সাম্প্রতিক খবর

এপ্রিল ১৭, ২০২৩

গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি : মমতা বন্দ্যোপাধ্যায়

গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ:

বিজেপি ৩৫ আসন পেলেই সরকার ফেলার কথা বলেন কী ভাবে। সাংবিধানিক মর্যাদা লঙ্ঘন হয়েছে। দেশকে রক্ষা না করে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কোন আইনে নির্বাচিত সরকার ভাঙার কথা বলছেন? সংবিধান কি বদল হচ্ছে নাকি?

দেশরক্ষার বদলে একটা নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন! এত ঔদ্ধত্য! গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই।

আমরা দেশের কথা বিদেশে সাধারণত বলি না। আমি বিদেশে গেলে টাকা দিয়ে লোক রেখে দেয় ‘মমতা ব্যানার্জি গো ব্যাক’ করার জন্য। আর আমি না কি গণহত্যা করেছি। তুমি করলে দোষ নেই, অন্যরা করলে দোষ? বাইরে যখন যাওয়ার প্রয়োজন হবে নিশ্চই সত্যি কথা বলব। আমার যা বলার অধিকার আছে’।

বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় টিম পাঠায়। পুলওয়ামায় ক’টা কেন্দ্রীয় দল পাঠিয়েছে? জাতীয় নিরাপত্তার ইস্যু বলে আগে কিছু বলিনি। কিন্তু সত্যটা একদিন সামনে আসবেই। আজকের পরিস্থিতি দেখুন। ২-৩ দিন আগে কাশ্মীরের প্রাক্তন রাজ্য়পাল যে কথা প্রকাশ্যে বলেছেন, তা থেকে তো প্রমাণিত নিরাপত্তায় গলদ ছিল। আমরা তখন‌ও বলেছিলাম, এটায় ইন্টিলিজেন্স ফেলিওর হয়েছে। এখন তো সতপাল মালিকও বলছেন। কী ইনভেস্টিগেশন হয়েছে আমরা জানি না। তাই এবার তদন্ত দাবি করছি।

আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। সর্বোচ্চ স্তরে গাফিলতি হয়েছে। সুতরাং বিচারবিভাগীয় তদন্ত করাই শ্রেয়।

যখনই ভোট আসে, বিজেপি মেরুকরণের বল নিয়ে রাস্তায় নেমে যায়। জাতিভেদ, মেরুকরণ করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো। মিডিয়াকে দিয়ে মিথ্যে কথা বলাও। মিডিয়া ট্রায়াল করো। একজনের বিচার না হওয়ার আগেই মিডিয়াতে খাইয়ে দিচ্ছে ওমুক লোকের বাড়ি এত টাকা পাওয়া গেছে।

বহু বিজেপি নেতাই তথ্য দিচ্ছে, ২০২৪ সালের পর বাংলাকে আর কোনও টাকা দেব না। কারণ লোকসভা ভোট ওটা। এটা কেন হবে? আমাদের মৌলিক অধিকার এটা। এটা জনাদেশ, এটা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে।

অমিত শাহের মিটিংয়ে যে স্ট্র্যাটেজি হয়েছে তা তো আমরা জেনে গিয়েছি। বিজেপিকে কমিউনাল টেনশন বাড়াতে হবে, কাস্টিজম করতে হবে, যা করবে এজেন্সি সম্পূর্ণ সহযোগিতা করবে। আমি তো শুনলাম কেন্দ্র থেকে একটা বড় দল এসেছে। বাংলায় বসে আছে। তথ্য আমাদের কাছেও আসে।