সাম্প্রতিক খবর

মার্চ ১৭, ২০২১

আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যাতে বাংলার উন্নয়ন থেমে না থাকে : মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যাতে বাংলার উন্নয়ন থেমে না থাকে : মমতা বন্দ্যোপাধ্যায়

ইস্তেহার প্রকাশ করে মানুষের পাশে থাকার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে বলে এদিন ঘোষণা করা হলো।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যাতে বাংলার উন্নয়ন থেমে না থাকে।

আমরা দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেব। বার্ষিক ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বছরে চার মাস দুয়ারে সরকার করা হবে।

প্রথমবার বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প শুরু করা হবে যেখানে ১.৬ কোটি যোগ্য পরিবারের কর্ত্রীকে মাসিক সহায়তা প্রদান করা হবে।

বাংলার বাজেট ৩ গুণ বেড়েছে। রাজ্যের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ বেড়েছে।

১ কোটি ৭৫ লাখ কর্মদিবস তৈরি হয়েছে।

কৃষকবন্ধুদের ১০ হাজার করে টাকা দেব। তফশিলি পরিবারকে বছরে ১ হাজার টাকা করে দেওয়া হবে।

জেনারেল কাস্ট পরিবারকে মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে।

বাংলা আবাস যোজনায় আরও ২৫ লাখ বাড়ি তৈরি করা হবে। প্রতি ব্লকে একটি করে আবাসিক স্কুল তৈরি করা হবে।

১০০ দিনের কাজে আমরা এক নম্বরে। বাংলায় কমেছে বেকারত্ব। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। বাংলায় ভাগাভাগি হবে না।

মে মাস থেকে বিধবাদের জন্য হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

২০১১ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে ১১০ শতাংশ কাজ করেছি।

পাহাড় ও সমতলের মধ্যে সমন্বয়ের জন্য বিশেষ বোর্ড গঠন করা হবে।

কিছু সম্প্রদায় আছে যারা ওবিসি তালিকা ভুক্ত নয়, একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে যাতে তারা ওবিসি তালিকার সুযোগ সুবিধা পায়।

যোগ্য পড়ুয়াদের জন্য ১০ লাখ টাকার ছাত্র ক্রেডিট কার্ড আনা হবে। চার শতাংশ সুদ দিতে হবে। এতে জামিনদার লাগবে না।

রাজ্যের প্রত্যেক পরিবারের নূন্যতম আয় সুনিশ্চিত করতে হবে। সাধারণ পরিবারকে ৫০০ টাকা। তপশিলি পরিবারকে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে।

লকডাউন এর ফলে যখন দেশজুড়ে চাকরি ছাঁটাই হচ্ছে, বাংলায় বেকারত্ব ৪০% কমেছে।

বিজেপি উলটোপালটা মন্তব্য করছে। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। যেখানেই যাচ্ছি, বাংলার মানুষ আমাদের সমর্থন করছেন। ভালো ও অবাধ নির্বাচন হোক।

ডাউনলোড করুন : ইস্তেহার ২০২১