February 1, 2021
রেশন ডিলারদের লাইসেন্স নবীকরণের সময় বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আজ নেতাজি ইনডোরে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডরেশনের রাজ্য সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
আমরা মানুষের জন্য কাজ করেছি
আমরা সকলের জন্য স্বাস্থ্য, সকলের জন্য রেশন ফ্রি দিচ্ছি। এটা আর কোনও রাজ্যে নেই। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে আছে
আমরা ৩৫ লক্ষ মেট্রিক টন চাল চাষিদের থেকে কিনে রেশন দিই রাজ্যবাসীকে। এতে সরকারের ৩১ টাকা খরচ পড়ে, কিন্তু আমরা সেই চাল বিনামূল্যে মানুষের হাতে তুলে দিই। লোকে যদি বলে রেশনের চালটা খুব ভাল। তা শুনে আমাদের গর্ব হয়। কারণ, আমাদের ঘরের ছেলেমেয়েরাই তো তা খায়
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অন্ধ্র্প্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিপুল পরিমাণ চাল কেনে। লাখ লাখ টন চাল কেনে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কেনে মোটে ৬৯ হাজার টন
রাজ্যে, রেশন ডিলারদের জন্য ১২০০ শূন্য পদ রয়েছে
২০১৯ সালে ডিলার কমিশন ছিল ৫৪ টাকা প্রতি কুইন্টাল। এখন তা বাড়িয়ে ৭০ টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে। এর ৮০ ভাগ টাকা অগ্রীম দেওয়া হচ্ছে
কম্পেনসেট গ্রাউন্ড ডিলার নোয়োগের ক্ষেত্রে আবেদনের সময়কাল ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে
ডিজিটাল রেশন কার্ড দেওয়া হয়েছে
জঙ্গলমহলের ৫৪ লক্ষ মানুষ রেশন পাচ্ছেন
করোনার সময়ে আমি অনেক রেশন দোকানে গিয়েছি। আপনারা ভালো কাজ করেছেন
একটা–দুটো রেশন দোকানে একটু–আধটু গন্ডগোল হয়েছে আর তাই নিয়ে টিভি চ্যানেলগুলো এমন করেছে যেন লক্ষ লক্ষ রেশন দোকানে গন্ডগোল হয়েছে। অনেকে মিথ্যা কথা রটিয়ে দেয়। রেশন দোকানে গিয়ে হামলাও করেছে। এমন ঘটনাও আমাদের কানে এসেছে
যারা কষ্ট করে মানুষের কাছে খাবার জল পাঠিয়ে দিয়েছেন এই রেশন ডিলার রা তারাও কোভিড যোদ্ধা, তাদের কখনো স্যালুট জানিয়েছেন? তারা কি জীবনে ঝুঁকি নেয়নি?
মাস্ক ও গ্লাভস পড়ুন , সাবধানে থাকুন
যতটা পারবো ঠিক করে দেব
রেশন পায় না অনেক লোক ঐশিবা জায়গা মোবাইল রেশন দোকান চালু করতে হবে
ই-রেশন ব্যবস্থা চালু করা হবে
শিল্পের প্রধান ডেস্টিনেশন এখন বাংলা, তাই তো এখন বাংলা বাংলা করছে
আমরা কাজ করে কথা বলি, ওরা নির্বাচনের সময় মিথ্যে প্রতিশ্রুতি দেয় , জিতে কোন কাজ করে না এটাই বিজেপির সঙ্গে আমাদের তফাৎ
টাকা দিলে টাকা নিয়ে নেবেন, ভোটবাক্স উল্টে দেবেন
কয়েকটা চোর ডাকাত অনেক টাকা করেছে, তাই সেসব সুরক্ষিত রাখার জন্য বিজেপিতে যাচ্ছে, ওগুলোকে আমি ই টিকিট দিতাম না, যারা খারাপ কাজ করেছে তাদের কেন টিকিট দেব? নতুন লোক কে টিকিট দিলে মানুষ খুশি হবে
কালো গুলো বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে সাদা হয়ে আসছে
তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে, এই নিয়ে শঙ্কার কোন কারণ নেই
বিজেপি গ্যাস বেলুন, ওরা মিডিয়ায় বেঁচে আছে, এজেন্সিকে এতো এতো টাকা দিয়েছে রাস্তায় পতাকা লাগানোর জন্য
নতুন ঘোষণা
লাইসেন্স যেটা বার্ষিক পুনর্নবীকরণ করা হয় সেটা ১ বছরের জায়গায় ৩ বছর করা হবে
নতুন ডিলারশিপ লাইসেন্সের আবেদনের জন্য কার্যনির্বাহী মূলধন ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ২ লক্ষ টাকা করা হল
রেশন ডিলার রা কাজ করতে করতে যদি কেউ দুর্ঘটনায় মারা যায় সরকার তাদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে