সাম্প্রতিক খবর

জুন ২৬, ২০২৩

আমরা চাই মানুষের পঞ্চায়েত : মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা চাই মানুষের পঞ্চায়েত : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কোচবিহারের চান্দামারির প্রাণনাথ হাইস্কুল মাঠে পঞ্চায়েত ভোট-প্রচারের জন্য একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

নির্বাচনে সব হেরে গেলেও সরকার বিদায় নেবে না। আমাদের সরকারই থাকবে, তাই মনে রাখবেন চিন্তা করার, ভয় করার কোনও প্রয়োজন নেই

পঞ্চায়েত এ বার থেকে নিজেরা নিয়ন্ত্রণ করব, যাতে কেউ চুরি করতে না পারে। যদি কেউ টাকা চায়, তার ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন। তার পরে দেখব, কার কত বড় ক্ষমতা

যদি আমাদের কেউ আপনাদের দুঃখ দিয়ে থাকে, আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ভুল বুঝবেন না। যদি কেউ দুষ্টুমি করে, দু’টো চড় মারবেন। এই অধিকার দিয়ে গেলাম

গ্রামের রাস্তার টাকা কেন্দ্র আটকে দিয়েছে। আমরা আদায় করে ছাড়ব। আমরা পঞ্চায়েতে জিতে টাকা আদায় করব

বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল

খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ। বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান,কোচবিহারে বিএসএফ-এর গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে

সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে। আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। আর এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে। মহাঘোঁট ভেঙে দেব, দিল্লিতে মহাজোটই হবে। অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না। কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়

কাউকে টাকা দেবেন না, আমরা চুরি করতে দেব না। আমরা চাই মানুষের পঞ্চায়েত। পুলিশকে বলেছি গুলি চালালে গ্রেফতার করবে, এফআইআর হবে। বিজেপি গুন্ডাামি করলে হাতা-খুন্তি নিয়ে তাড়িয়ে দিন