সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১, ২০২২

ধর্ম যার যার,উৎসব সবার : মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্ম যার যার,উৎসব সবার : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই উপলক্ষ্যে আজ ১ সেপ্টেম্বর শহরে বর্ণাঢ্য মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত হয়েছে পদযাত্রা। ওনার বক্তব্যের কিছু অংশ:

আজকের এই অনুষ্ঠান ঐতিহাসিক। এদিন তৈরি হল এক নতুন ইতিহাস।

দুর্গাপুজো একটি আবেগ যা সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে আমাদের একত্রিত করে। এটি আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পকে একত্রিত করে।

আমার সমস্ত শিল্পীদের ধন্যনাদ জানাই। আমি সৌরভকে বিশেষ ধন্যবাদ জানাই। আমাদের সমস্ত আই এ এস’রা এসেছেন।

আমি তপতী দেবীকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা সোশ্যাল রিসার্চে কাজ করেন। আমরা স্যালুট করছি ইউনেস্কো টিমকে।

ধর্ম যার যার,উৎসব সবার। এক্ষেত্রে ইউনেস্কো থেকে সাহায্য পেয়েই ভাল লাগছে। আমরা আজ সারা বাংলা জুড়ে মিছিল করেছি। সবাইকে তাই ধন্যবাদ। ইউনেস্কো আমাদের বিশেষ স্বীকৃতি দেওয়ায় আমরা খুশি।