Mamata Banerjee hits out at BJP for brandishing swords at Ram Navami rally

Bengal Chief Minister on Thursday Mamata Banerjee hit out at the BJP for brandishing swords during Ram Navami procession.

At a public rally in Purulia, the CM said: “It is not the culture of the Hindus to carry swords in religious processions and some BJP leaders and workers were found carrying swords and other weapons in the Ram Navami procession on Wednesday. The law will take its course as carrying weapons in Hindu religious processions is illegal. What will happen if people belonging to other religions want to carry weapons in processions,”

She added, “As BJP is in power at the Centre, its followers in the state feel that they can do whatever they like. But this will not be tolerated and law will take its own course as no one is above law,” Mamata Banerjee said the way BJP had carried out Ram Navami procession it appeared as if they had some sort of monopoly over Lord Rama. “For generations, Rama Navami has been observed in Ramrajatala in Howrah and I observed Basanta Puja before I left my home in Kolkata,” the Chief Minister said.

Didi said, “The weapons look good in the hands of Goddess Durga as she used them to kill evil. But, they do not look good and proper in the hands of those who are using religion to divide people.” She added: “Lord Rama had used flowers to worship and his so called followers are using weapons to scare people.”

The CM said people in Bengal believed in the philosophy of love and cooperation. “If I meet with an accident and two men run to the blood bank to donate blood for me then will the doctor ask them which religion they belong to,” she asked. She said the people would foil any effort to divide Bengal on the basis of religion. She asked people not to get provoked by those who “use religion for political benefit.”

 

অস্ত্রের হুঙ্কার বাংলার সংস্কৃতি নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। বুধবার বাংলার বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে যে সব মিছিল করা হয়েছে সে সম্পর্কে মমতা বলেন, ‘‌এবার থেকে রাজনৈতিক নেতারা অস্ত্র নিয়ে মিছিল করলে, আইন আইনের মতো ব্যবস্থা নেবে। তরোয়াল দেখিয়ে মিছিল করা চলবে না। রাম রাবণ বধ করেছিলেন তরোয়াল দিয়ে নয়। রাম পুজো করেছিলেন ফুল দিয়ে।’‌

মমতা বলেন, ‘‌এরা ধমকাতে এবং চমকাতে মিছিল করেছেন। আমাদের ভদ্রতার সুযোগ নিয়েছেন। কাল যদি অন্য ধর্মের মানুষ তরোয়াল নিয়ে মিছিল করেন তখন কী হবে?‌ দুজনের মধ্যে তো তখন মারামারি লেগে যাবে। ঘরে ঘরে আগুন লাগবে। শিখদের সঙ্গে কৃপাণ, সেটা আমরা বহুকাল ধরে দেখে এসেছি। তঁাদের কখনও এভাবে রাস্তায় দেখিনি। ওটা তো ওঁদের ধর্মের একটা প্রতীক। মা দুর্গার হাতে যে অস্ত্র শোভা পায়, আজ যে নেতারা রাস্তায় সন্ত্রাস করতে নেমেছেন, তাঁদের হাতে অস্ত্র শোভা পায় না।’‌

মমতা আক্রমণ করেন সিপিএম, বিজেপি ও কংগ্রেস–‌কে। তিনি বলেন, ‘‌এরা কিন্তু একে অপরের কোলে বসে দুলছে। সিপিএম, বিজেপি বাংলা থেকে শেষ হয়ে যাবে। ভবিষ্যতে বিজেপিও ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। গেরুয়া ফেট্টি পরে দলের সংগঠন বাড়ানো যায় না। বাংলার সংস্কৃতিকে আগে চিনতে হবে। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না।’‌ মমতা বলেন, আমার বাড়িতেও রামনবমীর দিন পুজো হয়েছে। কোথাও আমি আমার বাড়ির পুজোর কথা তো বলিনি। লোকের বাড়িতে বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছে। রামনবমীর দিন বিজেপি কোনও পুজো করল না। গেরুয়া ফেট্টি লাগিয়ে স্লোগান দিল, চিৎকার করল। মিছিল করে বলল, আমরা কারা— দাঙ্গা করি। আমরা কারা—ভেদাভেদ করি।’‌

মমতা রামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘‌এরা যখন বাংলার সংস্কৃতি শিখিয়েছেন, তখন বিজেপি কোথায় ছিল?‌ তখন তো ওদের দলটাই ছিল না। আমরা কেউ কখনই বলি না যে, আমরাই একমাত্র পুজো করি। এটা আমাদের ধর্ম নয়। আমি হিন্দু ধর্ম নিয়ে গর্ববোধ করি। শুধু তাই নয়, শিখ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্ম নিয়ে আমি গর্ববোধ করি। আমি যেমন দুর্গাপুজোর উদ্বোধনে যাই, ঠিক তেমনি বড়দিনে গির্জায় যাই, ইদে যাই। এটাই তো বাংলার সংস্কৃতি। রামকৃষ্ণ, বিবেকানন্দ শিখিয়েছেন সকলকে ভালবাসতে হয়। সব ধর্মকে সম্মান করতে।’‌

মমতা এদিন বলেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। রাম যেমন অশুভ শক্তি রাবণকে পরাজিত করেছিলেন, আসুন আমরা সকলে মিলে এই রাবণদের (‌গেরুয়াধারীদের)‌ ধ্বংস করার কাজে নামি। আপনারা ঐক্যবদ্ধ হন। ভয় পাবেন না। আদিবাসী ভাই ও বোনেরা কোনও গুজবে কান দেবেন না। আমার ওপর ভরসা রাখুন।

Ahamed Hassan makes a Special Mention on the World Bank’s appreciation of the panchayat system of Bengal

FULL TRANSCRIPT

Gram panchayats are the cornerstones of the Panchayati Raj system. From the time of our country’s independence, Gandhi ji and Nehru ji had envisioned gram swaraj along with purna swaraj. The hallmark of an efficient and transparent gram panchayat is when it attains decentralised and participatory local self-governance. The gram panchayat system of Bengal has been able to deliver the highest standard of services in terms of e-governance, general working and financial management, even in areas outside the purview of the regular work. This has been acknowledged by the World Bank which said, in a letter from its South Asia vice-president that in terms of transparency, the State panchayat system can be easily compared to the best governed institutions in the world, and that this has been maintained for the last six years. to bring transparency to the working of gram panchayats, the Panchayat Department of the State brought an app. The details of all panchayat work carried out by the gram panchayats including the costs incurred as well as photographic evidence are logged in the app which are then verified by the department. In the interest of transparency too, it has been made mandatory by the Bengal Government that all tenders published by the zilla parishads have to be published online in the form of e-tenders. Under the leadership of the Chief Minister of West Bengal, Hon. Mamata Banerjee, the gram panchayats of the State are most transparent and efficient, bringing prosperity to all corners of rural Bengal. I therefore urge the Government to follow the Bengal model to bring transparency and efficiency in the working of all gram panchayats.

Kalyan Banerjee speaks on The Taxation Laws (Amendment) Bill, 2017

FULL TRANSCRIPT

Sir, I do not know from whose mind it has come and it has been changed, but I give you thanks for Clause 2, that is, the extended meaning, after the words “the area of a Customs station”, the words “or a warehouse” shall be inserted. And in your objects and reasons, you said that, in Clause 3 … it is proposed to amend this again to include ‘warehouse’ in the definition of ‘customs area’ to ensure that an importer will not be required to pay the proposed integrated goods and service tax at the time of removal of goods from customs station to warehouse.

This grey area existed for a long period of time and so many interpretations have been made but today you have really clarified and have made a very definite definition and that’s the reason I feel that this part is really very good.

I would like to come to the next point, which is Clause 3, 108A. A person who is responsible for maintaining records of registration or statements of account holding, any other information – it is a liability that they have to maintain this. My second point is about the part where the proper officer considers that the information furnished under sub-section 1 is defective. I would like to know, who is the proper officer? This proper officer has not been defined. You cannot appoint a ‘proper officer’ according to your wish and terms, by any notification.

So far, you have given a chance of giving a reply to them, in case of any defect. But so far 108B is concerned, where you have imposed that if you fail to give the information to the proper officer, every day they have to pay a fine of only Rs 100, which, according to me, a lesser punishment. The punishment should be increased. Why would an authority specified under 108A (1) be failing to discharge statutory duties? If someone fails to discharge statutory duties, that person should be penalised more. All high-ranking officers have been defined under 108 (a) and they are been paid by the State Exchequer, so should they be committing any delay? If they delay, why should there be only a Rs 100 penalty? Why should you not start disciplinary proceedings against them? Why should they not be liable? The officer should give the information immediately. If the penalty is not increased, nobody would be aware of the implications of these statutory things. The officers are bound to do it.

Now, I point out to you the Central Excise Act, as far as Clause 8 is concerned, where the Section A has been amended and Section Survey inserted; wherein, in respect of any goods, if the Central Government is satisfied that the duty to be levied under Section 3 may be increased and that circumstances exist to render immediate action. I say this is an excessive delegation. There cannot be arbitrary exercise of power. In law it is said that absolute power corrupts absolutely. Now, why should you give such an unlimited power, unlimited discretionary power? What are the objective determinations behind the purpose of that? This part gives excessive power, excessive delegatory power, and hence is capable to be abused. Now, so far this part is concerned – Part 3 (b) (i) – this, according to us, gives excessive delegatory power. This should not be there. We are all for constructive criticism; but we are not as such opposing the Bill.

Sir, we understand, this is the Bill and it is the consequential one; these four Bills which have been given in the list, and these Bills are needed. Despite our objections and our Amendments, we have to accept whatever is there, excepting a few things which I have pointed out, and I hope the Hon. Minister of State, who is here, will take care of the points which I have said. You have to understand what the stark reality is at the ground-level. The stark reality is the power with the Central Excise officers, the customs officers, police, etc. If you give them absolute power, with no restrictions, then that power will be abused. Therefore, I request you to keep some safeguards there. One who has committed a fault should be penalised. In my speech I have said so. However, no officer should arbitrarily exercise power. Kindly keep this safeguard in mind.

With this I end my speech.

 

 

We are 100% for GST. We are 100% for supremacy of Parliament: Trinamool

FULL TRANSCRIPT

I am moving the amendment. Sir, this has been a long journey for 17 years. We have been part of this process and since 2000 we have consistently supported GST.

My amendment says, whatever the GST Council proposes, the Parliament must not be bypassed. We know the GST Council has a strong federal structure but the Parliament must not be bypassed. Sir, we are all for GST, but this is an important point.

Sir, when the GST Council wanted the rate to be half-quoted into the Bill, the Hon. Finance Minister said: “this provision will suffer from the vice of excessive delegation”.

We are 100% for GST. We are 100% for supremacy of Parliament.

Sir, we are moving this amendment and we want a division.

 

Sukhendu Sekhar Roy speaks on GST Bill

FULL TRANSCRIPT

Sir, thank you so much. My party, All India Trinamool Congress is consistently maintaining the stand that we are in favour of GST. From 1999, we have always said in our election manifesto that we are in favour of GST. There is no deviation from that stand even today.

After looking into these Bills we have certain reservations, because there are certain in-built contradictions in the Bills as rightly pointed out by many members very eloquently, I do not want to repeat those.

Sir, in Mahabharat, when Krishna was giving sermons to Arjun, he said the body is mortal but the soul is not. It changes the body like we change clothings. Similarly, we are not abolishing the taxes. They are just being brought under the umbrella of GST.

Sir, I am concerned with the manner in which GST Council has been framed. Are we creating a monster? In Clause 65 of the Bill, which is about audits, says,

“Commissioner or any officer authorised by him, may undertake, audit of any registered person.”

According to this, the Commissioner will have the power of audit, even special audit as per Clause 66. What about the CAG, which is a constitutional body. I am confused. Sir, the Constitution has clearly stated the role of CAG and in 1971 in consonance with the Government’s provision of Article 149 of the Constitution amendment was passed which was called Auditor General’s Duty, Powers, Conditions of Service Act 1971, and I quote:

“Audit of reports of Union or of States. It shall be the duty of the Comptroller and Auditor General to audit all the receipts which are payable into the consolidated fund of India and of each State and of each Union Territory having a Legislative Assembly and to satisfy himself that the rules and procedures in that behalf as designed to secure an effective check on the assessment, collection and proper allocation of the revenue.”

Therefore, the entire duty has been assigned to the Controller and Auditor General under Chapter 5 of the Constitution. The entire chapter has been devoted to Controller and Auditor General and here, in this Bill, the audit and special audit has been given to a tax officer to be appointed by the government.

So, I have little bit of confusion. I know that Mr Jaitley is a successful and eminent lawyer of this country; he has replied to every issue. When he speaks, he speaks like  Antony of Julius Caesar. And those who are sitting in the Opposition, at least some of them are Brutus, Cassius and Casca. So, I want a clarification from the Hon. Finance Minister on this particular issue .

Thank You, Sir.

 

Kalyan Banerjee asks a Supplementary Question on tidal wave energy

FULL TRANSCRIPT

There is tremendous scope for the energy from the ocean as we have a long coastline of more than about 7,500 km and 336 islands in the Bay of Bengal and in Arabian Sea. Scientists of the Council of Scientific and Industrial Research (CSIR) have done a few successful pilot projects on marine, tidal and wave mechanical energy projects.

Presently the Central Government wants to set up tidal power plants with economic potential in the Gulf of Cambay, the Gulf of Kutch and the Durgaduani region in the Sunderbans in the Ganges Delta.

My question, through you, Madam, is whether the Government has a proper institutional policy framework and adequate infrastructure with proposals  for funding to achieve the success in the tidal water power sector.

Nadimul Haque speaks on interest cut in small savings schemes

FULL TRANSCRIPT

Thank you Hon. Deputy Chairman Sir.

Sir, the population of senior citizens in our country is 10.38 crore, which is about 8.6 per cent of the total population. Recently, the interest rates on major savings schemes like Public Provident Fund (PPF), Kisan Vikas Patra and Senior Citizens Saving Scheme were cut by 10 basis points. The interest on PPF is now at 7.9 per cent, which is the lowest since 1980.

When bank fixed deposits offer much less returns, these types of savings schemes are the only feasible options for senior citizens and retired persons. The Government has said that this is necessary because Government bond yields fall due to market fluctuations.

Sir, small savings have two important incentives – one, it has tax benefits, and two, it is safe when compared to the market.

This type of market-influenced small savings is hurting investors, especially old people, farmers and women. 1.61 lakh senior citizens’ savings schemes are in operation. About 85 lakh Sukanya Samriddhi Yojana accounts have been opened, with more than 5 lakh in Bengal itself.

This step is causing hardship to them as their savings are being hugely hit. There are apprehensions that these rates will fall more sharply in the future as they are linked to the market.

The Government has also changed the process by revising rates every quarter instead of annual revisions. People are being forced to invest directly in the market, which is risky. The Government is in favour of corporates rather than its people.

Savings are the backbone of the Indian economy, and hence the Government’s policy should be towards encouraging and incentivising the same. I hope the Government will take into consideration the distress caused by this move to the people and take a decision on the revision of rates so that lakhs of people do not lose on their return on savings.

The Government should take the example of West Bengal and set up a toll-free senior citizens’ helpline to raise awareness and help them in such matters. The National Policy for Senior Citizens must be revised at the earliest.

Like the White Revolution and the Pink Revolution, we should introduce a Grey Revolution to protect the senior citizens of our country, who have dedicated their lives to its welfare.

Sir, as many people requested, I want to end with a couplet:

Peeche bandhe hain haat
Magar sakht hain safar
Kis se kahein ki paon se
Kaante nikaal de.

People will reject ideology-less CPM, directionless Congress and issue-less BJP: Abhishek at Barasat

Trinamool Youth Congress President and Lok Sabha MP Abhishek Banerjee today addressed a mega rally at Barasat Kacchari Maidan. This was his second public rally after recovering from the frightful car accident in October, 2016.

The first rally, which Abhishek termed as the beginning of a ‘second innings’, was held at Diamond Harbour SDO ground on April 2, 2017.

Abhishek slammed the Opposition calling the CPI(M) ideology-less, Congress as directionless and BJP as issue-less power greedy party. He said that more the attempts are made to malign Mamata Banerjee, the stronger Trinamool will become.

“We will not allow any communal violence in Bengal. We will not allow the peace and harmony of the State to be destroyed,” he said. He asked party workers to prepare posters warning people to beware of ‘chhoddobeshi’ CPI(M) and ‘poddobeshi’ BJP. He slammed the BJP saying Modi promised development but his party is full of rioters and child traffickers. He also said what someone wears or eats is their personal choice and no one should interfered.

On demonetisation he said that Trinamool wants black money to be recovered but not at the cost of the poor people. He slammed the BJP for not allowing obituary references in Parliament to those who died due to demonetisation. “People do not have the right to access their own money. What times are we living in? Our leader held protests across the country on this issue”.

Calling the BJP “Bangla Jalao Party” and “Bachcha Jharo Party”, Abhishek Banerjee said, Trinamool has fulfilled the promises made in the Manifesto and is working towards turning Bengal around. He asked the party workers to start preparing for Panchayat elections.

নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপিকে বাতিল করবে মানুষঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ বারাসাতের কাছারি ময়দানে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর অক্টোবর মাসের দুর্ঘটনার পর এটা হবে তাঁর দ্বিতীয় জনসভা।

গত রবিবার ডায়মন্ড হারবারের এসডিও মাঠে অভিষেক নিজের রাজনৈতিক জীবনের “দ্বিতীয় অধ্যায়” শুরু করেন। সেই সভায় বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন অভিষেক।

“বাংলা কারো কাছে মাথা নত করে নি। যা করার করুক, আমরা দিল্লীর সামনে হারব না। ইস্যুহীন কংগ্রেস, চরিত্রহীন সিপিএম ও দিশাহীন ক্ষমতা লোভী বিজেপি একসঙ্গে হয়েছে,” বলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • আপনাদের আশীর্বাদ দোয়া, প্রার্থনার জন্য আজ আমি আপনাদের সামনে এসেছি। উন্নয়নের রথ অব্যাহত রয়েছে সেটা আপনাদের জনসমুদ্রতেই প্রমাণিত
  • তৃণমূল সাধারণ মানুষের অহংকার, অলংকার, জেদ ও আবেগ। তৃণমূলের বিরুদ্ধে যত কুৎসা হয় দল ততই শক্তিশালী হয়
  • আগামী পঞ্চায়েত নির্বাচনে পর উত্তর ২৪ পরগনার কোন গ্রামে সিপিএম-বিজেপি-কংগ্রেস কে খুঁজে পাওয়া যাবে না। এই রাজ্যে নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপি এক হয়ে তৃণমূল নেত্রীকে কলঙ্কিত করে চলেছে। মানুষ এটা মেনে নেয়নি আর নেবেও না
  • সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। এই বাংলাকে ভাগ হতে দেব না। কোন রকম সাম্প্রদায়িকতা বরদাস্ত করব না
  • নেতাজি বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব’।  বিজেপি বলে আমাকে কুর্সি দাও, আমরা বাংলায় রক্তের বন্যা বইয়ে দেব।
  • আগে ছদ্মবেশী সিপিএম মুখে লাল কাপড় বেঁধে মানুষকে অত্যাচার করত, এখন মুখে গেরুয়া কাপর বেঁধে পদ্মবেশী বিজেপি এই বাংলাকে হিন্দু-মুস্লিমে ভেঙে দিতে চাইছে।
  • যতই সিপিএম জঘন্য ভাষায় আমাদের আক্রমণ করুক, আমি আমাদের দলের কর্মীদের বলব ‘সংযত থাকো উত্তরটা ব্যালট বাক্সে ওরা পেয়ে যাবে’।
  • পোস্টার বানান, ‘ছদ্মবেশী ও পদ্মবেশী হইতে সাবধান’। বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্র। কেন্দ্র কোন টাকা পাঠাচ্ছে না।
  • মোদী প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়ন করবে। কিন্তু তিনি বাংলায় দুটি জিনিস দিয়েছেন। দাঙ্গাবাজ ও বাচ্চা চোর। শিশু পাচারে যারা জড়িত তার পূর্ণ তদন্ত হওয়া উচিত।
  • আমাদের সরকার কন্যাশ্রী, সবুজ সাথী, নতুন রাস্তা, খাদ্য সাথী, স্কলারশিপ, গীতাঞ্জলী, হাসপাতাল সব করেছে। আমাদের লক্ষ্য বাংলার মানুষের পাশে থাকা এবং বাংলার মানুষের হয়ে লড়াই করা।
  • আমাদের কর্মীরা আমাদের সম্পদ, পুরনো যেসব কর্মীরা লড়াই করে রক্ত দিয়ে সংগ্রাম করেছে, তাদেরকে সম্মান দিতে হবে। তৃণমূল যারা করবে তাদের দিদির সংগ্রামকে পাথেয় করে চলতে হবে।
  • কে কি পরবে, কে কি খাবে সেটা তাদের পার্সোনাল চয়েস, আমার টাকা আমার কাছে থাকতে পারছে না। এরকম খারাপ দিন আগে কখনও আসেনি। ২০১৯-এ বিজেপি এসবের ফল পেয়ে যাবে।
  • বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি আর বাচ্ছা ঝাড়ো পার্টি। আমরা চাই কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরীবের চোখের জল ফেলে নয়। আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা একাধিক আন্দোলন করেছি সারা দেশে। ডেরেক ও ব্রায়েন রাজ্যসভাতে এক মিনিট নীরবতা চেয়েছিলেন যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে, কিন্তু, বিজেপি সে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে।
  • আমাদের ইস্তেহারে যা বলা ছিল, আমরা তা করেছি। যেমন সিঙ্গুরের জমি আমরা ফেরত দিয়েছি। কিন্তু, বিজেপি তাদের কথা অনুযায়ী কালো টাকা ফেরত আনতে পারেনি।
  • আমাদের লড়াই বাংলার সোনালী দিন ফিরিয়ে আনার লড়াই। বিরোধীরা সব কিছুতেই কোর্টে চলে যায়, ওরা কোর্টে থাকুক আর আমরা ভোটে থাকবো। তৃণমূল বাংলার মানুষের মনের মধ্যে রয়েছে।
  • আপনারা এমন ভাবে লড়াই করুন যাতে আগামী পঞ্চায়েতে সিপিএম কংগ্রেস বা বিজেপি কোথাও মাথা তুলে না দাঁড়াতে পারে। সততার কোনও বিকল্প হয় না। উন্নয়নের বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিন। সবাইকে শুভ নববর্ষ।

 

 

We are developing Purulia as a tourism hub: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today declared Manbazar and Jhalda as the new sub-divisions of Purulia district. She also inaugurated a slew of developmental projects at Belkuri Hat Maidan in Purulia.

The CM laid the foundation stone for a medical college and hospital at Purulia. To boost the health infrastructure in Jangalmahal, she also inaugurated a 20-bedded SNCU at Raghunathpur Sub-Divisional Hospital in Purulia.

Mamata Banerjee also distributed the benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sikshashree, Sabuj Shree, Sabuj Sathi among others.

Highlights of the CM’s speech:

  • We have distributed benefits to 22,000 people in Purulia today. 91% people in the district have received some benefit
  • We distribute saplings to the families of newborns under Sabuj Shree scheme
  • We give various scholarships to students – from Kanyashree to Sikshashree
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. We will distribute 30 lakh cycles more this year
  • We have laid the foundation stone for a medical college in Purulia today
  • We have inaugurated a new SNCU at Raghunathpur today
  • We have inaugurated 28 check dams in Purulia district today along with 2 power sub-stations
  • We have inaugurated 3 bridges and 2 eco-tourism projects in Purulia
  • We have allotted 8 SNCUs and 2 multi super speciality hospitals to Purulia district
  • Purulia has achieved 100% electrification
  • We have given recognition to Al Chiki language
  • We are providing education loans up to Rs 10 lakh to SC/ST students to pursue higher education
  • We have started an Integrated Jangalmahal Development Project although Centre has stopped funds for Jangalmahal
  • 33,000 local youths have received employment in police forces in Purulia
  • We have taken up a Rs 1200 crore water supply project in Purulia
  • We are sanctioning more funds for development of stadia in the district. We want to promote sports
  • We will set up West Bengal Mahato-Kurmi Development Board with HQ in Purulia
  • We will develop Purulia as granite hub without causing harm to environment, keeping the interests of tribals intact
  • Why should youths of Purulia seek employment outside the district? We will create employment here itself
  • We will help self-help groups in poultry farming and egg production
  • 82,000 folk artistes receive monthly stipends. We will register one lakh artistes more by Durga Pujo
  • We are providing rice at Rs 2 /kg to people. Health care is free in Bengal
  • During Left rule, govt hospitals were in shambles. Now people praise the service in govt hospitals
  • Our Govt pays the premium of farmers’ crop insurance. We have registered 16 lakh farmers in this scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury the dead
  • We are renovating crematoria and burial grounds under Baitarini scheme
  • We have started Samarthan scheme for people who lost their jobs due to demonetisation
  • We have given land pattas to 3 lakh people. We are providing houses under Geetanjali scheme
  • We have done away with khajna (tax) on agricultural land
  • The youths and students are our future. They will make Bengal the best in the world

 

ঝালদা ও মানবাজারকে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝালদা ও মানবাজারকে পুরুলিয়া জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলকুড়ি হাটের ময়দানে আজ বেলা তিনটের সময় একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি। এছাড়াও বেশকিছু প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জঙ্গলমহলে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে তিনি আজ ২০ শয্যার একটি এস যেন সি ইউ উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমা হাসপাতালে।

আজকের সভামঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ ২২ হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। এই জেলার ৯১ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে
  • সদ্যোজাত শিশুদের পরিবারকে আমরা সবুজশ্রী প্রকল্পের আওতায় চারাগাছ দিচ্ছি
  • ছাত্রছাত্রীদের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। এই বছর আরও৩০ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • আজ পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস করা হল
  • আজ রঘুনাথপুরে একটি নতুন এস এন সি ইউ- র উদ্বোধন করা হল
  • আজ এই জেলার জন্য ২৮টি চেক ড্যাম সহ ২টি বিদুতের সাব স্টেশনেরও উদ্বোধন করা হল
  • ৩টি ব্রিজ ও ২ টি ইকো-ট্যুরিজম প্রকল্পের উদ্বোধন হল আজ
  • পুরুলিয়া জেলায় ৮টি এস এন সি ইউ এবং ২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হবে
  • পুরুলিয়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছ গেছে
  • অল চিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি
  • তপসিলি,  ট্রাইবাল ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষার জন্য আমরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি
  • আমরা জঙ্গলমহলের উন্নয়নের জন্য ইন্টিগ্রেটেড জঙ্গলমহল ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করেছি
  • কেন্দ্র জঙ্গলমহল উন্নয়নের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • পুরুলিয়ার ৩৩ হাজার স্থানীয় ছেলেমেয়েদের পুলিশে চাকরি দেওয়া হয়েছে
  • পুরুলিয়ার জলসমস্যা মেটানোর জন্য জল সরবরাহ প্রকল্পে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • এই জেলার স্টেডিয়ামের উনয়নের জন্য আমরা আরও টাকা বরাদ্দ করেছি
  • পুরুলিয়ায় মাহাতো-কুর্মি উন্নয়ন পর্ষদ গঠন হবে
  • পরিবেশরক্ষা করে আর আদিবাসী ভাই বোনেদের স্বার্থ রক্ষা করে আমরা পুরুলিয়াকে গ্রানাইট হাব হিসেবে তৈরী করব
  • পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা কেন অন্য জেলায় যাবে চাকরির জন্য? আমরা এখানে কর্মসংস্থান করব
  • পোল্ট্রি চাষ ও ডিম উৎপাদনে আমরা স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করব
  • ৮২ হাজার লোকশিল্পীদের আমরা মাসিক ভাতা দিই, দুর্গা পুজোর আগেই আরও ১ লক্ষ লোকশিল্পীর নাম নথিভুক্ত হবে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে, বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • বাম আমলে সরকারী হাসপাতালগুলির অবস্থা ছিল শোচনীয়। এখন মানুষ সরকারী হাসপাতালের পরিষেবার প্রশংসা করে
  • ১৬ লক্ষ কৃষককে আমরা ফসল বীমা দিচ্ছি। বীমার প্রিমিয়াম সরকার দেয়
  • গরীব মানুষদের সৎকারের জন্য আমরা সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • বৈতরণী প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি। গীতাঞ্জলী প্রকল্পের আওতায় আমরা বাড়ি দিচ্ছি মানুষকে
  • কৃষিজমির খাজনা আমরা মকুব করে দিয়েছি
  • যুব ও ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। ওরাই বাংলাকে বিশ্বসেরা করবে

 

Don’t fan communalism in Bengal: Mamata Banerjee warns BJP

Coming down heavily on the BJP, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday slammed the party for “appropriating festivals” and accused it of insulting the ‘Om’ symbol by using it in political rallies.

“Do not hold Ram Navami programme claiming the festival to be your exclusive thing. Do not try to incite unrest. For thousands of years, various religious organisations have been carrying on Ram Navami rallies,” she said at a public rally in Bankura.

“A party is planting flags and placing ‘Om’ symbols. You can sit at home and chant ‘Om’. How can they (BJP) use religious symbols in political rally? In UP, they (BJP) talk of ‘Sabka Saath, Sabka Vikas’ and in Bengal they play divisive politics.. they want to divide the Hindus-Muslims… the Sikhs-Christians, she added.

“One day if the Banerjees say that they have no relation with Chatterjees… if the tribals will say we will not live with Hindus… so on and so forth…. what will happen? Everything will shatter to pieces. The country will not remain united,” she said, adding Basanti Puja was always celebrated in Bengal.

 

ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মের নাম ভেদাভেদের রাজনীতিকে উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় একটি জনসভায় তিনি বলেন:

• ভারতে ৩৩ কোটি দেব-দেবী রয়েছে। কেউ রামের পুজো করে, আবার কেউ রহিমের।
• আগেও বাংলায় বাসন্তী পূজো ছিল। নবমীর দিন রামনবমী পালন করা হতো। একে নিজেদের (বিজেপি) প্রোগ্রাম বলে চালাবেন না। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই।
• কোনও কাজ নেই, বিজেপি শুধু ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে। পার্টির মিটিং-এ ধর্মের কথা বলছে। এখন বিজেপি উৎসব-ধর্মীয় অনুষ্ঠান নিয়েও রাজনীতি করছে।
• পার্টির পতাকায় ‘ওঁ’ লিখে দিচ্ছে। ধর্মগুরুরা ‘ওঁ’ লেখে। পলিটিক্যাল পার্টির পতাকায় ‘ওঁ’ লিখছে। কী ভাবে ধর্মীয় প্রতীক রাজনৈতিক মিছিলে ব্যবহার করছে? তাহ লে প্রতীক পরিবর্তন করে নিন।
• উত্তরপ্রদেশে বলছে ‘সবকা সাথ সবকা বিকাশ’। বলছে মুসলমানদের ভোট পেয়েছে। আর এখানে এসে হিন্দু-মুসলমান ভাগ করছে।
• সিপিএম-এর মন্ত্রে চলছে বিজেপি। এরা দিনে সিপিএম, রাতে বিজেপি। দিনে বিজেপি, রাতে সিপিএম। আসলে সিপিএম-এর কোলে বিজেপি দোলে।
• আমরা যেমন ঈদ পালন করি, তেমনই ক্রিসমাসও পালন করি। আমার বাড়িতে গত ৪০ বছর ধরে কালী পুজো হয়ে আসছে।