এপ্রিল ৪, ২০২৩
আমি মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পূর্ব মেদিনীপুরে বুথভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সমস্ত বিধায়ক এবং পঞ্চায়েত স্তরের নেতৃত্বরা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:
হিংসা বাংলার সংস্কৃতি নয়। বাংলার মানুষ দাঙ্গা ভালবাসেন না। দাঙ্গা করা বাংলার সংস্কৃতি নয়। বাংলার মানুষ সব কিছু মুখ বুজে মেনে নেবেন না। তাঁরা সময় মতো সঠিক জায়গায় সঠিক জবাব দেবেন এবং দাঙ্গাবাজদের তাঁরাই বাংলাছাড়া করবেন
এই জেলাতেই কয়েকজন হার্মাদ চাকরি বিক্রি করেছে। পুরুলিয়ার চাকরিও এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমাদের অজান্তে বিক্রি করে দেওয়া হয়েছে
নন্দীগ্রামে সূর্যোদয়ের নামে দশদিন কাউকে বেরতে দেওয়া হয়নি। আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম। আমি যত দিন বাঁচব আমার আন্দোলন কেউ রুখতে পারবে না। আমি মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব
কেন্দ্র ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে। ১২ হাজার কিমি রাস্তা আমাদের টাকা। দিল্লির টাকা নয়।
এবার দুয়ারে সরকার বুথে-বুথে হচ্ছে। আমাদের সরকার আপনার বুথে এসে পরিষেবা দিচ্ছে
পঞ্চায়েতে দক্ষ কর্মী চাই। ভাল মানুষ চাই।কেউ হয়ত টিকিট পাবেন। কেউ পাবেন না। একটা পার্টির একজনই টিকিট পাবেন। আমরা নিশ্চয়ই তাঁর পাশে দাঁড়াব। এটা পার্টির দায়িত্ব