সাম্প্রতিক খবর

জুন ৩, ২০২০

কেন্দ্রীয় সরকারকে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় সরকারকে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর

পরিযায়ী শ্রমিকদের জন্য আজ নিজের সহানুভূতি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীকে আর্জি জানান এই পরিযায়ী শ্রমিকদের এই মুহূর্তে ১০ হাজার টাকা করে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর।

তিনি লেখেন, এই মহামারীর ফলে মানুষ অত্যন্ত আর্থিক অনটনের মধ্যে আছেন। আমি কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাচ্ছি পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিককে ১০ হাজার টাকা করে দিতে। পিএম কেয়ার ফান্ডের একটি অংশ এই কাজে ব্যবহার করা যেতে পারে।