Latest News

February 28, 2016

Mamata Banerjee launches upgraded AITC mobile app

Mamata Banerjee launches upgraded AITC mobile app

Trinamool Chairperson Ms Mamata Banerjee today launched an upgraded and improved mobile app of All India Trinamool Congress. Android and Apple users can download this app from Google Play Store and Apple Store respectively.

“To give you a whole new world of experience on digital interface, a new customised and updated mobile app has just been launched, which can help you to get lots of information at your fingertips on mobiles, tablets etc. Please enjoy the experience,” Mamata Banerjee wrote on her Facebook page to announce the launch of the improved app.

Trinamool Congress has been very active on social media with a strong presence on Twitter, Facebook and Youtube. The party website was launched in 2009 and since then Trinamool has widened its digital presence.

At present, Trinamool has almost 20000 followers on Twitter and 1.1 lakh likes on Facebook. The party has a presence on Youtube and Google Plus too.

You can download the iOS and Android versions of the NEW AITC app from here: http://aitcofficial.org/downloads/

 

তৃণমূল কংগ্রেসের মোবাইল অ্যাপ চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের  শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি আপগ্রেডেড ও উন্নত মোবাইল অ্যাপ্ চালু করলেন। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে স্টোর থেকে ও অ্যাপেল ফোন ব্যবহারকারীরা অ্যাপেল প্লে স্টোর থেকে এই অ্যাপ্টি ডাউনলোড করতে পারবেন।

“ডিজিটাল মাধ্যমে আপনাদের এক নতুন ও অভিনব অভিজ্ঞতার আস্বাদ দিতে আমরা নিয়ে এসেছি একটি নতুন মোবাইল অ্যাপ। পার্টি সংক্রান্ত সব খবর পেয়ে যান আপনার নখদর্পণে – মোবাইল, ট্যাব ও অন্যান্য মাধ্যমে”, ফেসবুক পেজে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম যেমন টুইটার, ফেসবুক, ইউটিউবে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সক্রিয়। ২০০৯ সালে দলের ওয়েবসাইট শুরু হওয়ার পর থেকেই ডিজিটাল মাধ্যমে তৃণমূলের প্রসার ঘটেছে।

ইতিমধ্যেই টুইটারে তৃণমূলের প্রায় ২০০০০ ফলোয়ার , ফেসবুকে ১.১ লাখ ‘লাইক’ রয়েছে। এছাড়াও,ইউটিউব ও গুগুল প্লাসে তৃণমূলের নজ্র কাড়ার মত অস্তিত্ব রয়েছে।

iOS এবং অ্যানড্রয়েড ভারসানে AITC অ্যাপ ডাউনলোড করুন এখান থেকেঃ http://aitcofficial.org/downloads/