Latest News

November 15, 2022

নেতাদের জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ: মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাদের জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে ওনার বক্তব্যের কিছু অংশ:

রাজ্য থেকে জিএসটির নামে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। তাহলে আমরাও এখানে অনেক কিছু আটকে দিতে পারি। মানুষ জিএসটি নাও দিতে পারে। একশো দিনের কাজের টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে

আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলাম। তার পরও মেলেনি টাকা। এবার কি পায়ে ধরতে হবে?‌ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে। আর গরিব মানুষের টাকা দিচ্ছে না। এটা মানুষের প্রাপ্য টাকা। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র

নেতাদের জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ

কিছু বিরোধী দল বাংলায় উন্নয়ন চায় না, শুধু বিসর্জন চায়। দিল্লিকে চিঠি লিখে বলে বাংলাকে টাকা দেবে না। বাংলাকে কেন টাকা দেবে না? এটা কি তোমার পৈত্রিক জমিদারির টাকা?‌ বিজেপির টাকা তো চাইছি না। রাজ্যের ন্যায্য প্রাপ্য টাকা দিতে বলা হচ্ছে। অধিকার না দিলে ছিনিয়ে নিতে হবে

অর্পিতার ফ্ল্যাট থেকে কারও দলিল মিললে তাঁকে গ্রেফতার করা হল। কিন্তু দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকে বিজেপি নেতার বাড়ির দলিল মিলেছে। তাঁর বিরুদ্ধে কেন তদন্ত হবে না?

এঁরা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত, উন্নয়নে নজর নেই। বিজেপির চোখ মাটিতে নেই, আকাশে রয়েছে। ছোট ছোট ভুল হলেও সিবিআই-ইডি দিয়ে তদন্ত করছে