February 25, 2021
পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদের স্টিয়ারিং হাতে নিলেন মুখ্যমন্ত্রী

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ‘স্টিয়ারিং’ এবার নিজের হাতেই নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে ই-স্কুটার চেপে নবান্নে গিয়েছিলেন তিনি। বিকেলে নবান্ন থেকে বাড়ি ফেরার সময় নিজেই সেই ই-স্কুটার চালালেন তিনি। দু’পাশে এবং পিছনে যদিও সেই ই-স্কুটার ধরে ছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
নবান্ন থেকে বেরিয়ে দ্বিতীয় হুগলি সেতুর মাঝামাঝি পর্যন্ত মুখ্যমন্ত্রী ওই ই-স্কুটার চালান। এর পর তা চালান ফিরহাদ হাকিম। পরে হরিশ মুখার্জি রোডে গিয়ে মুখ্যমন্ত্রী ফের নিজের হাতে নেন স্কুটারের ‘হ্যান্ডল’।
বাড়ির সামনে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর বক্তব্যের কিছু বিষয়:
এটা ছিল আমাদের নীরব প্রতিবাদ
এই দাম কিভাবে বাড়ছে, করা বাড়াচ্ছে তার পিছনে একটা বড় রহস্য আছে, পাবলিক কে মিথ্যে বলে যাচ্ছে
মোদী সরকার ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা আর এখন হয়েছে ৮২৫ টাকা। একটা বাড়িতে দুটো গ্যাস লাগে। দুটো গ্যাসের দাম ১৬৫০ টাকা হলে সে খাবে কী? রাস্তায় যাতায়াত করবে কীভাবে? ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে কি করে?
মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে
কেরোসিনের জন্য যে ৪০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হত এবারের বাজেটে সেটা তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার
বাংলার প্রায় ২ কোটি মানুষ কেরোসিন তেলের ওপর নির্ভরশীল। তারা কেরোসিন পাচ্ছেন না। পেলেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। গরিবরা কেরোসিন তেলে স্টোভেই রান্না করেন, তারা কোথায় পাবেন
প্রতিদিন এক একটা নেতা আসছে। পেট্রোলের দাম কেন বাড়ল উত্তর নেই। ডিজেলের দাম, এল পি জি র দাম কেন বাড়ল, তার উত্তর নেই। ধান্দাবাজ, দুর্নীতিবাজ, লুঠেরাবাজ বিজেপিকে চাই না
দাম অবিলম্বে কমাতে হবে। ৪০০ টাকা করতে হবে রান্নার গ্যাসের দাম। নইলে বৃহত্তর আন্দোলনে নামব
কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। এবার সাধারণ মানুষ রাস্তায় নামবে। যতই এজেন্সি লাগান মোদীবাবু কিছু করতে পারবেন না