সেপ্টেম্বর ৮, ২০২২
২০২৪ সালে সব এক হয়ে যাব : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ১৮৪০ জন ব্লক সভাপতি সহ ব্লক পর্যায়ের ১৭ হাজার প্রতিনিধিকে নিয়ে নেতাজি ইনডোরে বুথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:
১০ কোটি টাকা করে দিয়ে ঝাড়খণ্ডের সরকার ফেলতে চেয়েছিল। আমরা বাঁচিয়ে দিলাম। এখন তো নিতিশজি আমাদের সঙ্গে, ওদিকে অখিলেশ আছে, হেমন্তও আছে। ২০২৪ সালে সব এক হয়ে যাব।যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়ুক। তারপর ঠিক করা যাবে প্রধানমন্ত্রী কে হবেন।
অনেক কাউন্সিলরের নামে অভিযোগ পাচ্ছি। দল আপনাকে টিকিট দিয়েছে দল এবং মানুষের জন্য কাজ করার জন্য, নিজের জন্য কাজ করতে না। যদি বেশি অভিযোগ আসে, একদিন সকালে উঠে দেখবেন নামটাই কেটে গিয়েছে।
আজকালকার মিডিয়া শুধু তৃণমূলের গন্ধ পেতে ব্যস্ত। ভালোটা চোখে দেখতে পায় না। এর সাথে ওর লাগাচ্ছে, এর সাথে আমার লাগাচ্ছে। শতাব্দীর সঙ্গে কেষ্টকে লাগাচ্ছে, আমার সঙ্গে অভিষেকের লাগাচ্ছে। এরা এটাই বোঝে না যে এটা হওয়ার নয়। এতে টিআরপি বাড়বে না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কেন ডাকা হল না বাংলাকে? শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এই প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাকে বাদ দেওয়া হল। চিন, শিকাগোতেও আমাকে যেতে দেওয়া হয়নি।
শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত ইলেকশন করব। তার পর দু’হাজার চব্বিশে এমন খেলা খেলব, বিজেপি বাবুরা বুঝতে পারবে খেলার নাম বাবাজি। আর খেলাটা বাংলা থেকেই তৈরি হবে।