সাম্প্রতিক খবর

অগাস্ট ২৮, ২০২৩

এত প্রতিশোধপন্থী সরকার আমি আগে কখনও দেখিনি : মমতা বন্দ্যোপাধ্যায়

এত প্রতিশোধপন্থী সরকার আমি আগে কখনও দেখিনি : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য :

গোলি মারো বলছে। দিল্লি করবে ভেবেছে। আমার স্বপ্ন হারিয়ে গিয়েছে। দেখি কত বড় সাহস। মার গোলি। পুলিশকে বলেছি সবাইকে গ্রেপ্তার করবে যারা সেই স্লোগান দিয়েছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি লালে লাল হয়েছে। লাল-হলুদ মিলে গিয়েছে। গণ্ডগোল করলে পুলিশ ব্যবস্থা করবে। আমি পুলিশকে কড়া নির্দেশ দিচ্ছি যে ছাত্র যেখানে পড়ে, সেখানে কলেজ করবে। বাইরের কেউ যেন গুণ্ডামি করতে না পারে। যাদবপুরে বিক্ষোভ দেখাবি দেখা। বিচার চাও। কিন্তু এটা বিচার চাওয়ার পদ্ধতি নয়। গোলি মারার স্লোগান যারা দিয়েছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। গোলি মারার অধিকার কারও নেই

এত প্রতিশোধপন্থী সরকার আমি আগে কখনও দেখিনি। সে দিন আমার ফোনে একটা মেসেজ পাঠিয়েছে। অভিষেককে নাকি ভোটের আগে গ্রেফতার করে নেবে

তোমরা যদি কম্পিউটারে ওস্তাদ হও, আমরাও ওস্তাদ। ঠিক তথ্যটি বার করে নিয়েছি। আমরা ঠিক বুঝতে পেরেছি, তোমরাই ওই ফাইল ডাউনলোড করেছো। তার পরে থানায় ডায়েরি করা হয়েছে। যিনি ডায়েরি করেছেন, তাঁকেও গ্রেফতার করে নেবে বলেছে। সকলকে গ্রেফতার করতে করতে একদিন জেলটা তোমাদের লোকেই ভরে যাবে

অপনারা যদি শান্তিপ্রিয় ভাবে নির্বাচনটা করতে পারেন তা হলে আমি জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেব

ইসরোতে যারা কাজ করেছেন, বাংলার ২৮ জন রয়েছেন। আমি নিজে তাঁদের ব্যাক্তিগতভাবে চিঠি দিয়েছি। তাঁরা যদি সময় দেন, আমি রাজপথে তাঁদের নিয়ে এসে সম্মান দেব

ল্যান্ডিং লোকে দেখতে চায়। দেখতে দিল না। সঙ্গে সঙ্গে একজনের মুখ ভেসে এল। ভাল করে দেখতেই দিল না। আমি দেখব বলে বসেছিলাম। সেই মুখটা ভেসে এল। আমি টিভি বন্ধ করে দিলাম

আগে বালি, পাথর নিয়েও কোনও আইন ছিল না। আমরা তৈরি করেছি। আমি চাই সবুজ বাজি তৈরি হোক। কারণ এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িয়ে আছে, আমি চাই তাঁরাও বাঁচুন৷ সবুজ বাজিতে হয়তো আয় একটু কম হবে, কিন্তু জীবন বাঁচবে

শিক্ষক পদে রাজ্যে ২৪,০০০ শূন্যপদ আছে। কিন্তু নিয়োগ করতে পারছি না। কেউ না কেউ কোর্টে গিয়ে মামলা করে দিচ্ছে। তাতে আটকে যাচ্ছে। আপনারাও কোর্টে যান। বলুন কীভাবে নিয়োগ করতে হবে, বলে দিন। সেই ভাবেই করা হবে। দরকার হলে বিচারকের কমিটির তত্ত্বাবধানে হোক।  আমার কোনও সমস্যা নেই। কিন্তু চাকরি তো হবেই