নভেম্বর ৯, ২০২২
আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

কৃষ্ণনগরে আজ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে ওনার বক্তব্যের কিছু অংশ:
নদিয়া জেলার সংগঠন ভাল করে করতে হবে। একটা কথা বলে যাই, আমাদের বিধায়করা নিজেদের মধ্যে কোনও ঝগড়াঝাঁটি করবেন না। যিনি ঝগড়াঝাঁটি করবেন তাঁকে আমি দলে রাখব না।প্রতীক না থাকলে আমি শূন্য। যাঁর ইগো থাকবে তিনি বাড়িতে বসে যান। কাজ করার দরকার নেই।
এটা তৃণমূল পরিবার।ভাঙা যাবে না। যিনি ঝগড়া করবেন, আমি সোজা বলছি, তাঁর সঙ্গে সম্পর্ক নেই। সে তিনি যত বড়ই হন। তৃণমূল এক হলে বিজেপি, সিপিএম, কংগ্রেস কিছুই করতে পারবে না।
কেন্দ্রীয় সরকার মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে।নির্বাচন আসলেই মনে তখন মনে পড়ে ক্যা ক্যা ক্যা ক্যা। ক্যা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করে। আর নির্বাচন এলেই মাথায় NRC ঢোকে, মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে’। এগুলো মিথ্যে কথা।
বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে ডেকে আনতে চায়। তারা বাংলার লোকও নয়। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। কে নাগরিক নয়? আমরা সবাই নাগরিক। আর আপনারা নাগরিক না হলে আমিও নাগরিক নই। আপনারাই তো ভোট দিয়ে এমপি – এমএলএ নির্বাচন করেন। উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কী করে আপনার যদি ভোটাধিকার না থাকে?
আমি মতুয়া ভাই বোনেদের বলছি, আপনারা এখানকার নাগরিক। আপনাদের ওপর কোনও রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না।