জুলাই ১২, ২০২৩
বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পঞ্চায়েত ভোটের ফলাফলের পর নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ:
পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানাতে চাই, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন
আমরা তৃণমূলকে হয়রানি করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির অবিরাম ব্যবহার দেখেছি, বাংলার মানুষ কি অন্যায় করেছে? তাহলে কেন হয়রানি
আর বাংলার প্রতি এইরকম আচরণ?
বিজেপি সমস্ত রাজনৈতিক শালীনতা পরিহার করেছে। ২০১৪ সালে যেদিন কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসে, সেই দিন থেকেই কেন্দ্রীয় সরকার বিরোধী শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে কাজকর্ম করে চলেছে। বিজেপির একমাত্র এজেন্ডা হচ্ছে রাজ্য সরকারের কাজকর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। বিজেপি কখনোই গঠনমূলক উন্নয়ন কাজে নিয়োজিত হয়নি
যতদিন বিরোধী দলে ছিলাম মার খেয়েছে, বিজেপি ক্ষমতায় এসে বিদ্বেষমূলক মনোভাব নিয়েছে। সাধারণ ঘরের মেয়ে বলেই আমার ওপর রাগ?
পঞ্চায়েত ভোট শেষ হয়ে গিয়েছে। আমার যদি সত্যিই কোনও অপরাধ থাকে, যে শাস্তি মানুষ আমাকে দেবে, মাথা পেতে নেব। দাম্ভিকতা কোনও রাজনৈতিক দলের উদ্ধত্য হতে পারে না। মানুষের আশীর্বাদ-শুভেচ্ছা-দোয়া পেলে আরও নম্র হতে হয়
কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। তাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। দল নির্বিশেষে তাঁদের আর্থিক সাহায্য ও চাকরি দেওয়া হবে। কোনও দল দেখা হবে না। মৃতদের মধ্যে আমাদেরই ১২ জন। বাকিরা অন্য দলের। সাহায্য ও চাকরির ক্ষেত্রে কোনও দল ভেদাভেদ হবে না
আমার প্রণম্য গণদেবতার জয় হয়েছে। এই নির্বাচন আবার প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন