সাম্প্রতিক খবর

জুন ১৬, ২০২৩

নরেন্দ্র মোদীকে গদি থেকে সরাবো, কথা দিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়

নরেন্দ্র মোদীকে গদি থেকে সরাবো, কথা দিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূলের নবজোয়ার যাত্রার শেষ দিনে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের জনসভায় যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ:

২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে। এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও হয়নি। ২০০৩ সালে ৭০ জন মারা গিয়েছিলেন। ২০০৮ সালে মারা গিয়েছিলেন ৩৬ জন।

কী করেছিল কেন্দ্রীয় বাহিনী? ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

সেন্ট্রাল ফোর্স তো মণিপুরেও নিয়ে গেল। কী হল? সেন্ট্রাল মিনিস্টারের বাড়িই জ্বালিয়ে দিয়েছে। ১৫০ জন মারা গিয়েছে। কিছু করতে পারেনি।

নরেন্দ্র মোদীকে গদি থেকে সরাবো। কথা দিচ্ছি। সেন্ট্রাল ফোর্স কাঁচকলা করবে। মা–বোনেরা জোট বাঁধুন।

কংগ্রেস অনেক রাজ্য চালিয়েছে। সিপিএমের সবচেয়ে বড় দোসর। বিজেপির বড় দোসর। আর পার্লামেন্টে (সংসদ) আমাদের সাহায্য চাও। আমরা করব তা-ও বিজেপির বিরুদ্ধে। কিন্তু মনে রেখো, বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে আমাদের কাছে বাংলায় সাহায্য চাইতে আসবে না।

শুধু আমার নয়, যাঁরা আমরা তৃণমূল করি সবার পরিবার নিয়ে বিরোধীরা কুৎসা অপপ্রচার করে। অভিষেককে নিয়ে অনেক প্রশ্ন তোলেন। ইতিহাস থেকে আমি অভিষেককে আমি একটা ছবি উপহার দেব। অনেকেই বলে পরিবারতন্ত্রের কথা বলে। অনেকেই বলে পিসি এসে ভাইপোকে সাংসদ করে দিয়েছে। কিন্তু অনেকে সব ইতিহাসটা জানেন না।

অভিষেকে দু’বছর বয়স থেকে রাজনীতি করে। ১৯৯০ সালে সিপিএম আমাকে মেরেছিল। হাসপাতাল থেকে বাড়ি এসে মার সঙ্গে কথা বলছিলাম। আমার মায়ের কোলে বসে অভিষেক সবটা শুনছিল। পরের দিন থেকে একটা ঝান্ডা নিয়ে ও বলত ‘দিদিকে মারলে কেন জবাব দাও।