Latest News

February 2, 2016

Tourist flow sees significant increase in West Bengal

Tourist flow sees significant increase in West Bengal

Tourist flow to West Bengal, including that of foreign tourists, has increased significantly.

As per the 2014 report of the Union Ministry of Tourism, 13,75,740 foreign tourists visited the State, against 12,45,230, according to the report for the previous year.

The number of domestic tourists visiting the State has almost doubled. As per 2014 statistics of the Ministry of Tourism, 4,90,29,590 domestic tourists visited the State, against 2,55,47,300 previously.

 

পশ্চিমবঙ্গে আগের তুলনায় বেশি পর্যটক আসছেন

পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর রিপোর্ট অনুযায়ী ২০১৪ সালে ১৩ লক্ষ ৭৫ হাজার ৭৪০ জন পর্যটক এসেছেন এ রাজ্যে। গত বছরে পর্যটকদের সংখ্যা ছিল ১২ লক্ষ ৪৫ হাজার ২৩০।

২০১৪ সালের থেকে ২০১৫-এ পর্যটকদের সংখ্যা প্রায় আড়াই গুন বেড়ে যায়। ২০১৫ সালে বিদেশি পর্যটকদের সংখ্যা ৪ কোটি ৯০ লক্ষ ২৯ হাজার ৫৯০, ২০১৪ সালে এই সংখ্যা ছিল  ২ কোটি ৫৫ লক্ষ ৪৭ হাজার ৩০০।

পর্যটন মন্ত্রী বলেন, “এত বৈচিত্র্য কোনও রাজ্যে নেই যা পর্যটকদের খুশি করতে পারে। সরকার নিজস্ব পর্যটক আবাসগুলির পরিষেবা উন্নত করেছে, সেগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। রাজ্যের নিজস্ব সংস্কৃতি গুলি তুলে ধরা হচ্ছে পর্যটকদের কাছে যা খুবই আকর্ষণীয়”।