December 30, 2024
মানুষকে ভুল বোঝানো হয়েছিল,কিন্তু মিথ্যা বেশি দিন চলে না : মমতা বন্দ্যোপাধ্যায়

বছর শেষে সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যাযে বক্তব্যের কিছু অংশ
মানুষকে আরও কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য উত্তর ২৪ পরগনা জেলায় নতুন মহকুমা করা হবে
আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না
আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক। তারা এক নম্বর স্থানে আসুক। বিশ্ব জয় করুক।সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না
টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশি দিন চলে না। আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক
খুব সুন্দর মিটিং হয়েছে। নজরকাড়ার মতো। সন্দেশের মতো মিষ্টি।সন্দেশখালির মানুষকে ধন্যবাদ। নতুন বছরের প্রাক্কালে সবাই ভাল থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে গঙ্গাসাগর পৌষমেলা এবং আরও অনুষ্ঠান আছে। আর বাঘিনিটি ভালো আছে। বন দফতরের কর্মী এবং অন্যরা সমন্বয় করে ভাল কাজ করেছেন