সাম্প্রতিক খবর

মে ৫, ২০২১

স্বচ্ছতা আসুক ভ্যাকসিন নীতিতে, প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

স্বচ্ছতা আসুক ভ্যাকসিন নীতিতে, প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হওয়ার পরেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন সর্বপ্রথম কোভিড ইস্যুর উপরেই তিনি জোর দিচ্ছেন। আজ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিয়েও প্রথমেই করোনা মোকাবিলার পদক্ষেপ করবেন বলে জানান তিনি। আর তার পরেই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দাবি, সবাইকে বিনামূল্যে টিকাকরণ করাতে হবে।

চিঠিতে ভ্যাকসিনের জোগান বাড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি লিখেছেন, ২৪ ফেব্রুয়ারি আপনাকে চিঠি লিখেছিলাম মনে করে দেখতে পারেন। রাজ্য টিকা কিনতে চায় বলেছিলাম। রাজ্যের মানুষ যাতে বিনামূল্য টিকা পায় সেই চেষ্টা করেছিলাম। কিন্তু এখনও কোনও উত্তর পাইনি। এখন হাসপাতালে বেড ও অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনের সঙ্কট। তাই আবার লিখছি।

আরও কয়েকটি দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী:

১) প্রথমত টিকার জোগান বাড়াতে হবে। সরকার ইতিমধ্যেই ১৮ বছরের উর্ধ্বেও টিকা দেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু টিকার জোগান নেই।

২) করোনা মহামারীতে ওষুধ, রেমডেসিভির এর ঘাটতি দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে হাজার ডোজ রেমডেসিভির লাগবে প্রতিদিন। এই সমস্ত করোনার অত্যাবশ্যক ওষুধের জোগান যাতে দ্রুত বাড়ানো তার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।

৩) সংক্রমণের হার বাড়ায় অক্সিজেনের ঘাটতি (Oxygen shortage) দেখা দিয়েছে। আর তাই অক্সিজেনের ঘাটতি পূরণ করার দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে দৈনিক হারে অক্সিজেনের চাহিদা ২২০ মেট্রিক টন থেকে বেড়ে ৪০০ মেট্রিক টন হয়েছে। খুব শীঘ্রই চাহিদা গিয়ে ঠেকবে ৫০০ মেট্রিক টনে। তাই রাজ্যের জন্য অবিলম্বে ৫০০ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দের দাবি তুলেছেন তিনি।

তিনি আরও লেখেন, ‘আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে করোনা যুদ্ধ সমন্বয়ের মাধ্যমেই জেতা যাবে।’