জুন ১৭, ২০২০
বীর শহিদদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

গতকাল থেকে ভারতের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে গণ্ডগোল চলছে। এই সংঘর্ষে ভারতের ২০ জন বীর সেনা নিহত হয়েছেন। এই ২০ জনের মধ্যে রয়েছেন বাংলার দুজন, বীরভূমের রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের বিপুল রায়। এই পরিস্থিতিতে তাঁদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি এককালীন প্রত্যেক পরিবারকে ৫লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দিয়ে তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি তাঁর টুইটে লেখেন, গালওয়ান উপত্যকায় নিহত সকল শহিদদের আমার সমবেদনা জানাই। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই শহিদদের মধ্যে দুজন বাংলার। বীরভূম জেলার মহম্মদ বাজার থানার বেলগরিয়া গ্রামের সিপাই রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার বিন্দিপাড়া গ্রামের বিপুল রায়।
তিনি আরও লেখেন, আমি জানি তাঁরা দেশের জন্য প্রাণ দিয়ে যা করেছেন বা তাঁদের বীর পরিবারের যা ক্ষতি হল, সেটা কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। তাও আমরা আমাদের ভূমিপুত্রদের পরিবারের বিপদের সময়ে তাঁদের পাশে দাঁড়াবো। এজন্য আমরা ৫লক্ষ টাকা ও শহিদদের পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে চাই।
My heartfelt condolences to the families of the brave men martyred at #GalwanValley. I'm at pain to say that two of them belonged to West Bengal— Sepoy Rajesh Orang (Vill Belgoria, PS Md Bazar, Birbhum) & Bipul Roy on General Duty (Vill Bindipara, PS Samuktala, Alipurduar) (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2020