জুলাই ৩, ২০২৩
২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ালি বীরভূমের দুবরাজপুরের সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার বক্তব্যের কিছু অংশ :
সিপিএম-কংগ্রেস দিল্লিতে আমাদের সাহায্য চাইছে৷ আমরাও সাধ্যমতো সাহায্য করছি৷ কংগ্রেসও যতটা পারছে করছে৷ কিন্তু দিল্লিতে আমাদের সাহায্য চাইবে আর এখানে আমাদের বিরুদ্ধে বিজেপি-র সঙ্গে হাত মেলাবে, তা তো হবে না
আমি আমার ৬ কর্মীকে হারিয়েছি। সবটাই করেছে বাম, বিজেপি, কংগ্রেস মিলে। যা ইচ্ছে তাই করছে
দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে। দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না
পঞ্চায়েত নির্বাচনের পর বকেয়া বিধবা ভাতা আমরা রাজ্য সরকারের তরফে দেব। ১লক্ষ ১৫ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে এখনও বকেয়া
বিভেদ দেখলে কড়া পদক্ষেপ নেব। দলের মধ্যে বিভেদ আমি বরদাস্ত করব না
২০২৪ সালে বিজেপি সরকারকে উৎখাত করা হবে
কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে। এমনকী তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে। যদি সে অন্যায় করে, আদালতে প্রমাণ করুন। প্রমাণ করতে পারছে না, কিন্তু আটকে রেখে দিয়েছে যাতে সে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে। কেউ যদি কোনও অন্যায় করে কোর্ট তাকে শাস্তি দিক। এদিকে কোর্টে কিছু প্রমাণ করতে পারছে না
আপনারা দেখেছেন,একটা ঘটনা ঘটেছে রামপুরহাটে, আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছি। তাঁদের ঘর বাড়ি থেকে শুরু করে, তাদের চাকরি দেওয়া থেকে শুরু করে সবটাই করেছি। কখনও মানুষ বিপদে পড়লে, তার পাশে দাঁড়ানো আমাদের কাজ। আমরা করব