Crash course in ‘hotel management’ – MoU signed at BGBS 2018

Speciality Restaurants Group (which runs ‘Oh! Calcutta’ and ‘Mainland China’ restaurant chains) owner Anjan Chatterjee signed an MoU with Bengal Government for offering restaurant management and culinary training to youths of the state hailing from the lower strata of society.

The skill development institute will provide training in food, beverage and catering. Mr Chatterjee said most of these trained youths will be hired by his company; others will be provided employment in other restaurants.

The State Government will provide stipend to the students for the first three months and in the next three months, there will be paid internships. After the completion of the course, a group of 20 students out of the batch of 400 would be taken to Switzerland for upscaling.

 

কর্মসংস্থানে রেস্তোরাঁয় কাজের ‘ক্র্যাশ কোর্স’

দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ভাবে নামী রেস্তোরাঁ ও ফুড চেন গড়ে উঠছে, তাতে আরও কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিতে নতুন উদ্যোগ শুরু করল ‘ওহ ! ক্যালকাটা ’, ‘মেনল্যান্ড চায়না ’র মতো রেস্তোরাঁ চেনের কর্ণধার স্পেশ্যালিটি রেস্টুর্যান্টস গোষ্ঠী৷

সংস্থার প্রতিষ্ঠাতা তথা কর্ণধার অঞ্জন চট্টোপাধ্যায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের শেষ দিন জানান, মূলত অষ্টম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা তাঁদের৷

যারা প্রচুর টাকা দিয়ে হোটেল ম্যানেজমেন্ট বা ক্যাটারিং ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হতে পারবেন না, তাদের জন্যই ছ’মাসের ক্র্যাশ কোর্স চালু করছেন তাঁরা৷

বর্তমানে এই গোষ্ঠীর বিভিন্ন রেস্তোরাঁয় সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীর মধ্যে তিন হাজারই বাঙালি৷ অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙালি ছেলেমেয়েদের একটু প্রশিক্ষণ দিলেই তাঁরা ভালো ভাবে কাজ করতে পারবেন৷ আমি নিজে এখানকার মানুষ৷ তাই এই রাজ্যের জন্য কিছু করতে চাই৷ সেটা মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনা৷’

ছ’মাসের ক্র্যাশ কোর্সের মধ্যে হেঁশেল থেকে শুরু করে হাউস কিপিং, ফ্রন্ট ডেস্ক, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট, ক্যাটারিং ম্যানেজমেন্ট -সব কিছুরই প্রশিক্ষণ দেওয়া হবে৷ দুটি ভাগে হবে এই প্রশিক্ষণ৷ প্রথম তিন মাসে রাজ্য সরকারের তরফ থেকে কিছু টাকা স্টাইপেন্ডও দেওয়া হবে৷ বাকি তিন মাস হাতেকলমে কাজ শেখার সময় সংস্থার তরফ থেকে ভাতা পাবেন আগ্রহী পড়ুয়ারা৷ প্রশিক্ষণ শেষে তাঁদের বেশির ভাগকেই নিজেদের সংস্থাতেই কাজ দেওয়ার চেষ্টা হবে বলে জানান তিনি৷ বাকিদের অন্য রেস্তোরাঁয় কাজের সুযোগ করে দেওয়া হবে৷

আরও ভালো ভাবে কাজ শেখার জন্য বছরে ১৫ -২০ জন পড়ুয়াকে সুইজারল্যান্ডেও নিয়ে যাওয়া হবে৷ সব মিলিয়ে তাঁরা বছরে ন ’শো থেকে বারোশো পড়ুয়াকে প্রশিক্ষণ দেবেন বলে জানান অঞ্জন চট্টোপাধ্যায়৷ মাস দুই -তিনের মধ্যে রাজারহাটে এই প্রশিক্ষণের কাজ শুরু হয়ে যাবে বলে তাঁর দাবি৷

 

Source: Millennium Post

Image is representative

Wow! Bengal to get a momo factory

Two announcements at the recently-concluded Bengal Global Business Summit (BGBS) have given a big boost to the food processing and fisheries sectors in Bengal.

While Wow! Momo announced the setting up of a state-of-the-art momo factory at Kasba Industrial Estate in Kolkata, Anjan Chatterjee, founder and managing director of Speciality Restaurants, announced the setting up of a skill development institute.

Wow! Momo is the country’s first and largest chain of branded momos, with over 130 outlets across eight cities. Speciality Restaurants runs a 14-brand chain of premier restaurants in India and outside the country. It also has a catering service and a sweet outlet in Mumbai selling Bengali sweets.

The momo factory will come up on 24,000 square metres (sq m) at Kasba Industrial Estate, and will employ state-of-the-art technology to make and export frozen momos. The company signed a memorandum of understanding (MoU) with the State Fisheries Department. Wow! Momo is also opening a chain of Bengali restaurants across the country.

বাংলায় ‘ওয়াও মোমো’র কারখানা চালু হবে

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে অভিনব ঘোষণা বেসরকারি সংস্থা ‘ওয়াও মোমো’-র। একদিকে রসনা তৃপ্তি ও অন্যদিকে কর্মসংস্থান।

এদিন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কলকাতায় মোমো তৈরির কারখানা বানাচ্ছে তারা। কসবা শিল্পতালুকে এ জন্য প্রায় ২৪ হাজার বর্গ ফুটের অফিস তৈরি হচ্ছে। সেখান থেকে ফ্রোজেন মোমো ভিন রাজ্য এমনকি বিদেশেও রপ্তানি করা হবে।

‘স্টেট অব দ্য আর্ট’ প্রযুক্তিতে তৈরি এই মোমোর কারখানার পাশাপাশিই বাঙালি রেস্তোরাঁ চেন চালু করছে ‘ওয়াও মোমো’। গোটা দেশেই ‘ওয়াও মোমো’র রেস্তোরাঁ চালু করবে।

 

Bengal Govt to open affordable fine dining restaurants

The State Government’s West Bengal Livestock Development Corporation Limited has decided to open affordable fine dining restaurants in every district. Four of these are going to be opened in Kolkata too.

The restaurants will be opened under the brand, ‘Caviar’.

Given the prices at the better restaurants and the long waiting lists at these on holidays, this is a welcome step by the State Government. The selection of plots for setting up the restaurants is going to start in December.

কলকাতায় সহ গোটা রাজ্যের প্রতি জেলায় খুলছে সরকারি রেস্তোরাঁ

পশ্চিমবঙ্গ লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রতি জেলায় কেতাদুরস্ত রেস্তোরাঁ খোলার। এর মধ্যে কলকাতায় ৪টি রেস্তোরাঁ খোলা হবে।

উৎকৃষ্ট মানের ‘কন্টিনেন্টাল ডিশ’ হিসেবে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘ক্যাভিয়ার’ খাদ্য রসিকদের চিরকালের পছন্দের। তাই এই নামেই নিগমের নিজস্ব রেস্তোরাঁ ‘ক্যাভিয়ার’ গড়ে উঠতে চলেছে রাজ্যে।

এই রেস্তোরাঁগুলির জন্য জমি বাছাইয়ের কাজ ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে।
Source: Khabar 365 Din

Bengal’s Fisheries Development Corporation to open restaurants in Jharkhand

Soon, fish and fish-based dishes from Bengal are going to delight people of Jharkhand too.

State Fisheries Development Corporation (SFDC) is signing a memorandum of understanding with the Jharkhand Government to open four fish restaurants – in the cities of Ranchi, Jamshedpur, Kodarma and Dhanbad.

In recent years, under directions from Chief Minister Mamata Banerjee, cultivation and export of fishes – both to other states and other countries – has increased manifold. Not just that, the SFDC is also setting up restaurants in various parts of the country. As a result of these, Bengal is the top state now in terms of generating income from selling fish.

Not just that, SFDC will also train people in Jharkhand on how to cut fish fillets, so that its restaurants can supply these to local restaurants. And of course, it also means generating employment opportunities.

It already does so in Bengal, where it trains people in South 24 Parganas district in this fine art. This ensures income for SFDC as it gets to supply these to restaurants and also creates employment.

 

ঝাড়খণ্ডে রেস্তোরাঁ খুলবে বাংলার মৎস্য উন্নয়ন নিগম

খুব শীঘ্রই বাংলার মাছ ও মাছের বিভিন্ন পদের স্বাদ পাবে ঝাড়খণ্ডবাসী।

মাছের ব্যবসাকে বৃদ্ধি করতে ঝাড়খণ্ডে নতুন ৪ টি রেস্তোরা তৈরি করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। রাঁচি, জামসেদপুর, কোডারমা এবং ধানবাদে রেস্তোরা খুলবে রাজ্য সরকার। এই রাজ্য থেকে সামুদ্রিক মাছের সম্ভার যাবে ঝাড়খণ্ডে এবং ওই রাজ্য থেকেও কিছু মাছ আমদানি করা হবে।

মাছের ফিলে কিভাবে কাটা হয় তার জন্য ঝাড়খণ্ডের বাসিন্দাদের প্রশিক্ষণ দেবে এসএফডিসি। প্রসঙ্গত, এই নিগম ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মহিলা ও পুরুষদের নিয়ে মাছের ফিলে কাটার প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। এর ফলে অনেক কর্মসংস্থানও হবে।

প্রচলিত একটি কথা আছে, ‘মাছে-ভাতে বাঙালি’। এখন সারা দেশের বিভিন্ন রাজ্যের জনগণের মাছের চাহিদা পূরণ করতে বাংলার দ্বারস্থ হচ্ছে সকলে।

 

Source: Khabar 365 Din