সাম্প্রতিক খবর

মে ২৭, ২০২৩

তৃণমূল দিল্লিকে লড়ে নেবে : মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল দিল্লিকে লড়ে নেবে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্সমূচিতে যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

যারা দলকে ভালবাসে, দলকে তৈরি করে, দলের ভাবমূর্তি তৈরি করে… তাদের জন্য এই সভা। তাঁদের মতামত নেওয়ার জন্য

গণতন্ত্রে দল বড় হলে বিভিন্ন মতামত আসতেই পারে। সব মতামতকে সম্মান জানিয়েই বলি, শেষ পর্যন্ত যিনি দলের প্রতীক পাবেন, তাঁকে সকলকে সমর্থন করতে হবে

আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আমাদের কর্মীদের এত অত্যাচারের পরেও রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি গাইতে বলেছিলাম

আমি এখনও বিশ্বাস করি, কুড়মি ভাইরা এই কাজ করতে পারে না। আমি মনে করি কুড়মিদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি

এখন বলছে এনআরসি করতে হবে। আমাকে চিঠি দিয়ে বলছে, আমিই একমাত্র টাস্ক ফোর্স করিনি

আজ মণিপুরের অবস্থা দেখুন। এত লোক মারা গিয়েছে। কই, আজ পর্যন্ত তো কেউ যাননি (বিজেপির)। বলছে, পরে একদিন যাবে। কবে যাবে? সব শেষ হয়ে যাওয়ার পর?

২০০০ টাকা আপনার কাছে থাকলেও ব্যাঙ্ক জমা নিচ্ছে না। দোকানদারের কাছে গেলে, দোকানদার ভয়ে ২০০০ টাকার নোট নিচ্ছে না। এটা তাহলে আগে ভাবা উচিত ছিল না?

আগামী দিনে যদি তোমায় দাঁড়াতে হয়, পঞ্চায়েত, লোকসভা নির্বাচন করাতে হয়… দলকে কে জেতাবে, সেটা আগে দেখতে হবে

তৃণমূলের নিজেদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, তৃণমূল দিল্লিকে লড়ে নেবে