সাম্প্রতিক খবর

জুন ২৬, ২০২০

আমরা মানুষের কাছে দায়বদ্ধ: সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা মানুষের কাছে দায়বদ্ধ: সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, সম্প্রতি কিছু রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করেছে সে বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কোনও কোনও রাজনৈতিক দল কেন জনগণের সম্পত্তি নষ্ট করবে? করোনা ঠেকাতে তার নির্দেশ, স্যানিটাইজার ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন। এছাড়া, বেসরকারি স্কুলের উদ্দেশ্যে বলেন, স্কুলের ফিজ বাড়ানো যাবে না। বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেন, কোভিড টেস্টের খরচ ৪৫০০টাকা থেকে কমিয়ে ২৫০০টাকা করা হয়েছে। পিপিই ও অন্যান্য জিনিসের জন্য প্রতি দিনে ১০০০ টাকা খরচ হবে। ডাক্তারদের সঙ্গে আলোচনার জন্য খরচ ৫০০০টাকা থেকে কমিয়ে ১০০০টাকার মধ্যে করা হয়েছে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

কলকাতা মেট্রোর স্যানিটাইজেশন করে যতগুলো সিট শুধু তত লোককেই টিকিট দিলে মেট্রো চালানো যেতে পারে ১লা জুলাই থেকে

আমরা মানুষের কাছে দায়বদ্ধ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রাইভেট বা মিনিবাস যাতে চলতে পারে, ১লা জুলাই থেকে ৬০০০ বাসের সংস্থাকে ৩ মাস ১৫০০০ টাকা করে সরকার দেবে। এর জন্য সরকারকে ২৭ কোটি টাকা সাবসিডি দিতে হবে। মানুষের সমস্যার সমাধানের জন্যই এই সিদ্ধান্ত

কথায় কথায় গিয়ে ভাঙচুর করা হচ্ছে, এটা কোনও কোনও রাজনৈতিক দলের টার্গেট হয়ে গেছে। কেন জনগণের সম্পত্তি নষ্ট হবে? আসুন সবাই একসাথে কাজ করি, মিটিং মিছিল করার অনেক সময় পাবেন। বাইক মিছিল কেন হবে?

আমি যদি ২১শে জুলাই স্যাক্রিফাইস করতে পারি আপনাদেরও এটা করতে হবে, এটা রাজনৈতিক ফায়দা তোলার জায়গা নয়

কেন্দ্র অনবরত পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে, ১৫ দিন ধরে এক অবস্থা। মানুষের পকেটে পয়সা নেই

কন্ডাক্টর, ড্রাইভারদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে। ভেলোর আর অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ১লা জুলাই থেকে এই প্যাকেজ চালু হবে

রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন তার জন্য একটা অ্যাপ চালু করা হবে

লকডাউনের পরও যখন সংক্রমণ বাড়ছে তখন কেন্দ্র ট্রেন চালু করে দিচ্ছে, প্লেনে, ট্রেনে কোন হেলথ প্রটোকল মানা হচ্ছে না। আমরা কত কন্ট্রোল করবো? আমাদের প্রতি অবহেলা করছে কেন্দ্র। তাই আমি বলবো বিদেশী বিমান বন্ধ করুন

চেন্নাই থেকে কোভিড রোগী কলকাতায় এলো। যেখানে করোনার সংখ্যা বেশী, সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইট আসা বন্ধ হোক

লকডাউনের সময়সীমা ১ ঘন্টা বাড়ানো হল, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত

ভালো করে খাওদাওয়া করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন। আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে

১লা জুলাইয়ের মধ্যে আরো ৫০০ বাস চলবে

স্কুলের ফিজ বাড়ানো যাবে না। কম্পিউটার, লাইব্রেরি বা খেলাধুলার জন্য অতিরিক্ত ফিজ নেওয়া যাবে না

সংখ্যালঘু উন্নয়নের জন্য অনেক প্রকল্পের উদ্বোধন হল। এই দপ্তরে বরাদ্দ করা হয়েছে ৪ হাজার ১৬ কোটি টাকা। বৃত্তি দেওয়া হয়েছে ২ কোটি ৩৮ লক্ষ। ৫৫১ কোটি টাকায় আলিয়ার নতুন ক্যাম্পাস। সব জেলায় সংখ্যালঘু ভবন করা হয়েছে। ৮৫ হাজার মানুষ হজ সম্পন্ন করেছেন। ১০৭ কোটি টাকা খরচ করে নিউটাউনে হজ হাউজ করা হয়েছে। ৬০০০ এর বেশী কবরস্থান করা হয়েছে। ৯৭% সংখ্যালঘুকে আমরা সাহায্য করেছি।
ঐক্যশ্রী প্রকল্প আমরা চালাই। ৮ লক্ষ ৩০ হাজার যুবক যুবতীকে আমরা সাহায্য করেছি। ৫২৩টি হোস্টেল, ৮টি পলিটেকনিক কলেজ, ৩৯টি আইটিআই হয়েছে

জয়বাংলা প্রকল্প করা হয়েছে। জয় জহর প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশী বয়স্কদের পেনশন দেওয়া হচ্ছে। আমরা নিজেদের প্রকল্প নিজেরাই চালাবো, কেন্দ্রের কাছে মাথা নত করবো না

প্রাইভেট হাসপাতালের কোভিড টেস্টের খরচ ৪৫০০টাকা থেকে কমিয়ে ২৫০০টাকা করা হল। পিপিই ও অন্যান্য জিনিসের জন্য প্রতি দিনে ১০০০ টাকা খরচ হবে। ডাক্তারদের সঙ্গে আলোচনার জন্য খরচ ৫০০০টাকা থেকে কমিয়ে ১০০০টাকার মধ্যে লিমিটেশন করা হল। বাকি রেটগুলোও কমানো হবে। আমরা একটা এক্সপার্ট টিম গঠন করেছি এর জন্য