সেপ্টেম্বর ১২, ২০২২
আর চাকরির জন্য বাংলার বাইরে যাওয়ার প্রয়োজন নেই : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নেতাজি ইন্ডোরে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া যুবক-যুবতীদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে তিনি বাংলার বিভিন্ন জেলায় একগুচ্ছ প্রকল্পের কথাও জানান। ওনার বক্তব্যের কিছু অংশ:
ক্ষমতায় আসার পর আমি স্বপ্ন দেখেছিলাম বাংলা একদিন বিশ্ব সেরা হবে। কন্যাশ্রীতে আমরা ইউনাইটেড নেশনের কাছে এসেছি। দুর্গাপুজোয় স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। নিম্নস্তরের শিক্ষাতেও বাংলা প্রথম হয়েছে। এভাবে বাংলা এগিয়ে যাবে।
আর চাকরির জন্য বাংলার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এ বার চাকরি আপনার দরজায় এসে ডাকবে।
সব মিলিয়ে প্রায় ৩০০০০ ছেলে মেয়েকে নিয়োগ পত্র দেওয়া হবে।
সারা দেশে যখন ৪৫ শতাংশ কর্মসংস্থান কমে গিয়েছে, তখন বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।
দুর্গাপুজোর চল্লিশ হাজার কোটি টাকার ব্যবসা হয়। ডেকরেটার্স, সাজসজ্জা শিল্পীরা বেশি আয় করেন পুজো থেকে।
অনেকই জানেন না রাজ্যে কত এমএসএমই (ক্ষুদ্র শিল্প) আছে। রাজ্যে ৯০ লক্ষ ক্ষুদ্র শিল্প রয়েছে। এই শিল্পগুলিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ কাজ করেন।
রাজ্যে ২০০টিরও ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। রঘুনাথপুরে একটি প্রকল্পে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সেখানেও প্রচুর কর্মসংস্থান হবে।
রেল বিক্রি হয়ে যাচ্ছে। সেল বিক্রি হয়ে যাচ্ছে।এরা সব কিছু বেচে দিচ্ছে। তা হলে চাকরি কী করে হবে।
ভালো লাগছে বাংলা থেকে ছেলেমেয়েরা বাইরে চাকরি পাচ্ছে। বাইরে গেলেও থাকবেন না। চলে আসবেন। দেশের মাটির আলাদা গুরুত্ব আছে। পরিবারের সঙ্গে বসে শাক-ভাত খাওয়াও আনন্দের।