Latest News

February 1, 2021

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট: মমতা বন্দ্যোপাধ্যায়

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু বিষয়:

মাত্র ৬-৭ বছর সময় পেয়েছি, ৪৩টা মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল, ৩৪টা বিশ্ববিদ্যালয় করেছি

আগে উত্তরবঙ্গকে কেউ গুরুত্ব দিতেন না, কিন্তু আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এক নজরে দেখি, মাঝে মধ্যেই উত্তরবঙ্গে আসি

তাহলে কলকাতা কেন একটা রাজধানী হবে না? এমনি এমনি বলিনি, ঐতিহাসিক কারণ আছে বলেই বলেছি

সারা বাংলা আজ গোটা দেশের ভবিষ্যৎ, সারা বিশ্ব বাংলার দিকে তাকিয়ে

ডিজিটাল রেশন কার্ড করা হয়েছে

প্রতিদিন দেড় লক্ষের বেশি স্বাস্থ্যসাথী কার্ড করানো যাচ্ছে না। যতটা সম্ভব করে দিচ্ছি

৯ লক্ষ ট্যাব এক বারে পাওয়া যাচ্ছিল না, তাই ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা দিয়ে দিলাম

শিলিগুড়ি থেকেও কলকাতায় কাজ হচ্ছে, রাস্তা চওড়া হচ্ছে? আজ বাজেটে বলছে গ্রামীণ রাস্তা বানাবে, তোমরা আবার কী করবে? আমরা তো করে দিয়েছি। সবটাই রেডি আছে। নতুন করে কলকাতা শিলিগুড়ি কী করবে? বাঙালকে হামাগুড়ি শেখাচ্ছো’? আমার কোনও দরকার নেই, গ্রামে সব রাস্তা তৈরি হয়ে গিয়েছে। ভোটের আগে নাকি বাংলায় রাস্তা বানাবে! বাংলায় করতে হবে না। আমি রাস্তা করে দেব

যেসব কৃষকরা আন্দোলনে বসে আছেন, এই রাস্তা তৈরির টাকা তাদেরকে দেওয়া হোক।

৩,২০০ কোটি টাকার অলরেডি করিডর হচ্ছে। এশিয়ান হাইওয়ে হয়ে গেছে। কুচবিহারে আমরা এয়ারপোর্ট কানেকটিভিটি করে দিয়েছি। মালদায় করে দিয়েছি, বালুরঘাটে করে দিয়েছি। আমি আসামকে ভালবাসি। তোমরা আসামে প্লেন চালাতে পারলে কোচবিহারে কেন চালাও না? পাঁশকুড়া থেকে বর্ধমান হয়ে আরও একটা পথে দক্ষিণ বঙ্গ – উত্তরবঙ্গকে জোড়া হচ্ছে

যারা জানে না তারা শুধু ভাঁওতা দেয়

আজকে একটা বাজেট করেছে। আবার দাম বাড়বে। তৈরি থাকুন। পেট্রোলে আড়াই টাকা, ডিজেলে ৪ টাকা সেস বসিয়েছে। সেস আপনাদের শেষ করে দেবে। সেসের টাকা রাজ্য সরকার পায় না। টোটাল দিল্লি তুলে নিয়ে চলে যায়। একেবারে জিজিয়া করের মতো এই টাকাগুলো তুলে নিয়ে চলে যায়।

সবকিছুই বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। দেশটাকেই বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। ভবিষ্যতে ‘ভাত-ডাল-আলুসেদ্ধ’ জুটবে কিনা, তারও কোনও নিশ্চয়তা নেই

পেট্রোলের দাম বাড়া মানে রান্না ঘরে আগুন লাগা। আবার বাড়ালো

এটা ভেকধারী সরকারের ফেকধারী বাজেট।মানুষ বিরোধী, কৃষক বিরোধী দেশ বিরোধী ওরা

বাজেটে বলেছে ইন্সিওরেন্সের ৭৪ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হবে। তার মানে আপনারা গেলেন। আপনি টাকাটা পাবেন কি?’

সব সরকারি বিভাগ বিক্রি করে দেবে। গোটা দেশটাকেই এক দিন বিক্রি করে দেবে। ব্যাঙ্ক, বিমা, রেল, ভেল, সেল সব বেচে দেবে। হুক্কাহুয়া প্রোজেক্ট। রেল প্রাইভেটাইজেশন, BSNL টোটাল প্রাইভেটাইজেশন। এয়ার ইন্ডিয়া টোটাল প্রাইভেটাইজেশন। যত PSU আছে সব প্রাইভেটাইজেশন

কেন্দ্রীয় সরকারি চাকুরেদের কারও চাকরি সুরক্ষিত নয়। কারণ সব বিক্রি করে দিচ্ছে’

মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসলে তোমাদের টাকা থাকে না ট্রেনের টিকিট কাটার আর যারা কোটি কোটি টাকা চুরি ডাকাতি করেছে তাদের চার্টার্ড প্লেনে করে দিল্লি নিয়ে যাচ্ছো?’ এনপিএ র টাকা মকুব হচ্ছে না অথচ কৃষকদের টাকা মকুব করা হচ্ছে না

এই বাজেটে সাধারণ মানুষ সম্পূর্ণ উপেক্ষিত, কৃষকবিরোধী। সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই। অসংগঠিত সেক্টরের জন্য কিচ্ছু নেই

আগেরবার নির্বাচনের আগে এসে বলেছিলো ৭ টা চা বাগান খুলে দেবে, কিছুই করেনি। আপনারা জানেন রাজ্য সরকার আপনাদের জন্য

আমরা সব ভাষালকে স্বীকৃতি দিয়েছি। ওরা শুধু আমাদের নামে মিথ্যে কথা বলে যাবে

‘ইন্ডিয়া ফার্স্ট পেপারলেস বাজেট। মানে পেপারে আর আপনি দেখতে পাবেন না। ওটা কোথায় লুকিয়ে রেখে দেবে চুপচাপ করে। ওই মালপোয়ারা রেখে দেবে’

সব বিক্রি করে দিয়ে কবে যে এরা দেশ ছেড়ে পালাবে জানি না। এবার ওদেরকেই বিক্রি করে দিন

আমি অনেক সরকার দেখেছি। কিন্তু এরকম একটা ভিন্ডিক্টিভ সরকার, যারা মানুষের ক্ষতি করে দেশটাকে পুরো বিক্রি করে দিতে চায় তারা কী করে দেশপ্রেমের কথা বলে?

আগামী ৫ বছরে ছাত্র যৌবন কে নিজের পায়ে দাঁড় করানোই আমার লক্ষ্য, বাকি সব কাজ আমার হয়ে গেছে

লোকসভা ভোটে আমি গো-হারা হেরেছিলাম। আমি জানি, বিধানসভা ভোটে আপনারা সেটা পুষিয়ে দেবেন

টাকা দিলে টাকা নিয়ে নেবেন আর ভোট ওদের দেবেন না

সবাই ভালো থাকবেন