Abhishek Banerjee demands filling of vacancies of judges in High Court

Trinamool Congress MP Abhishek Banerjee has urged the Centre and the Union Ministry of Law and Justice to take initiatives to appoint an adequate number of judges in Calcutta High Court. Banerjee is all set to raise the issue in the next session of Parliament.

Out of the sanctioned strength of 72 judges, there are only 34 functional judges. Therefore, there are 38 vacancies, or approximately 53 per cent. Taking into account retirements and routine transfers, this percentage would rise to 66 in the next six months.

Abhishek Banerjee said, “Such colossal vacancies will lead to a substantial increase in the burden of judicial and administrative work to be discharged by the existing judges, despite higher disposal rates compared to other High Courts”.

He further stated that Calcutta High Court has faced the brazen apathy and indifference of the political executive with respect to the filling up of vacancies.

Firstly, he said that the names of seven members of the Bar have been recommended by the collegium of the Supreme Court to the Central Government for elevating them as judges of Calcutta High Court along with recommendations for the elevation of judges of other High Courts a long time back. Yet no action has been taken on those recommendations.

Secondly, while the functional strength of the other High Courts has increased by the day, vacancies of judges of the Calcutta High Court have remained.

However, he further stated, an appointment of seven or some more judges, if at all, would also not bring any substantial change in the functional strength because of the ensuing retirements. He therefore urged that immediate action be taken to appoint a maximum number of judges to prevent the justice delivery system from collapsing.

The MP also observed that by adopting a step-motherly attitude a particular High Court would be rendered ineffective.

Source: Millennium Post

 

হাইকোর্টে বিচারপতির পদ পূর্ণ করতে হবেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাইকোর্টে অর্ধেকের বেশি বিচারপতির পদ শূন্য। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে করলেন তৃণমূল যুবনেতা ও লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের আসন্ন অধিবেশনে এই বিষয়ে তিনি সরব হবেন বলেও জানিয়েছেন।

কলকাতা হাইকোর্টের বরাদ্দকৃত বিচারপতি পদের সংখ্যা ৭২। অথচ বর্তমানে মাত্র ২৮ জন বিচারপতি রয়েছেন। লিখিত বিবৃতিতে অভিষেক কেন্দ্রের ওই আচরণকে স্বৈরাচারী বলে দাবি করেছেন। তিনি বলেন, হাইকোর্টে বিচারপতির পদ শূন্য পড়ে থাকলে বিচার ব্যবস্থাই বিপন্ন হবে।

অভিষেকের দাবি, রাজ্যের বিচারপ্রার্থীদের হয়রানি সত্ত্বেও কেন্দ্রের সরকার উদাসীন। তিনি বলেন, এই রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের সর্বোচ্চ কর্তার নেপথ্যে মদত রয়েছে। রাজ্যকে বেকায়দায় ফেলাই তাদের একমাত্র উদ্দেশ্য।

তাঁর মতে রাজ্যের শূন্যপদে বিচারপতি নিয়োগে এই উপেক্ষা আসলে কেন্দ্রের রাজনৈতিক চাল। নানা ক্ষেত্রে কেন্দ্রের এনডিএ সরকার রাজ্যের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে চলেছে, হাইকোর্টের বিচারপতি পদ পূরণে অবহেলা তারই অঙ্গ বলে মনে করে তৃণমূল। কেন্দ্রের আইন মন্ত্রীর কাছেও অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

 

Haringhata Meat to sell lip-smacking snacks at Durga Puja pandals

Haringhata Meat, run by the Department of Animal Husbandry of the Bengal Government, will set up stalls at Durga Puja pandals to sell healthy snacks. Popular food items like chicken cutlet, kebabs, nuggets, chicken sausage, chicken popcorn etc will be sold at attractive prices.

Ready-made food items have already become a rage at ‘Haringhata Meat’ outlets in the city. Apart from raw meat, snacks like chicken cutlet or kebabs are popular among people at these outlets. This is the first time that ‘Haringhata Meat’ has decided to set up stalls at Durga Pujo pandals.

Durga Puja pandals receive a footfall of lakhs of people. It is expected that the stalls of ‘Haringhata Meat’ will receive an overwhelming response from the people.

 

কাবাব, কাটলেট, চিকেন পপকর্নের পসরা সাজিয়ে মণ্ডপে মণ্ডপে হরিণঘাটা মিট

শারদোৎসবে একশো শতাংশ স্বাস্থ্যসম্মত খাবারের স্টল নিয়ে হাজির হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ‘হরিণঘাটা মিট’। এইসব স্টলে বাজারচলতি দামের চেয়ে কমেই মিলবে হাতে গরম চিকেন কাটলেট, বাহারি কাবাব, মুচমুচে নাগেটস, চিকেন সসেজ কিংবা চিকেন পপকর্ন।

হরিণঘাটা মিটের যেসব আউটলেট রয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপাশি চিকেন কাটলেট, চিকেন কাবাবসহ একাধিক রেডিমেড খাবারের আইটেম রয়েছে।

কলকাতার বিগ বাজেটের পুজোমণ্ডপে ‘হরিণঘাটা মিট’ এর নিজস্ব স্টল নজর কাড়বে। এভাবে বিগ বাজেটের একাধিক পুজোমণ্ডপে স্টল দেওয়ার সিদ্ধান্ত এই প্রথম।এবার পুজোয় নামীদামি একাধিক মণ্ডপের পাশে সুস্বাদু খাবারের গন্ধে ভিড় বাড়বে খাদ্যরসিকদেরও।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের পক্ষ থেকে পুজোমণ্ডপে স্টল চালানো হবে। পুজোর প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেখানে স্টল থাকলে সহজেই মানুষের কাছে পৌঁছানো যাবে।

Source: Bartaman

Mamata Banerjee – The face of land movement in Bengal

Mamata Banerjee has been the face of the land movement in Bengal. It was she who fearlessly fought against the tyranny of the Left Front Government during the Singur and Nandigram movements.

In 2006, the Left-led Govt made acquisition of 997 acres of multi-crop land required for the car factory in Singur. The forcible acquisition which was made under the colonial Land Acquisition Act of 1894, led to protest from all over Bengal, led by Mamata Banerjee. She even went on a hunger strike for 26 days for the sake of farmers’ rights.

In 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal after the people voted in large numbers for a change of guard in the State. Since then, the Government has taken up numerous initiatives for Land reforms.

Here are some of the most important achievement of the Government:

Singur Verdict:

In compliance of the landmark verdict by the Hon’ble Supreme Court of India, possession of land amounting to almost 980 acre (situated within the erstwhile Singur Project Area) has been returned to almost 12,000 families dispossessed due to the project, after making the land suitable for cultivation.

New Land Bill:

Following the footsteps, the Bengal the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Bill, 2015 was introduced in the Lok Sabha on February 24, 2015.  The Bill replaces the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Ordinance, 2014.

 Land Policy:

• During 2011-2017, many important policy decisions have been taken for achieving better administration, regulation and management of land:

• In a bold policy initiative, the State Government has decided to waive tax on agricultural land. This will go a long way in not only mitigating hardship faced by the farmers but also boost agricultural output and income in future.

• Land Allotment Policy has been formulated in 2012-13 in order to introduce uniformity, reduce discretion and ensure transparency while dealing with public assets. The policy laid down a transparent process for allotment of land along with the terms for such allotment.

• Land Purchase Policy has been introduced in 2014-15 in order to enable the State Government and its parastatal agencies to purchase land for infrastructure projects through a process of direct negotiations with willing land owners against just compensation and incentive. The scope of this policy has been extended to land purchase for central government departments as well in 2016-17.

The stated policy of the State Government is that there will be no forceful acquisition of land. The purchase policy of the Government is thus consent based and transparent. So far the Standing Committee on Industry, Infrastructure and Employment has cleared direct purchase of about 950 acre of land for various projects of public importance.

• State Land Use Board has developed a Land Bank of available land in respect of all districts of West Bengal with a view to ensuring availability of land for infrastructural development for industries and other developmental works including ­agship projects of the state.

• Amendment to Section 14Y of the West Bengal Land Reforms Act, 1955 has been carried out in 2014 which broadened the scope of the section. Now, entrepreneurs may with prior permission of government, utilize ceiling surplus lands to set up units for various industrial and social infrastructural activities in sectors namely IT, shipbuilding, township, transportation terminal, logistics hub, etc., in addition to existing sectors.

Land Use Map:

Utilising the concept of index-linked land use zoning maps has been introduced in the year 2011-12 for use of investors. Land Use Maps broadly contain parameters like Dry / Barren land, Single Crop land, Double / Multi-crop land, Forest land, Metal roads, National / State Highway, Railway Network, Water bodies, etc.

 ‘Nijo Griha Nijo Bhumi’:

• NGNB (launched in 2011) provides up to 5 decimal land to eligible beneficiary families (all rural landless and homeless agricultural labourers / artisans /fishermen). Almost 2.2 lakh NGNB Pattas have been distributed under this scheme, so far.

• During 2011-2017, more than 3 lakh Pattas (NGNB / Agricultural / Forest Pattas) have been distributed, so far.

 

মমতা বন্দ্যোপাধ্যায় – বাংলার জমি আন্দোলনের কান্ডারি

বাংলার জমি আন্দোলনের কাণ্ডারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন বাম সরকারের শাসনকালে সিঙ্গুর ও নদীগ্রামের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছিলেন; রুখে দাঁড়িয়েছিলেন বলপূর্বক জমি অধিগ্রহনের বিরুদ্ধে।

বাংলার জমি আন্দোলনের কাণ্ডারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন বাম সরকারের শাসনকালে সিঙ্গুর ও নদীগ্রামের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছিলেন; রুখে দাঁড়িয়েছিলেন বলপূর্বক জমি অধিগ্রহনের বিরুদ্ধে।
২০০৬ সালে বাম সরকার সিঙ্গুরে বহুফসলি জমি বলপূর্বক অধিগ্রহণ করে। এর বিরুদ্ধে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়; কৃষকদের স্বার্থ রক্ষার্থে ২৬ দিনের অনশনও করেন তিনি।

বিপুল জনসমর্থন পেয়ে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। সেই থেকে ভূমি সংস্কারের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ:-

সিঙ্গুর রায়ঃ

মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ মান্য করে (পূর্বতন সিঙ্গুর প্রকল্প এলাকার মধ্যে থাকা) প্রায় ৯৮০ একর জমি চাষযোগ্য করে প্রায় ১২০০ পরিবার, যারা ওই প্রকল্পের কারণে জমি থেকে উচ্ছেদ হয়েছিল, তাদের জমির অধিকার ফেরত দেওয়া হয়েছে।

জমি নীতি:

২০১১-১৭ সালে জমি বিষয়ে অপেক্ষাকৃত উন্নততর প্রশাসন, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপন সুচিসচিত করার জন্য অনেক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছেঃ

রাজ্য সরকার কৃষিজমির কর মকুব করে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে যে শুধুমাত্র কৃষকদের দুঃখ -কষ্ট (যা তারা ভোগ করেছেন ) লাগব হবে তাই নয় ,কৃষিজ উৎপাদনও কৃষকদের ভবিষ্যতের উপার্জনও বৃদ্ধি পাবে।

সরকারি সম্পত্তি নিয়ে কাজ করার খেত্রে সাদৃশ বজায় রাখা ,বৈষম্য হ্রাস করা এবং স্বচ্ছতা সুনিশ্চিত করার লক্ষ্যে ২০১২-১৩ সালে জমি বন্টন নীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতি জমি বন্টনের শর্তাবলি-সহ জমি বন্টনের জন্য একটি স্বচ্ছ প্রক্রিয়ার উদ্ভব ঘটিয়েছে।

রাজ্য সরকার এবং তার অধিনস্থ সংস্থাগুলি যাতে কেবল ক্ষতিপূরণ ও প্রোৎসাহোন মূল্যের বিনিময়ে ইচ্ছুক কৃষকদের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করে পরিকাঠামো গড়ার প্রকল্পের জন্য জমি কিনতে পারে, সেদিকে দৃষ্টি রেখে ২০১৪-১৫ সালে জমি ক্রয় নীতি প্রণয়ন করা হয়েছে।

এ ব্যাপারে রাজ্য সরকারের ঘোষিত নীতি হল এই যে, জোর করে কোনও জমি অধিগ্রহণ করা হবে না। সুতরাং সরকারের জমি কেনার নীতি হচ্ছে সম্মতি-ভিত্তিক এবং স্বচ্ছ। বিভিন্ন জনস্বার্থ-কেন্দ্রিক গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এযাবৎ শিল্প। পরিকাঠামো ওকর্মসংস্থান বিষয়ক স্থায়ী কমিটি প্রায় ৯৫০ একর জমি সরাসরি কেনার অনুমোদন দিয়েছে।

রাজ্যের বিভিন্ন অগ্রণী প্রকল্প-সহ শিল্পের জন্য পরিকাঠামো উন্নয়ন এবং অন্ন্যান্য উনন্নয়নমূলক কাজের জন্য সুনিশ্চিত করতে রাজ্য ভূমি ব্যবহার পর্ষদ পশ্চিমবঙ্গের সমস্ত জেলারক্ষেত্রে জমির একটি জমি ব্যাংক প্রস্তুত করেছে।

২০১৪ সালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন, ১৯৯৫ -এর ১৪Y ধারার সংশোধন করা হয়েছে ,যার ফলে উক্ত ধারার কার্যপরিধি অনেক প্রসারিত হয়েছে। বর্তমানে উদ্যোগপতিরাসরকারের অনুমতি নিয়ে সিলিং -বহির্ভুত জমি তাদের স্বাভাবিক ক্ষেত্রের বাইরে বিভিন্ন শিল্প ও সামাজিক পরিকাঠামোগত কাজকর্ম যথা ,তথ্যপ্রযুক্তির ,জাহাজনির্মান ,উপনগরীস্থাপন ,পরিবহন টার্মিনাল ,লজিস্টিক হাব ইত্যাদি কাজে নিয়োজিত করতে পারেন।

২০১১-১২ সালে বিনিয়োগকারীদের ব্যবহারের জন্য সূচক -সংশ্লিষ্ট জমি ব্যবহারের এলাকা বিভাজন মানচিত্রের ধারণাকে কাজে লাগিয়ে জমি ব্যবহার মানচিত্র প্রবর্তিত হয়েছে। শুল্কবা পতিত জমি,একফসলি জমি ,দো -ফসলি /বহু -ফসলি জমি,বনভূমি ,পাকা রাস্তা,জাতীয় /রাজ্য সড়ক ,রেল -সংযোগ ব্যবস্থা ,জলাশয় প্রভৃতি উপাদানগুলিকে জমি ব্যবহারমানচিত্রের অন্তভুক্ত করা হয়েছে।

নিজ গ্রহ নিজ ভূমিঃ

নিজ গ্রহ নিজ ভূমি (NGNB) প্রকল্পে (২০১১ সালে প্রবর্তিত) যোগ্য উপকারভোগী পরিবারকে (সকল গ্রামীণ ভূমিহীন ও গৃহহীন খেতমজুর/কারিগর/মতস্যজীবী শ্রেনিভুক্ত) ৫ ডেসিমেল পর্যন্ত জমি দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখনো পর্যন্ত এই পরিকল্পের অধীনে প্রায় ২.২ লক্ষ নিজ গ্রহ নিজ ভূমি পাট্টা বিতরণ করা হয়েছে।

২০১১-১৭ সময়কালে ৩ লক্ষেরও বেশী পাট্টা (নিজ গ্রহ নিজ ভূমি/কৃষি/বন পাট্টা) বিতরণ করা হয়েছে।

 

 

Singur Now – A hub of agricultural productivity

A year ago today – on August 31, 2016 – the Supreme Court of India passed the historic judgment t declaring that the land acquisition made by the erstwhile Left Front Government in Singur was illegal and unconstitutional. It asked the present Trinamool Government led by Mamata Banerjee to return the lands to its owners. Thus the 10-year struggle of Mamata Banerjee against illegal land acquisition ended in a victory for the farmers.

Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and said she had “tears of joy”. On September 2, 2016, Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur. Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

On September 14, Mamata Banerjee handed over land parchas (land deeds) and compensation cheques to farmers in Singur. Around 9,117 land deeds were handed over. Around 800 compensation cheques – to unwilling farmers – were handed over by the Chief Minister and her Cabinet colleagues. “In the first lot 9,117 parchas were given. All land will be returned in cultivable form within eight weeks,” she said during her visit to Singur.

The CM said that the government will be setting up check dams and small tube wells for irrigation in Singur. She added that soil testing is going on and all fertilisers for making the land fertile and cultivable will be provided to farmers.

On October 17, the Bengal CM said that the process of giving physical possession of land in Singur will begin on October 20 and will be completed in 15-20 days.

On October 20, Chief Minister Mamata Banerjee formally re-commenced farming on the plots of land in Singur which were given away to Tata Motors’ Nano project by the Left Front government, by sowing seeds of mustard on those plots.

By November 2016, the land was returned and by January 2017, the 300 or so farmers whose land had not been affected by the steel and concrete structures had already begun producing crops of the golden skin potatoes that farmers in Bengal’s Singur are renowned for. Rabi and Boro crops have also been grown in Singur. The Government also encouraged the use of organic fertilisers in Singur.

About 230 acres of paddy fields sown in early February using new, low-water techniques have produced knee-high crops. Sesame, maize, cucumbers and banana have also been planted. A new power network now runs 63 freshly drilled wells for dry season irrigation and sprinklers and drips are in use. The state government had also provided farmers with high-yielding seeds, fertilizer and Rs 10,000 toward new farm equipment and extra workers to help with labour.

With all these steps taken, Singur will be a model in agriculture and horticulture sectors.

 

সিঙ্গুর ফিরেছে শস্যের ভাণ্ডারে

ঠিক এক বছর আগে অর্থাৎ ৩১শে আগস্ট ২০১৬ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের সিঙ্গুরের জমি অধিগ্রহণকে ‘অবৈধ ও অসাংবিধানিক’আখ্যা দেন। মহামান্য আদালত বর্তমান তৃণমূল সরকারকে নির্দেশ দেন কৃষকদের জমি ফিরিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের অক্লান্ত সংগ্রামের এক মধুর সমাপতন ঘটে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানান। তিনি আবেগপ্রবণ হয়ে ঘোষণা করেন রাজ্যের সব ব্লকে সিঙ্গুর উৎসব পালিত হবে। ২রা সেপ্টেম্বর রাজ্যের প্রান্তে প্রান্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল বার করেন, বিভিন্নি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। বিধান সভায়ও ‘সিঙ্গুর বিজয় দিবস’ পালন করা হয়।

সেপ্টেম্বরের ১৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের চেক তুলে দেন। প্রায় ৯১১৭টি পরচা তুলে দেওয়া হয়। প্রায় ৮০০ জন অনিচ্ছুক কৃষকদের ক্ষতিপূরণের চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরা। সিঙ্গুরের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “প্রথম দফায় ৯১১৭টি পরচা তুলে দেওয়া হয়, আগামী আট সপ্তাহের মধ্যে জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে। সরকার চেক বাঁধ ও ছোট টিউবওয়েলের ব্যবস্থা করছে সিঙ্গুরে সেচের জন্য।” তিনি আরও বলেন, জমি পরীক্ষার কাজ চলছে এবং এই জমিকে উর্বর ও চাষযোগ্য করে তুলতে যা সার লাগে, সব চাষিদের প্রদান করা হবে।

১৭ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া ২০ই অক্টোবর থেকে শুরু করা হবে ও ১৫-২০ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ২০শে অক্টোবর যে জমি বামফ্রন্ট সরকার কেড়ে নিয়েছিল, সেই জমিতে সরিষার বীজ ছড়িয়ে পুনরায় চাষ করা শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

নভেম্বর মাসের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ হয়। জমিতে আলু উৎপাদন হয় ২০১৭ সালের জানুয়ারি মাসেই। এই আলুর জন্যই সিঙ্গুর বিখ্যাত সারা বিশ্বে।

২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে প্রায় ২৩০ একর ধান জমিতে ফলন হয়েছিল। তিল, ভুট্টা, শসা ও কলার চাষও শুরু হয়েছে। রবি ও বোরো শস্যও ফলন হচ্ছে সিঙ্গুরে। জৈব সার ব্যবহার করতেও উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার বীজ ও সার দিয়েছিল কৃষকদের। এছাড়া, নতুন যন্ত্রপাতি কেনা ও চাষের সহযোগিতা করতে অতিরিক্ত লোকের জন্য ১০,০০০ টাকা করে প্রদান করা হয়েছিল।

রাজ্য সরকারের এই সকল পদক্ষেপের মধ্যে দিয়ে সিঙ্গুর আবারও শস্যের ভাণ্ডারে নিজের জায়গা ফিরে পেয়েছে।

 

 

Infosys to mark its maiden entry in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on August 29 said IT major Infosys will invest Rs 100 crore in the state and set up a 50-acre campus in Rajarhat, near Kolkata.

The Chief Minister clarified that Infosys will not get the SEZ status, as per the state’s policy; but will be eligible for other benefits. She said that this will create thousands of jobs in the state.

The IT sector in Bengal has witnessed a steady progress in the last six years. The State Government has operationalised 12 new IT parks out of the 18 planned; six of them are already fully occupied. Two greenfield electronics manufacturing clusters (EMC) are coming up in Naihati and Falta. The expenditure for IT parks grew by 1501% till 2016-17.

 

 

ইনফোসিস রাজ্যে লগ্নি করতে আসছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ইনফোসিস রাজ্যে লগ্নি করতে আসছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (সেজ) তকমা ছাড়াই তথ্যপ্রযুক্তি সংস্থাটি রাজারহাটে ক্যাম্পাস তৈরি করতে রাজি হয়েছে। এ ব্যাপারে রাজ্যকে চিঠি পাঠিয়েছেন সংস্থার অন্যতম কর্তা রামনাথ কামাথ।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “সেজ দেওয়া হবে না। অন্য সব সুবিধা দেবে রাজ্য। ইনফোসিস জানিয়েছে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম সেরা শিল্পবান্ধব রাজ্য।“

প্রাথমিক ভাবে ৫০ একর জমিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে সংস্থাটি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ইনসেনটিভ প্রকল্পে যে সব সুবিধা রয়েছে, তা ইনফোসিস।

গত ৬ বছরে আইটি সেক্টরের অভূতপূর্ব উন্নতি হয়েছে। রাজ্য সরকার ১৮টির মধ্যে ১২টি নতুন আইটি পার্ক চালু করেছে। নৈহাটি ও ফলতাতে আরও ২টি নতুন গ্রিনফিল্ড ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি হচ্ছে। ২০১৬-১৭ অর্থবর্ষে আইটি পার্কের অধীনে ব্যয় বেড়েছে ১৫০১ শতাংশ।

 

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-reliant. From August 19, every woman joining 100 Days’ Work would be handed ‘hygiene kits’. This is part of a programme named ODF Plus.

North 24 Parganas was declared an ODF (open-defecation free) district on September 29, 2016.

The district administration reasons that since the views of women are crucial for health and financial issues of their families, giving them lessons on these issues would help in percolating the views down to every member of the family.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work in the district would have access to temporary toilets too. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases.

 

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

 

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজ করবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশু ও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য বলেন, মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গে হাতে নেওয়া হয়েছে। আজ, শুক্রবার জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’। আগামী ১৯ আগস্ট প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তাঁরা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন। এতে তাঁরা টাকার পাশাপাশি প্রত্যেকেই একটি করে হাইজিন-কিট পাবেন। সেখানে স্বাস্থ্য বিধান সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থাকবে। সেই সঙ্গে তাঁদের স্বাস্থ্য এবং ওডিএফ সম্পর্কে সচেতন করা হবে। পতঙ্গ বাহিত রোগ সম্পর্কেও তাঁদের অবগত করা হবে। কারণ, পরিবারে মা হল শিশুদের প্রাথমিক শিক্ষক। তাই মায়েদের সচেতন করা জরুরি। তিনি বলেন, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছি। যেখানে মহিলারা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন, সেখানে অস্থায়ী টয়লেটও তৈরি করা হবে। যাতে দূষণ ও রোগ না ছড়ায়। এটাও ওডিএফ প্লাসের একটি অভিনব সিদ্ধান্ত।

Source: Bartaman

 

New initiatives taken by Bengal Govt to encourage apiculture

After the jute and handloom industries, it is now the turn of the beekeepers to benefit from the Bengal Government’s people-centric policies. Chief Minister Mamata Banerjee has, over the last six years, done a lot for promoting the traditional livelihood avenues in order to save and sustain the heritage of the state.

Apiculture is an age-old method of earning a livelihood in the state. Bees also play a vital role in conserving nature as they are the essential elements in the pollination and through it, the reproduction of plants.

Every year, the third Saturday of August is celebrated as World Honey Bee Day. To celebrate the occasion, the State Department of Food Processing Industries and Horticulture held an awareness programme about the crucial role honey bees play in maintaining the balance of nature, and also an exhibition.

The State Government has chalked up plans to make the women-based self-help groups and those involved in the 100 Days’ Work Scheme take to apiculture as a viable source of income. The government is also taking steps to stop the sale of fake honey.

Bengal is the second-highest honey-producing state in the country. Opportunities exist for the state to export honey and products made from honey.

 

মৌ -পালনের নয়া উদ্যোগ সরকারের

পাট ,তাঁত শিল্পের পর এবার রাজ্যে মৌ -পালনের বিষয়ে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। মানবজাতি রক্ষার্থে একান্ত প্রয়োজনীয় মৌমাছি সংরক্ষণ।

প্রতি বছর আগেস্টর তৃতীয় সপ্তাহের শনিবার পালিত হয় ‘ বিশ্ব মৌমাছি দিবস ‘। তাই এই দিনটি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দফতরের উদ্যোগে একটি সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মূলত , মৌমাছি সংরক্ষনের মাধ্যমে মানবজাতির ওপর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য।
এইদিন অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও ১০০ দিনের কর্মীদের মৌপালনের উদ্যোগে সামিল করার প্রস্তাব রাখেন। এছাড়াও তিনি জানান ‘ মৌচাষ বৃদ্ধি ও তার সংরক্ষণ নিঃসন্দেহে একটি সচেতনমূলক কাজ ।

আমাদের রাজ্যে মধু চাষের সুযোগ অনেক বেশি। মৌচাক থেকে শুধু মধু সংগ্রহই নয় উৎকৃষ্ট মানের শাক -সবজি ও ফল পাওয়ার জন্য পরাগ সংযোগেও মুখ্য ভূমিকা পালন করে মৌমাছি। তবে অনেক সময় দেখা যায় কৃষকরা মৌমাছির বিষয়ে ভুল ধারণার বর্শবর্তী হয়ে পরাগ সংযোগে বাধা সৃষ্টি করে। তবে এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্যই বিভিন্ন জেলা ও ব্লক স্তরে সচেতনতা দিবস ,প্রশিক্ষণ শিবির ও সমীক্ষার ব্যবস্থা করা হবে।

মধু উৎপাদনে দেশে দ্বিতীয় এই রাজ্য। মধু ছাড়াও মধুজাত দ্রব্য থেকে উৎপাদিত দ্রব্য থেকে রফতানির সুযোগ আছেই এই রাজ্য।

 

Source: Khabar 365 Din

Huge improvement in sports infrastructure in Bengal

The sports infrastructure in Bengal during the last six years, under the leadership of Chief Minister Mamata Banerjee has improved significantly.

The Department of Youth Services and Sports has undertaken a lot of programmes on the education, health, employment and holistic mental and physical development of students and the youth.

 
Development of playgrounds: Financial assistance given to 331 institutions/ organisations

Setting up of multi-gyms: Financial assistance given to 2,244 institutions / organisations

Construction of mini indoor games facilities: Financial assistance given to 635 institutions/ organisations

Tournaments: Organisation of Annual Youth Festivals and Jangalmahal Cup, and financial assistance to police authorities for conducting the Sunderban Cup and Himal-Tarai Dooars Sports Festival.

Mountaineering and adventure sports: Encouraging the youth to take up mountaineering and adventure sports activities under the aegis of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF). During the last six years, 18 mountaineers from the state have conquered Mt Everest (compare this to only 4 from 1947 to May 2011). Stringent rules have been framed to select the climbers for Mt Everest and other 8000 metres above peaks. Through the department, rock climbing courses, coastal trekking, mountaineering expeditions, mountaineering courses at the Himalayan Mountaineering Institute (HMI) in Darjeeling, assistance to mountaineering clubs, etc. are organised. Radhanath Sikdar and Tenzing Norgay Adventure Awards and Chhanda Gayen Bravery Award have been introduced, and are given every year.

Bangla Yuba Kendra: To create a healthy socio-cultural ambience, a three-tier organisation (block-level, district-level and state-level) named Bangla Yuba Kendra has been set up to coordinate the different programmes of this department.

Budgetary allocation: The Plan Expenditure has increased by multiple times in the last six years – from Rs 5.52 crore during 2010-11 to Rs 185.3 crore during 2016-17 in the case of Youth Services and from Rs 29.29 crore during 2010-11 to Rs 237.21 crore during 2016-17 in the case of Sports.

Building of stadiums and sports complexes: Stadiums in Nayagram (Jhargram district), Salboni (Paschim Medinipur district), Memari and Bhatar (Purba Bardhaman district), Onda (Bankura district), Islampur (Uttar Dinajpur) and Uluberia (Howrah district), Archery Academy in Jhargram district, swimming pools in Baruipur and Canning (South 24 Parganas district), sports academy (including stadium) in Khatra (Bankura district), sports complexes (including stadiums) in Barrackpore and Naihati (North 24 Parganas district), and sports complex at Tala Park in Kolkata.

Renovation and modernisation of sports infrastructure: Flood lighting and renovation of the Mohun Bagan, East Bengal and Mohammedan Sporting grounds in Kolkata, flood lighting of Kanchenjungha Stadium in Siliguri, renovation of Lebong Stadium in Darjeeling, the indoor stadium at Rajbati Stadium Complex in Cooch Behar, Howrah Municipal Corporation Stadium, Eastern Ground in Chinsura, the swimming pool in Barijhati (both in Hooghly district) and Jhargram Stadium, upgradation and renovations of Bolpur and Suri Stadiums (Birbhum district), Ranaghat, Shantipur, Krishnagar,Kalyani and Nabadwip Stadiums (Nadia district), and Spandan Sports Ground at Kalna Aghorenath Park Stadium (Purba Bardhaman), construction of Balurghat Indoor Sports Complex (Dakshin Dinajpur district), construction and renovation of stadiums in Diamond Harbour Sports Complex and Kultali Dr BR Ambedkar College (South 24 Parganas district), renovation of Aurobindo Stadium (Purba Medinipur district), construction of Rakhal Memorial Sports Complex (Purba Medinipur district) and indoor stadium and sports hostel in Purulia and Kashipore Stadium (Purulia district), and the development of DSA Stadium, Brindabani Park and Satya Chowdhuri Indoor Stadium in Malda.

Management and monitoring of sporting activities: Management and monitoring of sporting activities in the districts to achieve the goals of district and sub-divisional sports councils.

Awards: Khel Samman to 89 present sportspersons, Banglar Gourab awards to 114 retired sportspersons, Kriraguru Sammans to 34 eminent coaches and Lifetime Achievement Awards to eight eminent sports personalities.

FIFA Under-17 World Cup: Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) has been upgraded and beautified for the FIFA Under-17 World Cup matches to be held there.

 

 

ছ’বছরে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি বাংলার

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই যুগান্তকারী পরিবর্তন এসেছে বাংলার ক্রীড়ার চিত্রপটে। শুধু খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া নয়, গড়ে উঠছে খেলোয়াড় তৈরি হবার পরিকাঠামো। খুলে গেছে আরও নতুন খেলার দিক।

জেলার খেলাধুলোর পরিচালন ও নজরদারিতে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর গুরুত্ব দিয়েছে এবং লক্ষ্য অর্জনে জেলা ও মহকুমা স্পোর্টস কাউন্সিলগুলিকে পুনর্গঠন ও কার্যকরী করে তুলেছে।

অতীত এবং বর্তমান কৃতী ক্রীড়া ব্যাক্তিত্বদের কৃতিত্ব অর্জনের স্বীকৃতি জানানো রাজ্যের যুব কল্যাণ এবং এবং ক্রীড়া বিভাগের পরিকল্পনায় রয়েছে। ‘খেল সম্মান’ দ্বারা ৮৯ জন বর্তমান খেলোয়াড়, ‘বাংলার গৌরব’ সম্মানে ১১৪ জন অতীত খেলোয়াড়, ‘ক্রীড়াগুরু’ সম্মানে ৩৪ জন প্রখ্যাত কোচ এবং ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে’ ৮ জন প্রখ্যাত ব্যাক্তিত্বকে এই সময়কালের ভিতর সম্মাননা জ্ঞাপন করা হয়েছে।

রাজ্যের ৮৩৬৩ ক্লাবকে যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ খেলাধুলা এবং স্থায়ী সম্পদের জন্য আর্থিক সহায়তা দান করেছে। রাজ্য পর্যায়ের স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে প্রত্যেক খেলাধুলোর জন্যও ৫লক্ষ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর সুন্দরবন কাপ, হিমাল-তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব আয়োজনের জন্যও পুলিশ কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দান করেছে.

এই বছরে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাই, আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় রেখে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং তার সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন ও সৌন্দর্যায়ণ হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ শ্রীবৃদ্ধিসাধন, খেলার মাঠ, আলোর ব্যবস্থা, অভ্যাসের জায়গা সহায়ক সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আর্থিক কর্মসম্পাদন যা ২০১০-১১ সালে ছিল ২৯.২৯ কোটি টাকা, তা আজ ২০১৬-১৭ সালে বেড়ে হয়েছে ২৩৭.২১ কোটি টাকা।

নতুন করে তৈরি হয়েছে:-

১. ঝাড়গ্রামের নয়াগ্রাম স্টেডিয়াম

২. ঝাড়গ্রামের আর্চারি আকাদেমি

৩. পশ্চিম মেদিনীপুরে শালবনি স্টেডিয়াম

৪. পূর্ব বর্ধমানে মেমারি স্টেডিয়াম

৫. পূর্ব বর্ধমানে ভাতার স্টেডিয়াম

৬. দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে সুইমিং পুল

৭. দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ সুইমিং পুল

৮. বাঁকুড়ার খাতরা’য় স্পোর্টস আকাদেমি এবং স্টেডিয়াম

৯. উত্তর ২৪ পরগণার বারাকপুরে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১০. উত্তর ২৪ পরগণার নৈহাটিতে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১১. হাওড়ায় উলুবেড়িয়া স্টেডিয়াম

১২. কলকাতার টালাপার্কে স্পোর্টস কমপ্লেক্স

১৩. উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্টেডিয়াম

১৪. বাঁকুড়ায় ওন্দা স্টেডিয়াম

 

বিদ্যমান ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক সংস্কার, আধুনিকীকরণ-এর রূপায়ণ বা সূচনা:-

১. কলকাতার মোহন বাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে ফ্লাড লাইটিংয়ের ব্যবস্থা এবং পরিকাঠামোর সংস্কার

২. দার্জিলিং-এ লেবং স্টেডিয়ামের সংস্কার এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি, দার্জিলিং-এ ফ্লাড লাইটিং-এর ব্যবস্থা

৩. কোচবিহারে ইনডোর স্টেডিয়াম, রাজবাটি স্টেডিয়াম কমপ্লেক্সের মেরামতি/সংস্কার

৪. দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ইনডোর স্পোর্টস কমপ্লেক্স

৫. মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম কমপ্লেক্সের কাঁটাতারের বেড়াসহ সীমানা প্রাচীর নির্মাণ

৬. মালদায় বৃন্দাবনি পার্কের ডিএসএ স্টেডিয়াম এবং সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামের উন্নয়ন

৭. বীরভূমে বোলপুর স্টেডিয়াম এবং সিউড়ি স্টেডিয়াম উন্নয়ন এবং সংস্কার

৮. নদিয়ার রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার এবং বিভুতি ক্লাব খেলার মাঠ (বীরনগর)-এ ক্লাব হাউস তথা গ্যালারির নির্মাণ কাজ

৯. দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার স্পোর্টস কমপ্লেক্স এবং কুলতলি এবং ডাঃ বি আর আম্বেদকর কলেজ স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার

১০. পূর্ব মেদিনীপুরে রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স এবং অরবিন্দ স্টেডিয়ামের সংস্কার

১১. পুরুলিয়ায় ইনডোর স্টেডিয়াম, স্পোর্টস হোস্টেল এবং কাশীপুরের কাশীপুর স্টেডিয়াম, পুরুলিয়া

১২. হাওড়ার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টেডিয়ামের সংস্কার

১৩. হুগলিতে ইস্টার্ন গ্রাউন্ড, চুঁচুড়া ও বারিজহাটিতে সুইমিং পুলের সংস্কার

১৪. পূর্ব বর্ধমানে স্পন্দন স্পোর্টস গ্রাউন্ড, কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়াম-এর সংস্কার ও উন্নিতকরণ

১৫. ঝাড়গ্রামে ঝাড়গ্রাম স্টেডিয়াম সংস্কার

 

 

Process of dialogue for restoring normalcy in the Hills has begun: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today held a meeting with political parties from the Hills to end the ongoing impasse in the Darjeeling Hills and restore normalcy in the region.

Four major political parties (GJM, JAP, GNLF and TMC) were present at the meeting.

 

Here is what the Chief Minister said after the meeting:

Today’s meeting was positive and cordial. A dialogue process has been initiated to restore normalcy in the Hills and bring back peace in the region.

Dialogue is a continuous process. Regular interaction will continue. We will meet again on September 12 in Uttarkanya at 3 PM.

We are all in favour of restoring peace and normalcy in the Hills. We requested them (the Hill parties) to withdraw the bandh, as common people are suffering. Tea, tourism, transport sectors have been hampered.

Let them take their time. They have their own political considerations. Government is bound by its constitutional mandate. But the process of dialogue should continue.

We thank the representatives of all the Hill parties who were present today. We want peace and progress in the Hills.

 

 

পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনা প্রক্রিয়া চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের ৪ টি বড় রাজনৈতিক দল (GJM, JAP, GNLF and TMC) আজকের এই বৈঠকে উপস্থিত ছিল।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আজকের এই বৈঠক ইতিবাচক হয়েছে। আজকের এই বৈঠকের মাধ্যমে একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আজকের এই বৈঠক।

এখন থেকে নিয়মিত আলোচনা হবে। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ৩ টেয় উত্তরকন্যায় বৈঠক হবে।

আমারা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক, সমস্যার সমাধান হোক। বনধ তুলে নেওয়ার জন্য আমরা ওদের (পাহাড়ের দলগুলিকে) অনুরোধ করেছি। চা বাগান বন্ধ হয়ে গেছে; পর্যটন, পরিবহণ সব কিছুর ক্ষতি হচ্ছে।

পাহাড় নিয়ে আলোচনা শুরু হল, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে। এবার ওদের (পাহাড়ের দলগুলি) নিজেদের আলোচনা করতে দিন, ওদের কিছু সেট আপ রয়েছে। তবে নিয়মিত আলোচনা হবে।

পাহাড়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমার ধন্যবাদ। পাহাড়ের ভাই-বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। পাহাড়ের উন্নয়ন হোক।

Pulse and oilseed production takes a major leap in Bengal

Since 2011, when the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee came to power, the production of pulses and oil seeds has increased significantly. This was announced by the Agriculture Minister recently. He gave the following data.

In 2010-11, the production of oil seeds was 1.76 lakh metric tonnes, which touched 3.36 lakh metric tonnes in 2016-17; the production numbers for oil seeds were 7.03 lakh metric tonnes and 9.12 lakh metric tonnes, metric tonnes respectively. As a result of this huge increase, in three to four years, the State Government would not have to import any pulses.

The area under pulse production has increased from 1.97 lakh hectares in 2010-11 to 3.5 lakh hectares in 2016-17. The area under oil seed production has also witnessed a significant increase, from 6.7 lakh hectares to 9.12 lakh hectares.

Currently, the State Government holds 86 crore 84 lakh 113 thousand hectares of land, of which 15,923 hectares in under cultivation.

Bengal is number one in rice production in the country at present. In 2016-17, 1 crore 60 lakh 70 thousand metric tonnes were produced.

 

ডাল ও তৈলবীজ উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বাংলায়

২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে এ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ডাল ও তৈলবীজ উৎপাদন।

২০১০-১১ তে ডালের উৎপাদন হয়েছিল ১.৭৬ লক্ষ মেট্রিক টন, যা ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৩.৩৬ লক্ষ মেট্রিক টন।পাশাপাশি তৈল বীজের উৎপাদন ২০১৬-১৭ তে হয়েছে ৯.১২ লক্ষ মেট্রিক টন যা ২০১০-১১ তে ছিল ৭.০৩ লক্ষ মেট্রিক টন।

আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যেই রাজ্যকে আর কোনও ডাল আমদানি করতে হবে না। ২০১০-১১ সালে যেখানে ১.৯৭ লক্ষ হেক্টর জমিতে ডাল উৎপাদন করা হত, সেই চাষের জমি ২০১৬-১৭ সালে বাড়িয়ে ৩.৫ লক্ষ হেক্টর করা হয়েছে। ২০১০-১১ সাল পর্যন্ত তৈল বীজ উৎপাদন করা হত ৬.৭ লক্ষ হেক্টর জমিতে যা ২০১৬-১৭ সালে করা হয় ৯.১২ লক্ষ হেক্টর জমিতে।

এই মুহূর্তে রাজ্যে ৮৬,৮৪,১১৩ হেক্টর জমি আছে যার মধ্যে ১৫,৯২৩ হেক্টর জমিকে চাষের জমিতে রুপান্তরিত করা যায়। ধান উৎপাদনে এই মুহূর্তে দেশের মধ্যে প্রথম বাংলা। ২০১৬-১৭ সালে ধানের উৎপাদন হয়েছে রাজ্যে ১ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।

 

Source: Millennium Post