Latest News

February 2, 2021

বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কোনও কাজ করে না: ফালাকাটায় মুখ্যমন্ত্রী

বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কোনও কাজ করে না: ফালাকাটায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ফালাকাটায় একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সরকারি পরিষেবা প্রদান, পাট্টা বিলি ছাড়াও নবদম্পতিদের হাতে উপহার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের পর আদিবাসীদের নাচের তালে পাও মিলিয়েছেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

আজ ৯০০ জন যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের সবাইকে আমার অভিনন্দন। তারা আমাদের গর্ব

চা সুন্দরি প্রকল্পে ৪৬০০-র বেশী চা শ্রমিকের হাতে তাদের বাড়ি তৈরির অ্যালটমেনট লেটার তুলে দেওয়া হল

এই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ৩ বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে। ৩ বছরের মধ্যেই গৃহহীনরা ঘর পাবে

আগের বছর বাজেটে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছর পার হওয়ার আগেই সেই প্রতিশ্রুতি পূরণ করল সরকার, এটাই তৃণমূল কংগ্রেস

চা বাগান নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলে। ৩৪ বছরে সিপিএম কোন কাজ করেনি

আর বিজেপি নির্বাচনের সময় অনেক বড় বড় কথা বলে, নির্বাচন হয়ে গেলে পালিয়ে যায়। মিথ্যে প্রতিশ্রুতি দেয়

আদিবাসীদের জন্য আমরা অনেক কাজ করেছি। আদিবাসীদের জমি জোর করে নেওয়া যাবে না, তাদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে

পঞ্চানন বর্মা, রঘুনাথ মুর্মু, হরিচাদ ঠাকুর এর জন্মদিনে ছুটি ঘোষণা করেছে সরকার

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করা হয়েছে

রাজবংশি ও কামতাপুরি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে

মানুষের দাবি মেনে ফালাকাটা ও ময়নাগুরি কে মিউনিসিপালিটি করা হল

আগামী দিনেও খাদ্য সাথী প্রকল্পের আওতায় সকলে বিনামুল্যে রেশন পাবেন

স্বাস্থ্য সাথীর বায়োমেট্রিক কার্ড না পেলে বিকল্প কার্ড দেওয়া হবে, এর মাধ্যমেই চিকিৎসা পাবেন

চা শ্রমিকদের মাইনে আমরা ৬৭ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করেছি

কুৎসা,অপপ্রচার, চরিত্র হনন করা ছাড়া বিজেপি আর কিছুই করে না

লোকসভায় উত্তরবঙ্গে বিজেপির এতগুলো সাংসদ জিতেছে, কোন কাজ করেছে?

নির্বাচনের আগে ৭ টা চা বাগান খুলে দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিছুই করেনি, নির্বাচন হয়ে গেলেই সব পালিয়ে যায়

আমরা ৯ টা চা বাগান আমরা খুলে দিয়েছি। বাকিটা আমাদের সাধ্যমতো নিশ্চয়ই করব

সকলে ভালো থাকবেন