June 3, 2017
2 June 2016
বাংলায় মানবিক সরকার,দেশের এক নম্বর রাজ্য বাংলাঃ মমতা
উন্নয়নই ব্রত, সেবাই ধর্ম, বর্ষপূর্তিতে ফের বার্তা মুখ্যমন্ত্রীর
মা-মাটি-মানুষের দ্বিতীয় সরকারের প্রথম বর্ষপূর্তি। বাংলায় পরিবর্তনের পর ছয় পেরিয়ে উন্নয়নের সরকারের সাতে পা। এবং বর্ষপূর্তির সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, উন্নয়নই একমাত্র ব্রত। সেবাই প্রথম ধর্ম। পরে হুগলীর তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক থেকেও মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সরকার গরিবের সরকার। মানবিক সরকার। গরিবের পাশেই থাকবে এই সরকার। গরিবের সেবাই করবে।” যা গোটা ভারতবর্ষের কাছে ঈর্ষার। অমানবিক সাম্প্রদায়িক শক্তি যার কাছে তুচ্ছ।