জুন ২৭, ২০২৩
বিজেপির আয়ু আর ৬ মাস : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ জলপাইগুড়ির ক্রান্তিতে পঞ্চায়েত ভোট-প্রচারের জন্য একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:
আজ দেশে একটি ট্যাক্স আছে, জিএসটি। আমাদের থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। ১০০ দিনের দিচ্ছে না। যে টাকা দেয়, তা দিয়েই স্কলারশিপ দেওয়া হয়, কিন্তু দিচ্ছে না। আমেরিকায় কত দিয়েছেন? রাশিয়া থেকে কত দিয়ে কিনেছেন?
যে টাকাটা আপনারা পাননি, আমরা ছিনিয়ে আনবাই, টমেটো ১২০ টাকা, কী বিজেপি, বিনা পয়সায় চাল, ১২০০ টাকার গ্যাসে জ্বলছে বিনা পয়সার চাল। মোদি আসার আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, আজ হয়েছে ১২০০ টাকা
ওরা অনেক লোক নিয়ে বাইরে থেকে ঢুকবে। ঢুকতে দেবেন না। নিজের এলাকা নিজে সামলান। আমি বিজেপিকে বলি ওহে নন্দলাল, ১২০০ টাকার গ্যাসে জ্বলছে বিনা পয়সার চাল। লজ্জা করে না?তাহলে কি কাঠ কেটে জ্বালাবে?
বিজেপির আয়ু আর ৬ মাস। কেন্দ্রে থাকবে আর মাত্র ৬ মাস
সবাই এক সঙ্গে কাজ করবেন। যদি দেখেন কোনও নেতা কাজ করছে না, আমাকে সরাসরি বলে দেবেন, আমি দেখে নেব