

বিশ্বকাপের জন্য যে স্পেশ্যাল মেনু করা হয়েছে, তার নাম রাখা হয়েছে ‘ফুটবল ফিভার’। এই মেনুর খাবার পাওয়া যাবে অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত। এই রেস্তরাঁগুলো আছে নলবনে, ইকো পার্ক, স্টেট সেক্রেটারিয়েট, নবান্নে ও অন্যান্য স্থানে। এই স্পেশ্যাল মেনুর খাবারের দাম রাখা হয়েছে ৩৯৯ টাকা প্রতি প্লেট।

এই স্পেশ্যাল থালিতে থাকছে, জিরা রাইস, ফিস কবিরাজির আদলে রান্না করা গুগলি, গুগলির চপ, কাঁকড়ার একটি পদ, চিংড়ির মালাইকারি, আরেকটি চিংড়ির পদ যার নাম ফুটবলের নামে রাখা হয়েছে, ভেনমাই পেনাল্টি।

আরেকটি মধ্যপ্রাচ্যের থালি তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ওম্বাক মাস্তার্ড কিক। এই দুটি থালির শেষেই থাকবে একটি বিশেষ ধরনের সন্দেশ, যার নাম রাখা হয়েছে, ফিফা।

Source: The Statesman

Water pouches for spectators at World Cup matches

The Bengal Government has arranged for water pouches free of cost for the spectators going to the Vivekananda Yuva Bharati Krirangan (VYBK) to watch the FIFA Under-17 World Cup matches. The pouches are available at ‘May I Help You’ kiosks inside the stadium.

Another measure taken by the government for the ease of spectators is allowing them to carry raincoats, since there is prediction of rain during the duration of the tournament.

These measures are among the many which have made the World Cup a much pleasurable experience for all concerned.

 

যুবভারতীতে দর্শকদের জলের পাউচ দেবে রাজ্য

ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে বিনা পয়সায় জলের পাউচ বিলি করবে রাজ্য সরকার। স্টেডিয়ামের ভিতরে ‘মে আই হেল্প ইউ’ কিয়স্ক থেকে সেই পাউচ সংগ্রহ তৈরি করতে পারবেন খেলা দেখতে আসা দর্শকরা।

খেলার দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাষ থাকায় ম্যাচ দেখতে আসা দর্শকদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই দিকে তাকিয়ে মাঠে বর্ষাতি নিয়ে প্রবেশ করার ছাড়পত্র মিলছে দর্শকদের।

 

Source: Sangbad Pratidin

 

Bengal Govt makes tight security arrangements for Under-17 World Cup

The Bengal Government has made tight security arrangements at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) for the FIFA Under-17 World Cup.

The stadium, refurbished at a huge cost, will host 10 matches, including the final, across six days. The first set of matches were held on October 8.

The security arrangements at a glance:

  • Stadium gates will be opened two hours before the matches
  • All tickets will be scanned before letting ticket-holders enter the stadium
  • Once a ticket-holder leaves the stadium, the person won’t be allowed in again
  • Spectators will not be allowed to carry bags, newspapers, cold drinks and bottles of water inside
  • Spectators will be allowed to carry raincoats
  • Women will be allowed to carry handbags inside
  • There will be 110 ticket-checking points, all of which will have doorframe metal detectors passing through which will be compulsory for spectators
  • Spectators will be allowed to carry in flags of countries they are supporting but no sticks or stick-like objects will be allowed
  • To avoid any confusion, the tickets for all the six days (10 matches) are of different colours
  • Only FIFA-approved vendors will sell drinking water at the stadium
  • State Government will distribute water pouches free of cost at the parking venue
  • Parking space for 2,600 cars is being provided
  • To avoid unnecessary congestion, quite a few areas have been marked as no-parking zones
  • The police have been trained in such a way that, if necessary, all 66,000 spectators can be evacuated within eight minutes
  • To secure the area, 260 CCTV cameras have been installed
  • A police control room has been opened inside the stadium
  • The Bidhannagar Police Commissionerate has tied up with two prominent hospitals in Salt Lake to admit any spectator who may need treatment
  • Smoking will be banned at the stadium premises

 

একনজরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে পাখির চোখ করে পুরো নিরাপত্তায় ঢেকে গেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

একনজরে দেখা যাকঃ-

  • খেলা শুরুর দু’ঘণ্টা আগে খোলা হবে স্টেডিয়ামের গেট।
  • ফিফা মনোনীত সংস্থা স্টেডিয়ামে জল বিক্রি করবে।
  • থাকছে ২৬০০ গাড়ির পার্কিং। পার্কিং এরিয়ায় বিনামূল্যে জল বিতরণ করবে রাজ্য সরকার।
  • বেশ কিছু অঞ্চল নো-পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা হবে।
  • প্রতিদিনের জন্য আলাদা আলাদা রঙের টিকিট।
  • স্টেডিয়ামে ঢোকার আগে প্রতিটি টিকিট স্ক্যান করা হবে।
  • একবার স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ওই টিকিট নিয়ে ফের স্টেডিয়ামে ঢোকা যাবে না।
  • মহিলারা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন।
  • থাকছে ১১০টা চেকিং পয়েন্ট। প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে ঢুকতে হবে দর্শকদের।
  • পছন্দের দেশের পতাকা নিয়ে ঢোকা যাবে তবে লাঠি জাতীয় কিছু নিয়ে ঢোকা যাবে না।
  • কোনও দুর্ঘটনা ঘটলে ৬৬হাজার দর্শককে আট মিনিটের মধ্যে স্টেডিয়াম থেকে বাইরে বার করে আনতে পারবে পুলিশ কর্মী।
  • যুবভারতী চত্বরে ধূমপানও নিষেধ।
  • নিরাপত্তার জন্য ২৬০টি সিসি টিভি থাকছে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে স্টেডিয়ামের মধ্যেই।
  • কেউ অসুস্থ হয়ে পড়লে থাকছে চিকিৎসার ব্যবস্থা। সল্টলেকের দুটি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধছে কমিশনারেট।
  • ব্যাগ, খবরের কাগজ, কোল্ড ড্রিঙ্কসের ও জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ।
  • থাকছে স্টুয়ার্ট স্কোয়াড

 

Source; Sangbad Pratidin

 

Jhargram will have a university soon: Bengal CM

Bengal Chief Minister inaugurated a slew of developmental projects at a public meeting in Jhargram today. She also laid the foundation stones for numerous projects and distributed benefits of various government schemes.

The CM announced that from students can pursue education in Ol-Chiki medium till graduation. She also said a university will be set up in Jhargram district. She also thanked everyone for maintaining peace and harmony during the festive season.

 

Highlights of the CM’s speech:

  • Jhargram is a new district. We have fulfilled a long-standing demand of the people. We are taking every measure possible for the development of this region.
  • Three multi-super-speciality hospitals have been formed in Jhargram, Gopiballavpur and Nayagram.
  • A nursing centre has also been opened along with a unit for children.
  • Three colleges have been set up. We have set up three it is at Binpur I, Binpur II and Nayagram blocks. Foundation stones have been laid for three more ITIs.
  • Our actions speak louder than words.
  • There was a time when fear ruled in this region because of the Maoists. In my tenure as Chief Minister, I I have come to Jangalmahal many times and restored peace.
  • Girls and youths have been empowered. Youths are taking interest in sports. We have started the Jangalmahal Cup; we are encouraging many cultural events in the region.
  • We are empowering folk artistes; we are giving them all cooperation. Our Lok Prasar Prakalpa covers 1.84 lakh folk artistes.
  • We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals.
  • Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.
  • Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki.
  • We will set up a university in Jhargram district soon.
  • We give loans worth Rs 20 lakh to students to pursue higher education in foreign countries.
  • We have initiated the Kanyashree Scheme which has empowered 41 lakh girls. My best wishes to all girl children on the occasion of International Day of the Girl Child.
  • Under Sabuj Sathi Scheme, 70 lakh bicycles will be distributed by the end of this year.
  • Among other schemes for the young, we have Yuvashree, Sabujshree and Chishyshree.
  • People receive the benefits of various schemes of our government are irrespective caste, creed and religion.
  • 60 lakh families have received direct benefits today. In this district, 90 per cent people have received some form of direct benefit from the government.
  • We have also hiked the remuneration for ICDS health workers even though the Centre had stopped funds for this scheme.
  • We have secured jobs for even contractual workers and have included them in the health insurance scheme, Swasthya Sathi.
  • I had conducted a ‘Janasanjog Yatra’ from Belpahari in 1993. I had seen people so poor that they ate insect eggs. After coming to power, we started giving rice at Rs 2 per kg to people.
  • Students in primary schools receive school uniforms, textbooks, exercise books, shoes and school bags for free.
  • We have the Sabujshree Scheme for newborn babies and on the other, Baitarani Scheme for conducting the last rites/burials of the deceased.
  • We are doing everything possible despite our heavy debt burden. Still some people engage in slander and conspiracies.
  • Where were they when people were afraid to even step out of their homes? Where were they when people didn’t have food to eat?
  • Constructive criticism is welcome, not negativity and slander.
  • Peace has been restored in the Hills. We won’t tolerate attempts to stoke up violence.
  • Students are our assets for the future. We must bring Adivasis to the mainstream. They have a role to play in getting Bengal back its glory, in making Bengal famous all over the world.
  • The administration must focus on reaching out to people. Listen to them and take their feedback, and serve them well.
  • I was always with you. I am with you. And I will continue to be on your side.

 

 

ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

নতুন জেলা ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠের এই জনসভা থেকে নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ সবুজ সাথী সাইকেল প্রদানও করেন। এছাড়াও, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, লোকপ্রসার সহ আরও অনেক পরিষেবা প্রদান করবেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে এপ্রিল মাসে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জেলা।
  • এখানে হাসপাতাল, আই টি আই, ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,লালগড়ে নার্সিং সেন্টার, ৩ টি নতুন কলেজ তৈরি হয়েছে, ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে পড়াশুনা শুরু হয়েছে। আজ প্রায় ৪৫০-৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল।আমাদের সরকার কথা কম বলে কাজ করে বেশি।
  • আগে মানুষ জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি নিজে আসতে চাইলে প্রশাসন থেকে বারণ করা হত। বলা হত মাওবাদিরা আছে মেরে ফেলবে।বিপদের দিনে যখন এখানে কেউ ছিল না তখন আমি এখানে বারবার এসেছি।
  • আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাব, আজ ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। আজ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আমরা জঙ্গলমহল কাপ শুরু করেছি। আদিবাসীদের জন্য এখন বিভিন্ন অনুষ্ঠান হয়।
  • আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে,অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষাও পড়ানো হবে।
  • অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কোন কাজ করেনি। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে
  • ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়ে গেছে বিনামূল্যে।
  • আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সব কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি তারা আরও এগিয়ে যাক। প্রায় ৬০ হাজার পরিবার আজ বিভিন্ন সুবিধা পাবে, এই জেলার ৯০ ভাগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সরকার।
  • কেন্দ্র আইসিডিএস, আশা’র টাকা বন্ধ করে দিয়েছে। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জন সংযোগ যাত্রা করেছিলাম, তখন মানুষের খাবার ছিল না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দিচ্ছে, বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পে।
  • বিনামূল্যে জুতো,ব্যাগ,খাতা, ড্রেস দেওয়া হচ্ছে।সিপিএমের লক্ষ লক্ষ টাকার দেনা শোধ করতে হয় তা সত্ত্বেও আমরা এত কাজ করেছি। লোক শিল্পীদের কাজ দেওয়া হয়, তারা আর্থিক সাহায্য পায়।
  • বৈতরনি প্রকল্পে শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হচ্ছে, শশ্মান গুলির সংস্কার করা হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে এই সরকার। আজ মানুষের নুন্যতম প্রয়োজন সরকার মেটাচ্ছে।
  • তা সত্ত্বেও কিছু লোক মিথ্যা বলে, চক্রান্ত করে, কুৎসা করে। যখন মানুষ রাস্তায় বেরোতে পারেনি, মানুষ খেতে পেত না, তখন এনারা কোথায় ছিলেন?
  • গুজরাটে দলিতরা গিয়েছিল নাচ দেখতে তাদের পিটিয়ে মারা হয়েছে।
  • বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।
  • আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে আমি আপনাদের পাশে থাকব বন্ধু হিসেবে
    পাহাড় ও জঙ্গল মহল সব জায়গায় আমি যাই।
  • দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত।
  • উস্কানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।
  • আমি মনে করি আদিবাসী ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
  • কাউকে চরিত্রহীন বলা, বদনাম করা, কুৎসা করা ঠিক নয়।
  • এই বাংলা মাথা নত করে না, মাথা উঁচু করে চলে; আজ সারা বিশ্বে আপনাদের কদর বেড়েছে এটা আমাদের গর্ব।
  • জঙ্গলমহলের ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে; সেজন্য শান্তি চাই, অশান্তি নয়।
  • ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গৈরিক পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে।
  • মানুষের কাছে অনুরোধ কোনরকম সমস্যায় পড়লে প্রশাসন কে জানাবেন, প্রশাসনকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  • যারা কাজ করে না তারা শুধু বড় বড় কথা বলে। কাজ করাটাই আমাদের কাজ।
  • সকল পুজো কমিটি সহ বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা শান্তিপূর্ণ ভাবে পুজো ও মহরম পালন করেছে, সকলকে
  • শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
  • ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে রাজ্য সরকার।
  • আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

 

World-class health facilities for U17 World Cup at Salt Lake Stadium

On the day the FIFA Under-17 World Cup was inaugurated, that is, October 6, a three-bedded critical care unit (CCU) was inaugurated at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK). VYBK, popular as Salt Lake Stadium, is the venue of all the 10 matches to be held in Kolkata, including the final on October 28.

The CCU would have all necessary amenities and personnel like critical care specialists, nurses and health workers.

The health facilities for the World Cup at a glance:

· Critical care unit at the stadium

· Twenty beds at the Bidhannagar Subdivisional Stadium, five beds at Bidhannagar Matri Sadan and two emergency beds and five normal beds each at ILS, AMRI Salt Lake and Columbia Asia Hospital

· Five medical college hospitals in Kolkata and their blood banks on high alert

· FIFA Medical Emergency Bag kept at the stadium, which can keep a person alive for at least one hour

· Eight medical kiosks at eight places in the stadium run for spectators, by the State Government, manned by doctors and nurses

· Apollo Gleneagles Hospital’s Sideline Health Team and Players’ Health Unit for players on the ground

· At a maximum 20-minute distance, three advanced life support ambulances and nine basic life support ambulances run jointly by the State Government and Safe Life Foundation

· If the temperature inside the stadium crosses 32 degrees Celsius, players to get two-minute cooling break

 

বিশ্বকাপের কল্যাণে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা যুবভারতীতে

যুব হলেও, আখেরে বিশ্বকাপ ফুটবলই। তাই, খেলোয়াড়, ভিআইপি ও দর্শকদের জন্য মজুত স্বাস্থ্যব্যবস্থাও যাতে বিশ্বমানের হয়, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার।

ফিফার নির্দেশিকা মেনে খাস বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে তাই একটি তিন শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খুলে ফেলেছে স্বাস্থ্যভবন। জীবনদায়ী পরিষেবা দেওয়ার উপযোগী এই হেলথ ইউনিটটি বিশ্বকাপের উদ্বোধনের দিন খোলা হয়। ক্রিটিক্যাল কেয়ার স্পেশ্যালিস্টদের পাশাপাশি নার্স, স্বাস্থ্যকর্মী এবং যাবতীয় জরুরী পরিকাঠামো সেখানে বিশ্বকাপের শেষ পর্যন্ত মজুত থাকবে।

একনজরেঃ-

· বিধাননগর মহকুমা হাসপাতালে ২০টি, বিধাননগর মাতৃসদনে ৫টি এবং আইএলএস, সল্টলেক আমরি ও কলম্বিয়া এশিয়াতে ২টি করে এমার্জেন্সি শয্যা-সহ মোট ৫টি করে বেড সংরক্ষণ

· হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতার ৫টি মেডিক্যাল কলেজ ও তাদের ব্লাডব্যাঙ্কগুলিকে

· ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যেই থাকছে ৩ শয্যার একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট

· খেলা চলাকালীন মাঠেই থাকছে ‘ফিফা মেডিক্যাল ইমার্জেন্সি ব্যাগ’ যা দিয়ে অন্তত একঘণ্টা জীবনদায়ী পরিষেবা দেওয়া সম্ভব মুমূর্ষুকে

· খেলোয়াড়দের জন্য মাঠেই প্রস্তুত থাকবে অ্যাপোলো গ্লেনিগেলসের ‘সাইডলাইন হেলথ টিম’ ও ‘প্লেয়ার্স মেডিক্যাল ইউনিট’

· দর্শকদের জন্য স্টেডিয়ামের ৮ টি জায়গায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে মজুত থাকছে সরকারি মেডিক্যাল কিয়স্ক

· যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সর্বোচ্চ ২০মিনিটের দূরত্বে থাকছে রাজ্য সরকার ও সেফ লাইফ ফাউন্ডেশনের মোট ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৯টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

· খেলা চলাকালীন মাঠের তাপমাত্রা যদি ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়, তাহলে দু’মিনিটের কুলিং ব্রেক পাবে খেলোয়াড়রা

 

Source: Ei Samay

 

 

Bengal Govt decks up buses, vessels, trams for Under-17 World Cup

The Bengal Government, under special instructions from Chief Minister Mamata Banerjee, is leaving no stone unturned to make the FIFA Under-17 World Cup a grand success. The tournament began on October 6, and Kolkata’s Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) hosted its first match on October 8.

Kolkata is one of the most important host cities, in a way, as the final, and nine other matches – therefore, 10 matches, which is the maximum number of matches for a city – are going to be held there.

The Transport Department is playing a major role too, as it is responsible for conveying the players and officials to and from the match and practice venues as well as ensuring adequate services for the thousands of tourists – for the matches as well as for sightseeing –converging on to the city.

Hence, the department in a bid to increase the thrill and excitement, is giving a completely new look based on the theme of the World Cup to the exteriors of its buses, vessels and trams, the last one being a heritage of Kolkata, the only city in India to have them.

The vehicles have been repainted and printed with captions like ‘Ebar Khela Jombe Bangla!’ and ‘Biswa Banglae Biswa Cup’, besides the World Cup logo, on the exteriors.

Around 600 buses, mostly air-conditioned, are plying especially for the tournament and have been given a smart makeover. This includes 150 app-based buses, that is, which can be booked through a mobile app. The buses in which students of schools and colleges are brought to the stadium are also being decked up.

Ten trams, plying on the Belgachia-Esplanade, Nonapukur-Esplanade, Tollygunge-Ballygunge and Tollygunge-Esplanade routes, have been decorated. Vessels – operating along and across the river Hooghly, to and from the popular tourist spots of Belur Math and Dakshineswar from jetties in Kolkata and Howrah – have also been decked.

It may be mentioned that FIFA has lauded the State Government for transforming VKBK, popularly known as Salt Lake Stadium, into a world-class facility.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য সেজে উঠছে বাস, ট্রাম ও ফেরি

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলকে সর্বতভাবে সাফল্যমণ্ডিত করতে যা যা করার দরকার সবই করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। এই প্রতিযোগিতা শুরু হয়েছে ৬ই অক্টোবর ও কলকাতায় প্রথম খেলা অনুষ্ঠিত হয় ৮ তারিখ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

দেশের যেকটা শহরে এই খেলা হচ্ছে, তার মধ্যে কলকাতার ভূমিকা অগ্রণী কারণ এখানে ফাইনাল, তৃতীয় স্থানের নির্ণায়ক খেলা, কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলা ছাড়াও আরও সাত টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ চলাকালীন রাজ্য পরিবহণ দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড়দের খেলার দিন মাঠে নিয়ে আসা, মাঠ থেকে নিয়ে যাওয়া, অনুশীলনের জন্য মাঠে নিয়ে আসা, মাঠ থেকে নিয়ে যাওয়ার পাশাপাশি অগণিত দর্শকদের নির্বিঘ্নে মাঠে পৌঁছে দেওয়া ও মাঠ থেকে বাড়ি ফেরানোও তাদেরই দায়িত্ব।

প্রতিটি সরকারি বাস, ট্রাম ও ফেরির পুরো রূপ বদলে দেওয়া হচ্ছে খেলার থিমে। নতুন করে রঙ করার পাশাপাশি যানবাহনগুলির বাইরে ব্যানার লাগানো হয়েছে বিশ্বকাপের। লোগো ছাড়াও থাকছে “এবার খেলা জমবে বাংলা” ও “বিশ্ব বাংলায় বিশ্ব কাপ” স্লোগান।

আনুমানিক ৬০০টি বাস যেগুলি এই প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হবে, তাদের বেশীরভাগই শীতাতপ নিয়ন্ত্রিত। এর মধ্যে ১৫০টি বাস সম্পূর্ণ অ্যাপ-নির্ভর। ১০টি ট্রাম যা চলবে বেলগাছিয়া-এসপ্ল্যানেড, নোনাপুকুর-এসপ্ল্যানেড, টালিগঞ্জ-বালিগঞ্জ, টালিগঞ্জ-এসপ্ল্যানেড রুটে; সেগুলিকেও সাজানো হচ্ছে। হুগলী নদীর ওপর যে ফেরিগুলি চলে, প্রতিটিকে সাজানো হচ্ছে।

প্রসঙ্গত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য ফিফা রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে।

Source: Millennium Post

Bengal Govt designates Vivekananda Yuba Bharati Krirangan as ‘green zone’ for duration of World Cup

The Bengal Government is taking special steps to keep the area around Vivekananda Yuba Bharati Krirangan (VYBK), the venue for the 10 matches to be held in Kolkata, pollution-free during the FIFA Under-17 World Cup, when players, officials and delegates from across the world will be coming over.

The region comprising the stadium, the airport and their surrounding areas, Jessore Road, VIP Road, Parama Island and the part of EM Bypass passing through those areas, has been designated as a ‘green zone’.

Every day, twice a day, the streets are going to be watered to keep the dust particles from flying around. For the same reason, all construction activities will also be postponed for the duration of the tournament.

Vehicles movement will be strictly regulated. Parking anywhere and everywhere will not be allowed. To keep smoke under control, burning anything in open spaces will not be allowed.

Garbage too would be regularly cleaned thoroughly in all the areas in the green zone.

 

ফুটবল উৎসব দূষণমুক্ত রাখতে তৎপরতা

এ খেলা শুধু খেলা নয়। খেলা, খেলাকে ঘিরে গোটা কর্মযজ্ঞ— সবই হতে হবে দূষণমুক্ত পরিবেশে।

সেই জন্য রোজ দু’বেলা জল দিয়ে ধুতে হবে রাস্তা। বন্ধ রাখতে হবে সমস্ত নির্মাণকাজ। বালি-সিমেন্ট-পাথরকুচি-সহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাস্তার ধারে রাখা যাবে না। রাশ টানতে হবে যান চলাচলে। যত্রতত্র গাড়ি পার্ক করা নয়। খোলা জায়গায় কিছু জ্বালানো নিষেধ।

অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপ ফুটবল চলাকালীন শহরের বাতাস দূষণমুক্ত রাখতে কলকাতা ও বিধাননগর পুরসভা এবং পুলিশকে এমনই নানা ব্যবস্থা নিতে বলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর যুবভারতী ক্রীড়াঙ্গন ও বিমানবন্দরের আশপাশের এলাকা, যশোর রোড, ভিআইপি রোড, পরমা আইল্যান্ড পর্যন্ত ইএম বাইপাস ও তার দু’ধারের এই বিস্তীর্ণ এলাকাকে ‘গ্রিন জোন’ তকমা দিয়েছে যুব বিশ্বকাপ উপলক্ষে।

 

Source: Anandabazar Patrika
PC: colorlibrary.blogspot.in

People of Bengal defeated all conspiracies during festive season: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee attended a Bijoya Sammilani function organised by the police at Jhargram.

Greeting people on the occasion, she expressed happiness that people of Bengal set an example of communal harmony during the festive season.

Excerpts of her speech:

Congratulations to everyone for ensuring a peaceful Durga Puja. This year, Muharram and Durga Puja happened at the same time, just like in 1982. For the last four to five years, the people of Bengal have been celebrating Durga Puja and Muharram at the same time. This year, the celebrations were totally incident-free, for which I congratulate the people of Bengal.

We all follow some religion or the other, but we all celebrate festivals together. A celebration is transformed into a festival only when everyone comes together.

A lot of conspiracies were hatched, but to the credit of you all, no untoward incident happened during the happy festival. I convey my ‘pranam’ and my ‘salam’ to everyone. Remember, it is because of you all standing together that Bengal is as united as it is today.

We have been holding the Durga Puja Carnival for the last two years. Nobody can do it the way Bengal does it. From next year, the day before or after the carnival in Kolkata, similar carnivals would be held in all the districts. As a result, all Biswa Bangla Sharad Samman award winners, be they from Kolkata or from anywhere in Bengal, would be able to participate in a grand carnival en route to their immersions.

I say it with conviction that the way Durga Puja and Muharram are held together, Ganapati Puja and Muharram can never be. What Bengal can do none can. In Bihar and Uttar Pradesh, immersions were on put hold on the day of Muharram, but nobody said anything. Here, even a case was filed. We abided by the court’s decision. But the biggest judgement was delivered by the people.

It is because of the people’s patience and deep creativity that you have been able to do what you did. We are very happy that the festival of football has started in Kolkata.

It is to Bengal’s credit that FIFA officials are coming here to conduct meetings, where they have said Salt Lake Stadium has the potential to become the world’s best stadium. This is our pride.

The kind of promotion that I have seen in Kolkata, ZI am seeing in Jhargram too. I am feeling very happy, and happiness is meant to be shared with all. This is the season of festivals.

In Jangalmahal, 30,000 boys and girls are getting the opportunity now to play football. One the occasion of the Un-17 World Cup, we are giving away 1.5 lakh footballs. The footballs are branded ‘Joyee’, each of which costs Rs 2,500. These have been made by village girls, and the State Refugee Relief and Rehabilitation Department is in charge of the manufacturing. We are giving five footballs each to every school, college and club committee.

The philosophy by which we can all live together happily should be the basis of our religion. The best religion is the one which talks of including all humanity within its ambit. The interpretation of religion is loving and uniting all of humanity. The true religion is about dousing fires, and not setting fire to.

 

 

উৎসবের সময় বাংলার মানুষ কোন চক্রান্তে পা দেয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন। সেখানে তিনি জনসাধারণকে বিজয়ার শুভেচ্ছা জানান।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পুজোর দিনগুলো সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা পালন করেছেন। মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একই সাথে মহরম ও পুজো পড়েছিল। গত ৪/৫ বছর ধরে পুজো-মহরম একসাথে বাংলার মানুষ করে এসেছে সারা দেশের সাথে। কিন্তু, মনে রাখবেন, এবার কোনও ঘটনা ঘটেনি, টোটাল ইন্সিডেন্ট ফ্রি। এই পুজো-মহরম বাংলার মানুষ একসাথে পালন করেছে, এর কৃতিত্ব সকল মানুষের।

ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সব মানুষ মিলিত হতে পারলে, তবেই তো উৎসব উৎসারে উৎসারিত হয়।

অনেক চক্রান্ত হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছিল, আমি কৃতজ্ঞ বাংলার মানুষ এই খেলায় পা দেয়নি, বাংলার মানুষ এই চক্রান্তে পা দেয়নি। আমি প্রতিটা মানুষকে আমার সালাম জানাই, প্রণাম জানাই। মনে রাখবেন, আপনারা আছেন বলেই বাংলার এই শক্তি।

দুর্গাপুজোর কার্নিভাল গত দুবছর ধরে আমরা করছি। এবার থেকে আমরা যেদিন বিশ্ববাংলা কার্নিভাল করব, তার পরের দিন, অথবা তার আগের দিন, জেলাগুলোও একটা করে কার্নিভাল করবে। অর্থাৎ জেলায় যে ঠাকুরগুলো বিশ্ব বাংলা পুরস্কার পাবে তারা একসাথে লাইন দিয়ে বিসর্জন দিতে যাবে।

আমি চ্যালেঞ্জ করে বলি, গণপতি বিসর্জন ও মহরম কেউ একসঙ্গে করে দেখাতে পারবে না। বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না। বিহারে মহরমের দিন বিসর্জন বন্ধ ছিল, উত্তরপ্রদেশেও ছিল, সেখানে তো কেউ কিছু বলেনি। এখানে কোর্টে কেস পর্যন্ত করা হয়েছে। কোর্টের অর্ডারও আমরা মেনেছি। কিন্তু মানুষ যেটা মানে সেটাই সবচেয়ে বড় বিচার।

মানুষ ধৈর্য, সহনশীলতা, সৃজনশীলতা দেখিয়েছে; তাই আজ আপনারা এটা করতে পেরেছেন যা আর কেউ করতে পারবে না।

সকলকে ভালো রাখার ও ভালোবাসার নামই ধর্ম। যে ধর্ম মানবিকতার কথা বলে সেটাই সবচেয়ে বড় ধর্ম। একতাই সম্প্রীতি, ধর্ম আমাদের এটাই শেখায়। ধর্মের অপর নাম মানুষকে ভালোবাসা, মানুষকে এক করে রাখা, ধর্ম মানে আগুন লাগানো নয়, আগুন নিভিয়ে দেওয়া।

কলকাতায় ফুটবল উৎসব শুরু হয়েছে, আমরা খুব খুশি। আজ ফিফার লোকেরা বাংলায় এসে বৈঠক করছে, এটা বাংলার কৃতিত্ব। তারা বলেছে কলকাতার সল্টলেক স্টেডিয়াম বিশ্বের এক নম্বর স্টেডিয়ামে পরিণত হতে পারে। এটা আমাদের গর্ব।

কলকাতায় যে প্রচার দেখেছি ঝাড়গ্রামে এসেও আমি একই প্রচার দেখছি। আমার খুব ভালো লাগছে; আনন্দ ভাগ করে নিতে হয়।

জঙ্গলমহলের ৩০ হাজার ছেলেমেয়ে এখন ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এবার বিশ্ব ফুটবল উৎসব উপলক্ষে আমরা প্রায় দেড় লক্ষ ফুটবল দেওয়ার ব্যবস্থা করেছি। ফুটবলটির নাম ‘জয়ী’, যার মূল্য আড়াই হাজার টাকা। এগুলি তৈরি করছে গ্রামের মেয়েরা, দায়িত্বে আছে পুনর্বাসন দপ্তর। প্রতিটি স্কুল, কলেজ, ক্লাব কমিটিকে আমরা ৫ টি করে বল দিয়েছি।

 

 

#BiswaBanglayBiswaCup – Extensive online promotion for FIFA U-17 World Cup in Bengal

The Bengal Government is making every effort to promote the state on the back of the FIFA Under-17 World Cup. With the world’s attention on the city, this is the best time to promote Kolkata and Bengal. The government is using both online and offline methods to promote the state.
For example, the hashtag #BiswaBanglayBiswaCup is being extensively used on Twitter, Facebook and other online platforms to promote the government’s activities. All advertising, both online and offline, regarding the World Cup has the tagline ‘Biswa Banglay Biswa Cup’, along with the logo of FIFA.

Teasers have been put up across the city, with the tagline ‘Ebar Khela, Jombe Bangla’, coined by Chief Minister Mamata Banerjee herself, the big football fan that she is. The State Government has been spreading the brand, Biswa Bangla, again a conception of Mamata Banerjee, across Facebook, Twitter, YouTube, Instagram and across the State Government’s websites.

A separate website has been created on the World Cup and related facilities like health, police, etc. A YouTube channel has been set up where a music video specially created for the World Cup by the State Government has been uploaded, whose lyrics and music are both by the Chief Minister. The video has been a massive hit, as proved by the number of clicks.

Needless to say, behind the planning and execution, the hand of the Chief Minister was everywhere. Mamata Banerjee took an active part in the whole planning for the mega tournament and was intent on making Kolkata the best host city in every way.

ফুটবল ঘিরে বাংলার চোখ ডিজিটালে

 

বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড তো ছিলই। সেই সঙ্গে যুব বিশ্বকাপের আগমনে এখন সরগরম কলকাতা। রাজ্য সরকারের নতুন স্লোগানও তাই দুইয়ের বন্ধনে নজরকাড়া— #বিশ্ববাংলায়বিশ্বকাপ!

সামনে ‘হ্যাশট্যাগ’-এর অর্থ সহজবোধ্য। এই আধুনিক দুনিয়ায় বিপণনের কোনও দরজাই বন্ধ রাখতে চায় না রাজ্য সরকার। সেখানে প্রধান পথই ‘ডিজিটাল’। লক্ষ্য একটাই— যুব বিশ্বকাপে রাজ্যকে তার শতাব্দী প্রাচীন যাবতীয় ঐশ্বর্য-সহ দুনিয়ার সামনে এক ‘ক্লিকে’ হাজির করা।

তাই হ্যাশট্যাগ-স্লোগান যেমন আছে, তেমনই আছে শহরজুড়ে বিশ্বকাপের ‘টিজার’। পুজো পর্যন্ত যা ছিল, ‘গৌরবের শহরে গর্বিত আমরা’। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তেই তা পাল্টে হয়েছে— ‘এবার খেলা, জমবে বাংলা’। মুখ্যমন্ত্রীর লেখা এই টিজার নিয়ে জোর প্রচার শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে।

ফুটবল-উৎসবে যোগ দিতে বাংলায় আসার আগেই বিশ্ববাসী যাতে জমাটি আবহের আঁচ পেতে পারে, তার জন্য ওয়েবসাইট, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম— সর্বত্রই ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড ছড়িয়ে দিয়েছে রাজ্য।

ওয়েবসাইটে মিলছে বাংলার ফুটবল, ঐতিহ্য, পর্যটন, খাবারের হদিস। সেই সঙ্গে পুলিশ, চিকিৎসা-সহ জরুরি পরিষেবা সংক্রান্ত তথ্যও। চাইলে এই ওয়েবসাইট থেকেই খেলার টিকিট কাটতে পারেন দর্শকেরা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোর প্রচারের পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের আকর্ষণ করতে চলছে নানা প্রতিযোগিতাও।

Source: Anandabazar Patrika

Bengal CM to inaugurate three more blood banks, four more platelet separation units

Three more blood banks are going to be set up by the Bengal Government – two in south Bengal and one in the north. Chief Minister Mamata Banerjee would inaugurate all three on October 11.

The blood banks are being set up in Panskura in Purba Medinipur district, Gopiballavpur in Paschim Medinipur district and Chanchal in Malda district. All the three are located inside multi super-speciality hospitals. These hospitals are a brainchild of Mamata Banerjee for creating a high-quality health infrastructure in her beloved Bengal.

With the completion of these three, the number of State Government-run blood banks has risen from 70, and combined with private blood banks, to 131.

To complement the demand for blood components, the government has set up four more platelet separation units – at Nadia and Asansol District Hospitals, Cooch Behar MGN Hospital and Murshidabad Medical College Hospital. This would take the number of component separation units in State Government hospitals to 17.

Nowadays, doctors often prescribe separate blood components like platelets, plasma, etc. for patients as not always are all components of blood required. This also saves precious units of blood, which can be used only when required.

There are two main ways to increase the number of units of blood components available – to organise regular blood donation camps (which the Bengal Government conducts regularly, and also, under active encouragement by the government, do various clubs, doctors’ and other associations, etc.) and to separate components from 80 per cent of the blood collected.

According to State Health Department officials, plans are on to put up display boards at all government blood banks with information on the number of units of blood and blood components at the current time.

 

রাজ্যে চালু হচ্ছে তিনটি নতুন সরকারি ব্লাড ব্যাঙ্ক, সঙ্গে আরও চারটি প্লেটলেট পৃথকীকরণ ইউনিট

রাজ্যে চালু হচ্ছে আরও ৩ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক। এগুলি হচ্ছে পাঁশকুড়া, চাঁচোল এবং গোপীবল্লভপুরে। এই ৩ টি জায়গাতেই সুপার স্পেশালিটি হাসপাতালে এই ব্লাড ব্যাঙ্ক চালু হবে।

আগামী ১১ অক্টোবর এই ৩ টি ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলি চালু হলে রাজ্যে ব্লাড ব্যাঙ্কের সংখ্যা ৬৭ থেকে বেড়ে হবে ৭০। সরকারি-বেসরকারি মিলিয়ে এই সংখ্যাটি বেড়ে হবে ১৩১টি।

শুধু ব্লাড ব্যাঙ্কই নয়, রাজ্যে প্লেটলেট এবং বিভিন্ন ধরনের রক্তের উপাদানের চাহিদা মেটাতে আরও ৪ টি রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা বা কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হচ্ছে। এগুলি হবে নদীয়া ও আসানসোল জেলা হাসপাতাল, কোচবিহার এমজিএন হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এগুলি চালু হলে রাজ্যে সবশুদ্ধ ১৭ টি জায়গায় রক্তের উপাদান পৃথকীকরণের ব্যবস্থা থাকবে।

সাধারণ মানুষ যাতে প্রতি মুহূর্তে রক্ত, প্লেটলেট এবং অন্যান্য উপাদানগুলির স্টক সম্পর্কে জানতে পারেন, সেজন্য প্রতিটি সরকারি ব্লাড ব্যাঙ্কের সামনে ডিসপ্লে বোর্ড চালু করতে হবে।

Source: Bartaman