Latest News

February 3, 2018

Bengal Govt to provide personal accident insurance to SHG members

Bengal Govt to provide personal accident insurance to SHG members

Through the West Bengal Swarojgar Corporation Limited (WBSCL), the State Government has decided to provide personal accident insurance coverage to every member of self-help group. The arrangement falls under the Samaj Sathi Scheme. WBSCL comes under the Self-Help Group and Self-Employment Department.

For this purpose, the government has selected Insurance Regulatory Development Authority (IRDA)-registered insurance companies through a transparent bidding process.

The accident insurance package includes insurance benefits for accident-related medical expenses and hospital stay as well as wage loss compensation. The insurance scheme shall apply to all the districts of Bengal.

 

সমাজ সাথী – ব্যাক্তিগত দুর্ঘটনা বীমা প্রকল্প

 

রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে সমাজ সাথী প্রকল্পের আওতাভুক্ত সকল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে ব্যাক্তিগত দুর্ঘটনা বীমা প্রকল্পের আওতায় নিয়ে আসা।

এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর কোনও সদস্যের কোনও আকস্মিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হলে তাকে ও তার পরিবারকে সুরক্ষিত করবে এই বীমা এবং আইআরডিএ তালিকাভুক্ত বীমা সংস্থাগুলিকেই বিডিং প্রসেসের মাধ্যমে রেজিস্টার করা হবে।

এই বীমাতে দুর্ঘটনাজনিত সুযোগসুবিধাও অন্তর্ভুক্ত করা হবে, যেমন, দুর্ঘটনার ফলে চিকিৎসার খরচ, হাসপাতালের খরচ, মজুরি বাবদ ক্ষতিপূরণ। এছাড়া বীমা সংস্থা আরও অতিরিক্ত কিছু বিষয়কে বীমার আওতায় নিয়ে আসবে, যেমন, তথ্য, শিক্ষা ও যোগাযোগ কার্যকলাপ, বীমা কৃত ব্যাক্তির নথিভুক্তিকরন, স্মার্ট কার্ড প্রদান, এই প্রকল্পের অধীনের হাসপাতালগুলির নাম নথিভুক্ত করা।

এই বীমা প্রকল্প রাজ্যের সমস্ত জেলায় প্রযোজ্য হবে।