সাম্প্রতিক খবর

জুলাই ২১, ২০২৩

ইন্ডিয়া লড়বে, তৃণমূল সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে : মমতা বন্দ্যোপাধ্যায়

ইন্ডিয়া লড়বে, তৃণমূল সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হলো। এবার শহিদ দিবসের অনুষ্ঠানে ভিড় ছিল দেখার মতন। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,সুব্রত বক্সী,জ্যোতিপ্রিয় মল্লিক, শান্তনু সেন, মালা রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়,সায়নী ঘোষ,ফিরহাদ হাকিম সহ সব নেতা নেত্রীরা।

অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্যের কিছু অংশ:

আমি চ্যালেঞ্জ নেওয়া লোক। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। ত্রিপুরায় রথযাত্রায় ২৬ জন মারা গেলেন। ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেলেন। নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে কত জন দুর্ঘটনায় মারা গেলেন। আমি কিন্তু কিছু বলিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু বাংলাতে কেউ মারা গেলেই রাজনীতি শুরু করছে বিজেপি

পঞ্চায়েত নির্বাচনে ৭১ হাজার বুথে ভোট হল। কিন্তু গোলমাল হল তিন জায়গায়। ভাঙড়, ডোমকল, ইসলামপুর। আর কোচবিহারে গন্ডগোল হয়েছে। সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই। তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে?

বেটি বাঁচাও স্লোগান দিয়েছিলেন, কোথায় গেল সেই স্লোগান? বিলকিস বানোর অভিযুক্তরা রেহাই পেয়েছে। দেশের মেয়েরা জ্বলছে। মণিপুর জ্বলছে। মনে রাখবেন, এই মেয়েরাই ২০২৪-এর ভোটে আপনাদের ছুঁড়ে বাইরে ফেলে দেবে

ইন্ডিয়া লড়বে, তৃণমূল সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারবে। ভারত জিতবে। মোদি হারবে। বিজেপি হারবে। এটা ছাড়া আমাদের কোনও স্লোগান নেই

বাংলার টাকা আটকে রেখেছে। ২৫ কোটি টাকা দিয়ে বিদেশিদের উপহার দিচ্ছেন। উপহার দিয়ে সার্টিফিকেট কিনছেন

২০২৪ সালে জয় বাংলার সঙ্গে জয় ইন্ডিয়ার স্লোগান দেবে

আমরা জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ দেব। নাম হবে খেলা হবে

১১ লক্ষ্য বাংলার বাড়ি নিজেদের টাকায় তৈরি করব। সরসরি মুখ্যমন্ত্রীতে ৩ লক্ষ ফোন এসেছে। ৭০-৮০ হাজার বার্ধক্য ভাতার ফোন এসেছে

ফেক ভিডিয়ো বানিয়ে বাংলাকে অশান্ত করার শখ, ঘর ঘর মে এক হি ডাক, মোদী যাক, মোদী যাক