সাম্প্রতিক খবর

মার্চ ১৫, ২০২৩

আমি অধিকার কেড়ে নেওয়ার পক্ষে নই, দেওয়ার পক্ষে : মমতা বন্দ্যোপাধ্যায়

আমি অধিকার কেড়ে নেওয়ার পক্ষে নই, দেওয়ার পক্ষে : মমতা বন্দ্যোপাধ্যায়

ঋষি অরবিন্দ ঘোষের দেড়শো তম জন্মদিন উপলক্ষে একটি স্মারক উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সার্ধশতবর্ষের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:

মামলার বিকেন্দ্রীকরণ হওয়া দরকার। আগামী বছরের বাজেট থেকে ৪৫ কোটি টাকা বরাদ্দ করলাম আলিপুর কোর্টের জন্য।আইনজীবী যাঁরা কোভিডে মারা গেছেন তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হোক।

মানুষ আদালতে আসেন বিচারের আশায়। হয়তো অনেকের অর্থ নেই। কোথায় যাবেন জানেন না, কী করে যাবেন জানেন না। তাঁদের জন্য সরকারের নির্দিষ্ট লিগাল সেল রয়েছে বটে। কিন্তু সেগুলি নিয়ে আরও প্রচার হওয়া দরকার।

যারা অন্যায় করেছে তাঁদের জন্য আমার কোনও দয়া নেই। সবাই তো তৃণমূলের ক্যাডার নয়। আমার লোক অন্যায় করলে আমি ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব। কিন্তু বাকি ছেলেমেয়েগুলো যেন বিপদে না পড়ে তার জন্য আইনানুগ পদক্ষেপ নিন।

আমাকে পছন্দ নাও হতে পারে, আমার দলকে পছন্দ নাও হতে পারে, দরকার হলে আমাকে মারুন, যা ইচ্ছে গালাগালি দিন। কিন্তু রাজ্যটার বদনাম করে ছাত্রযৌবনের খাবার অধিকার কেড়ে নেবেন না।

রাজ্য সরকার চলে রাজ্য সরকারের নীতি অনুযায়ী। রাজ্য এবং কেন্দ্র সরকারের অর্থনৈতিক পরিকাঠামো এক নয়। রাজ্য সরকার টাকা ছাপাতে পারবে না। এখন একটাই কর, জিএসটি। সবটাই নিয়ে যায় কেন্দ্র।

কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় হারে ডিএ চাইবেন, এটা হয় না। স্বাস্থ্যসাথী চলছে, লক্ষ্মীরভাণ্ডার চলছে, বিনা পয়সায় স্কুল চলছে, ফ্রিতে রেশনও চলছে। আমাদের সরকার মানবিক।

আমরা বিচারপতিদের রায়কে সম্মান জানাই। আমি অধিকার কেড়ে নেওয়ার পক্ষে নই, দেওয়ার পক্ষে। যেটা আইনস্বীকৃত, সেটাই অধিকার।