Latest News

February 24, 2021

রাজ্যবাসীকে টিকা দেওয়া প্রয়োজন, ভোটের আগে মোদীকে চিঠি মমতার

রাজ্যবাসীকে টিকা দেওয়া প্রয়োজন, ভোটের আগে মোদীকে চিঠি মমতার

কোভিড পরিস্থিতির মধ্যে নির্বাচন হতে চলেছে বাংলায়। এমন অবস্থায় রাজ্যের সব মানুষকে টিকা দেওয়া প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল বিনামূল্যে সকলকে টিকা দেওয়া হবে। তাই ভোটের আগেই সেই ব্যবস্থাটা সেরে ফেলতে চাইছে রাজ্য। বুধবার এ বিষয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে যে টিকাকরণ কর্মসূচি চলছে তার আওতায় রয়েছেন স্বাস্থ্য কর্মী, পুরসভার কর্মী, পুলিশ এবং সামনের সারির যোদ্ধারা। যেহেতু সামনেই নির্বাচন তাই এই প্রক্রিয়ার সঙ্গে বহু সরকারি এবং আধা সরকারি কর্মী জড়িত থাকবেন। তাই এই প্রক্রিয়াকে সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য তাঁদেরও টিকা দেওয়ার কাজ জোরকদমে শুরু হয়েছে।

কিন্তু যে বিষয়টি উদ্বেগের তা হল, বিপুল সংখ্যক ভোটারদের সামলাতে হবে এই ভোটকর্মীদের। নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনরকম সমস্যা না হয় তাই তাদের রক্ষাকবচ দেওয়াটা খুব প্রয়োজন। তাই রাজ্য সরকার চায় সকলেরই টিকাকরণ সম্পন্ন হয়ে যাক। সেজন্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে টিকা কিনে নিতে চায়। কেন্দ্রকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন মমতা। সেই টিকা যাতে নির্দিষ্ট স্থান থেকে রাজ্য কিনতে পারে তার জন্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আর্জিও জানিয়েছেন তিনি।