Latest News

February 18, 2016

WB CM announces health insurance scheme for journalists

WB CM announces health insurance scheme for journalists

West Bengal Chief Minister Mamata Banerjee has announced a health insurance scheme for journalists, to be administered by the State government.

The scheme has been named Mabhoi by the Chief Minister herself. The formal name of the scheme is West Bengal Health Scheme for Journalists, 2016.

The scheme is applicable for all West Bengal Government-accredited journalists till the age of 65, including those who have retired. It would also cover all family members of the accredited journalist as well. Those covered under this scheme would be able to get admitted to all State government hospitals and health centres, and all hospitals accredited under West Bengal Health Scheme.

The scheme would run from April 1, 2016.

 

সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমা চালু করছে রাজ্য সরকার

সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমা চালু করছে রাজ্য সরকার। গতকাল রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্তের পর নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর জার্নালিস্ট ২০১৬ নামে এই প্রকল্পটির নাম ‘মাভৈ’, নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। ‘মাভৈ’ এর অর্থ ভয় পেয় না।

এই প্রকল্প অনুযায়ী ৬৫ বছর বয়স পর্যন্ত নথিভুক্ত সাংবাদিক এমনকি অবসরপ্রাপ্তরাও এই স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। শুধু সাংবাদিকই নন, তার স্ত্রী বা স্বামী, পিতামাতা, নাবালক ভাইবোন, নির্ভরশীল অবিবাহিতা, বিধবা, বিবাহ বিচ্ছিন্না বোন এবন সন্তান সকলেই এই প্রকল্পের আওতাভুক্ত হবেন।

সবরকম সরকারি হাসপাতাল ও পরীক্ষাকেন্দ্র ছাড়াও পুরসভা, অন্যান্য স্থানীয় স্বায়ত্বশাসিত সংস্থাগুলি পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল এবং সরকারি তালিকার অন্তর্গত বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থায় এই স্বাস্থ্য বিমার পরিষেবা পাওয়া যাবে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে এই প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি ১লা এপ্রিল থেকে কার্যকরী হবে।